নয়াদিল্লি, 14 মার্চ: ‘এক দেশ, এক ভোট’ নিয়ে তৈরি হওয়া কমিটি বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে রিপোর্ট জমা দিল ৷ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন ওই কমিটি লোকসভা ও বিধানসভা ভোট একসঙ্গে করারই সুপারিশ করেছে ৷ এর প্রথম পদক্ষেপ হিসেবে স্থানীয়স্তরে নির্বাচনকে একসঙ্গে আগামী 100 দিনের মধ্যে করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷
এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এক্স হ্য়ান্ডেলে একটি পোস্ট করা হয় ৷ সেই পোস্টে লেখা হয়, ‘‘ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ যিনি 'এক দেশ, এক নির্বাচন' বিষয়ে উচ্চপর্যায়ের কমিটির নেতৃত্বে রয়েছেন, তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আইন ও বিচারমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদ-সহ কমিটির সদস্যদের নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দেশে একযোগে নির্বাচনের প্রতিবেদন পেশ করেছেন ।’’
রাষ্ট্রপতির এক্স হ্যান্ডেলে পোস্ট করা ছবিতেও অমিত শাহ, গুলাম নবি আজাদদের দেখা যাচ্ছে ৷ রামনাথ কোবিন্দের তরফে রিপোর্টটি রাষ্ট্রপতির হাতে তুলে দেওয়ার ছবিও রয়েছে ৷ জানা গিয়েছে, ওই রিপোর্টটি 18 হাজার পাতার ৷ সেই রিপোর্টে দেশে সব ভোট একসঙ্গে করার প্রস্তাব দেওয়া হয়েছে ৷ রামনাথ কোবিন্দ জানিয়েছেন, একযোগে নির্বাচন করলে উন্নয়ন প্রক্রিয়া ও সামাজিক সংহতিকে উৎসাহিত করা যাবে ৷ গণতান্ত্রিক ভিত্তিকে আরও মজবুত করা যাবে ৷ ‘ইন্ডিয়া, দ্যাট ইজ ভারত’, এই আকাঙ্ক্ষা উপলব্ধি করতে সহায়তা করবে ।
এ দিনে পেশ করা রিপোর্টে কমিটি আরও প্রস্তাব দিয়েছে যে রাজ্যের নির্বাচন কমিশনগুলির সঙ্গে আলোচনা করে ভারতের নির্বাচন কমিশনকে একটি সাধারণ ভোটার তালিকা ও ভোটার আইডি কার্ড তৈরি করতে হবে ৷ বেশ কয়েকটি সাংবিধানিক সংশোধনীর সুপারিশও করেছে ওই কমিটি ৷ সেই সংশোধনীগুলির ক্ষেত্রে বেশিরভাগেরই রাজ্যগুলির অনুমোদনের প্রয়োজন হবে না । বর্তমানে দেশের নির্বাচন কমিশন শুধু লোকসভা ও বিধানসভা ভোট করায় ৷ আর রাজ্যের নির্বাচন কমিশন পৌর ও পঞ্চায়েত ভোট করায় ৷
উল্লেখ্য, 2023 সালের 2 সেপ্টেম্বর সারা দেশে একসঙ্গে ভোট করার বিষয়টি খতিয়ে দেখার জন্য রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন এই কমিটি তৈরি করেছিল ৷ ওই কমিটিতে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থ কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এনকে সিং, লোকসভার প্রাক্তন মহাসচিব সুভাষ কাশ্যপ, রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ ও আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল ৷ এই কমিটি 191 দিন ধরে কাজ করার পর এই রিপোর্ট তৈরি করেছে ৷ তার পর তা জমা দেওয়া হল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ৷
আরও পড়ুন: