ETV Bharat / bharat

'পাঁচ মাস জেলে কাটাতে বাধ্য করেছে', জামিন পেয়ে দাবি হেমন্ত সোরেনের; পাশে রাহুল-মমতা - Hemant Soren released from Jail - HEMANT SOREN RELEASED FROM JAIL

Former Jharkhand CM Hemant Soren Gets Bail: জমি দুর্নীতি সংক্রান্ত বেআইনি আর্থিক লেনদেনে মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ তাঁর জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ গত 31 জানুয়ারি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Hemant Soren leaves Jail after getting bail
ঝাড়খণ্ডে জেল থেকে ছাড়া পেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (ছবি সৌজন্য: এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 28, 2024, 12:02 PM IST

Updated : Jun 28, 2024, 9:34 PM IST

রাঁচি, 28 জুন: জমি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ শুক্রবার ব্যক্তিগত 50 হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ৷ ঝাড়খণ্ড উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 31 জানুয়ারি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷

বীরসা মুণ্ডা জেল থেকে বেরিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, "আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ ষড়যন্ত্র করা হয়েছিল আমার বিরুদ্ধে ৷ পাঁচ মাস জেলে কাটাতে আমায় বাধ্য করা হয়েছে ৷" জামিন পেয়ে আদালত নিয়ে তিনি বলেন, "আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি ৷ আদালত তার রায় জানিয়েছে ৷ আমি এখন মুক্ত (জামিনে) ৷ তবে বিচার প্রক্রিয়া খুব দীর্ঘ ছিল ৷" প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে, "আমি যে কাজ, যে লড়াই শুরু করেছি, তা শেষ করবই ৷ "

মিলল না জামিন, তথ্য 'লুকনোয়' হেমন্ত সোরেনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

গত 13 জুন শুনানির পর হেমন্ত সোরেনের জামিন নিয়ে রায়দান সুরক্ষিত রেখছিল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ শুক্রবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷ আদালতের রায়ের পর সোরেনের আইনজীবী অরুণাভ চৌধুরী বলেন, "সোরেনের জামিন মঞ্জুর করা হয়েছে । আদালত প্রাথমিকভাবে মনে করেছে যে তিনি এই মামলায় দোষী নন এবং জামিনে থাকাকালীন আবেদনকারীর অপরাধ করার কোনও সম্ভাবনা নেই ।" এই মামলাতেও ইডি আদালতে হেমন্তের জামিনের বিরোধিতা করেছিল ৷ হাইকোর্টের কাছ থেকে 48 ঘণ্টা সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন জানাবে বলে ৷ তবে আদালত তা খারিজ করে দেয় ৷

'ইন্ডিয়া' জোটের সদস্য নেতার মুক্তিতে রাহুল লেখেন,"রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁকে আদালত জামিন দিয়েছে ৷ আমি সেই রায়কে স্বাগত জানাচ্ছি ৷ যাঁরা সংবিধানের বাঁচানোর লড়াই করেন সত্য তাঁদের রক্ষা করে ৷ "

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লেখেন, "একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনকে একটি মামলার জন্য ইস্তফা দিতে হয়েছিল ৷ আজ সেই মামলায় তাঁকে জামিন দিল মাননীয় হাইকোর্ট ৷ আজকের এই রায়ে আমি খুব খুশি ৷ খুব শীঘ্রই তিনি জনসাধারণের প্রতি তাঁর কাজ শুরু করে দেবেন ৷" প্রসঙ্গত, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতারি নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গ্রেপ্তারির পর তার স্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছিলেন তিনি ।

এদিনের আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ এক্স হ্যান্ডেলে সোরেনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, "সত্যের পথে থাকলে সাময়িক সমস্যা হলেও, পরাজিত হয় না ৷"

লোকসভা নির্বাচনে প্রচারের জন্য় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন ৷ দু'দিনের সওয়াল জবাব পর্বের পর তথ্য গোপনের অভিযোগে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত ৷

এর আগে আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ) সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্ত সোরেনর জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে প্রায় পাঁচ মাস পরে জামিন পেলেন হেমন্ত।

রাঁচি, 28 জুন: জমি সংক্রান্ত আর্থিক কেলেঙ্কারি মামলায় জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ৷ শুক্রবার ব্যক্তিগত 50 হাজার টাকার বন্ডে তাঁর জামিন মঞ্জুর করলেন বিচারপতি রঙ্গন মুখোপাধ্যায় ৷ ঝাড়খণ্ড উচ্চ আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি থেকে শুরু করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 31 জানুয়ারি ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম) নেতা তথা রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করেছিল ইডি ৷

বীরসা মুণ্ডা জেল থেকে বেরিয়ে তিনি বিজেপিকে আক্রমণ করে বলেন, "আমাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে ৷ ষড়যন্ত্র করা হয়েছিল আমার বিরুদ্ধে ৷ পাঁচ মাস জেলে কাটাতে আমায় বাধ্য করা হয়েছে ৷" জামিন পেয়ে আদালত নিয়ে তিনি বলেন, "আমি বিচার ব্যবস্থাকে সম্মান করি ৷ আদালত তার রায় জানিয়েছে ৷ আমি এখন মুক্ত (জামিনে) ৷ তবে বিচার প্রক্রিয়া খুব দীর্ঘ ছিল ৷" প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে, "আমি যে কাজ, যে লড়াই শুরু করেছি, তা শেষ করবই ৷ "

মিলল না জামিন, তথ্য 'লুকনোয়' হেমন্ত সোরেনকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

গত 13 জুন শুনানির পর হেমন্ত সোরেনের জামিন নিয়ে রায়দান সুরক্ষিত রেখছিল ঝাড়খণ্ড হাইকোর্ট ৷ শুক্রবার আদালত তাঁর জামিন মঞ্জুর করে ৷ আদালতের রায়ের পর সোরেনের আইনজীবী অরুণাভ চৌধুরী বলেন, "সোরেনের জামিন মঞ্জুর করা হয়েছে । আদালত প্রাথমিকভাবে মনে করেছে যে তিনি এই মামলায় দোষী নন এবং জামিনে থাকাকালীন আবেদনকারীর অপরাধ করার কোনও সম্ভাবনা নেই ।" এই মামলাতেও ইডি আদালতে হেমন্তের জামিনের বিরোধিতা করেছিল ৷ হাইকোর্টের কাছ থেকে 48 ঘণ্টা সময় চেয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সুপ্রিম কোর্টে আবেদন জানাবে বলে ৷ তবে আদালত তা খারিজ করে দেয় ৷

'ইন্ডিয়া' জোটের সদস্য নেতার মুক্তিতে রাহুল লেখেন,"রাজনৈতিক প্রতিহিংসার কারণেই হেমন্ত সোরেনকে গ্রেফতার করা হয়েছিল ৷ তাঁকে আদালত জামিন দিয়েছে ৷ আমি সেই রায়কে স্বাগত জানাচ্ছি ৷ যাঁরা সংবিধানের বাঁচানোর লড়াই করেন সত্য তাঁদের রক্ষা করে ৷ "

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্সে লেখেন, "একজন গুরুত্বপূর্ণ আদিবাসী নেতা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, হেমন্ত সোরেনকে একটি মামলার জন্য ইস্তফা দিতে হয়েছিল ৷ আজ সেই মামলায় তাঁকে জামিন দিল মাননীয় হাইকোর্ট ৷ আজকের এই রায়ে আমি খুব খুশি ৷ খুব শীঘ্রই তিনি জনসাধারণের প্রতি তাঁর কাজ শুরু করে দেবেন ৷" প্রসঙ্গত, ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গ্রেফতারি নিয়ে আগেই সরব হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার গ্রেপ্তারির পর তার স্ত্রীর সঙ্গেও ফোনে কথা বলেছিলেন তিনি ।

এদিনের আদালতের রায়কে স্বাগত জানিয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ এক্স হ্যান্ডেলে সোরেনের একটি ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন, "সত্যের পথে থাকলে সাময়িক সমস্যা হলেও, পরাজিত হয় না ৷"

লোকসভা নির্বাচনে প্রচারের জন্য় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী জামিনের আবেদন জানিয়েছিলেন হেমন্ত সোরেন ৷ দু'দিনের সওয়াল জবাব পর্বের পর তথ্য গোপনের অভিযোগে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিয়েছিল শীর্ষ আদালত ৷

এর আগে আর্থিক লেনদেন প্রতিরোধ আইন (পিএমএলএ) সংক্রান্ত রাঁচির বিশেষ আদালত হেমন্ত সোরেনর জামিনের আবেদন খারিজ করেছিল। তার পরেই ঝাড়খণ্ড হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী। অবশেষে প্রায় পাঁচ মাস পরে জামিন পেলেন হেমন্ত।

Last Updated : Jun 28, 2024, 9:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.