ETV Bharat / bharat

পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল ইনটেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধানের, প্রয়াত অবতার সাইনি

Avtar Saini Passes Away: সাইকেল চালানোর সময় ধাক্কা লাগল ট্যাক্সির সঙ্গে ৷ হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো গেল না ইনটেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধানকে ৷

Etv Bharat
প্রয়াত ইনটেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান অবতার সাইনি
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 29, 2024, 10:56 PM IST

মুম্বই, 29 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান অবতার সাইনির ৷ বয়স হয়েছিল 68 বছর । বুধবার নভি মুম্বইয়ের পাম বিচ রোডে সাইকেল চালানোর সময় একটি ট্যাক্সি তাঁকে ধাক্কা দেয় । তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ । তাঁর পরিবারে রয়েছেন পুত্র, পুত্রবধূ ও কন্যা । অবতার সাইনি ছিলেন মুম্বইয়ের চেম্বুরের বাসিন্দা । সেখানেই শৈশব কেটেছে তাঁর ৷

তাঁর বন্ধুরা জানান, স্ত্রীর মৃত্যুর পর সাইনি সাইকেল চালানো এবং ট্রেকিংয়ে বেশি সময় দিতে শুরু করেন । তিনি সাইকেল নিয়ে বহুদূর যেতেন ৷ ভোর 5টা 50 মিনিটে সাইকেল চালাচ্ছিলেন তিনি । নেরুল জংশন এবং এনআরআই সিউডস সিগন্যালের মধ্যে থাকাকালীন তাঁর সাইকেলের সঙ্গে ধাক্কা হয় একটি ট্যাক্সির ৷ গুরুতর আহত অবস্থায় সাইনিকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় নভি মুম্বই পুলিশ জানিয়েছে, ট্যাক্সি চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সাইনির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ইন্টেলের 386 এবং 486 মাইক্রোপ্রসেসর, পেন্টিয়াম প্রসেসরের ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাইনি । তিনি 'ইন্টেল ইন্ডিয়া'-এর প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন । মুম্বইয়ের ভিজেটিআই থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সাইনি 1982 থেকে 2004 সাল পর্যন্ত ইন্টেলে কাজ করেছেন । তিনি চেম্বুর অ্যামেচার সাইক্লিং গ্রুপের সদস্যও ছিলেন । কর্পোরেট চাকরি ছেড়ে দেওয়ার পর, অবতার সাইনি ট্রেকিংয়ে আরও বেশি সময় দিতে শুরু করেন ।

আরও পড়ুন :

  1. প্রয়াত পঙ্কজ উধাস, সঙ্গীত জগতে বড় শূন্যতা ; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
  2. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  3. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে

মুম্বই, 29 ফেব্রুয়ারি: পথ দুর্ঘটনায় মৃত্যু হল ইন্টেল ইন্ডিয়ার প্রাক্তন প্রধান অবতার সাইনির ৷ বয়স হয়েছিল 68 বছর । বুধবার নভি মুম্বইয়ের পাম বিচ রোডে সাইকেল চালানোর সময় একটি ট্যাক্সি তাঁকে ধাক্কা দেয় । তাতেই তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছে পুলিশ । তাঁর পরিবারে রয়েছেন পুত্র, পুত্রবধূ ও কন্যা । অবতার সাইনি ছিলেন মুম্বইয়ের চেম্বুরের বাসিন্দা । সেখানেই শৈশব কেটেছে তাঁর ৷

তাঁর বন্ধুরা জানান, স্ত্রীর মৃত্যুর পর সাইনি সাইকেল চালানো এবং ট্রেকিংয়ে বেশি সময় দিতে শুরু করেন । তিনি সাইকেল নিয়ে বহুদূর যেতেন ৷ ভোর 5টা 50 মিনিটে সাইকেল চালাচ্ছিলেন তিনি । নেরুল জংশন এবং এনআরআই সিউডস সিগন্যালের মধ্যে থাকাকালীন তাঁর সাইকেলের সঙ্গে ধাক্কা হয় একটি ট্যাক্সির ৷ গুরুতর আহত অবস্থায় সাইনিকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনায় নভি মুম্বই পুলিশ জানিয়েছে, ট্যাক্সি চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে এবং সাইনির দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।

ইন্টেলের 386 এবং 486 মাইক্রোপ্রসেসর, পেন্টিয়াম প্রসেসরের ডিজাইনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সাইনি । তিনি 'ইন্টেল ইন্ডিয়া'-এর প্রাক্তন চেয়ারম্যানও ছিলেন । মুম্বইয়ের ভিজেটিআই থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সাইনি 1982 থেকে 2004 সাল পর্যন্ত ইন্টেলে কাজ করেছেন । তিনি চেম্বুর অ্যামেচার সাইক্লিং গ্রুপের সদস্যও ছিলেন । কর্পোরেট চাকরি ছেড়ে দেওয়ার পর, অবতার সাইনি ট্রেকিংয়ে আরও বেশি সময় দিতে শুরু করেন ।

আরও পড়ুন :

  1. প্রয়াত পঙ্কজ উধাস, সঙ্গীত জগতে বড় শূন্যতা ; শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
  2. অন্তরালে থেকেই অঞ্জনা দিলেন না 'নায়িকার সংবাদ', প্রয়াত উত্তমের হিরোইন
  3. প্রয়াত 'উড়ান' খ্যাত অভিনেত্রী কবিতা, শোকের ছায়া বলিমহলে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.