নয়াদিল্লি, 7 ডিসেম্বর: সোমবার বাংলাদেশ সফরে যাচ্ছেন বিদেশ সচিব বিক্রম মিসরি ৷ দিল্লির তরফে শুক্রবারই তা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়েছে ৷ তবে মিসরি যখন সফর করতে চলেছেন, সেই সময় প্রতিবেশী ওই দেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে নয়াদিল্লি ও ঢাকার মধ্যে সম্পর্ক রীতিমতো উত্তপ্ত ৷
ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর এটাই হবে নয়াদিল্লি থেকে ঢাকায় প্রথম উচ্চ পর্যায়ের কোনও আধিকারিকের সফর। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, মিসরি বিদেশ মন্ত্রকের পরামর্শ-কাঠামোর অধীনে একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে যাবেন। ঢাকায় ভারতের বিদেশ সচিব বাংলাদেশের বিদেশ সচিবের সঙ্গে আলোচনার পাশাপাশি আরও কয়েকটি বৈঠক করবেন বলেও জানিয়েছেন রণধীর জয়সওয়াল।
তিনি বলেন, "বিদেশ সচিব 9 ডিসেম্বর বাংলাদেশ সফর করবেন। এটি বাংলাদেশের সঙ্গে আমাদের বাঁধাধরা আলোচনার অংশ।" বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র জানান, ভারত এই মামলায় একটি ন্যায্য এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়া আশা করছে। তাঁর কথায়, "আমরা এই বিষয়ে আগেই কথা বলেছি। আমরা আমাদের প্রত্যাশার কথাও জানিয়েছি ৷ আমরা চাই বাংলাদেশে প্রাসঙ্গিক আইনি প্রক্রিয়াগুলি একটি ন্যায্য এবং স্বচ্ছভাবে সম্পাদিত হয় ৷ সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি অধিকারের প্রতি পূর্ণ সম্মানও নিশ্চিত করবে বলে আশা করছি।"
প্রতিবেশী দেশে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। সাম্প্রতিক সপ্তাহে হিন্দুদের উপর হামলা এবং সন্ন্যাসীকে গ্রেফতারের জেরে সেই সম্পর্কের আরও অবনতি হয়েছে। এর জেরে ভারতেও বিক্ষোভের সূত্রপাত করেছে। বাংলাদেশের বিদেশ মন্ত্রক সম্প্রতি ভারতীয় রাষ্ট্রদূতকে তলব করেছে এবং আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বিক্ষোভের ঘটনায় অসন্তোষও প্রকাশ করেছে ৷
অন্যদিকে, ভারত গত সপ্তাহেই জানিয়েছে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সে দেশের সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষার দায়িত্ব পালন করতে হবে ৷ চরমপন্থীদের উত্থান এবং হিন্দুদের বিরুদ্ধে বাড়তে থাকা হিংসার ঘটনা নিয়ে গুরুতর উদ্বেগও প্রকাশ করেছে ভারত। প্রসঙ্গত, রাষ্ট্রদ্রোহের মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গত মাসে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার করা হয়। (পিটিআই)