ETV Bharat / bharat

ছত্তিশগড়ে একই পরিবারের পাঁচজনকে খুনের পর আত্মঘাতী অভিযুক্ত - Brutal Murder in Chhattisgarh - BRUTAL MURDER IN CHHATTISGARH

Brutal Murder in Chhattisgarh: ছত্তিশগড়ে একই পরিবারের পাঁচজনকে নৃশংসভাবে খুন করার অভিযোগ উঠেছে ৷ খুনের পর আত্মহত্যা করেছে অভিযুক্ত । এই ঘটনা জানাজানি হতেই পুরো এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে ৷

Brutal Murder in Chhattisgarh
ছত্তিশগড়ে একই পরিবারের পাঁচজনকে খুন (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 18, 2024, 5:20 PM IST

বালোদাবাজার/সারনগড়-বিলাইগড়, 18 মে: নির্মমভাবে একই পরিবারের পাঁচজনকে খুন করে আত্মঘাতী প্রতিবেশী যুবক ৷ এমনই একটি ঘটনা ছত্তিশগড়ের বালোদা বাজার সংলগ্ন সারানগড়ে ঘটেছে বলে জানা গিয়েছে ৷ নিহতদের মধ্যে তিনজন মহিলা, একজন পুরুষ ও এক শিশু রয়েছে ।

যে এলাকায় এই ঘটনা ঘটে, তা সালিহা থানা এলাকার মধ্যে পড়ছে ৷ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সেখানে যায় ৷ পুলিশের তরফে জানা গিয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে খুন, তা জানার চেষ্টা চলছে ৷ পারিবারিক বিবাদ না খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে নিহতদের আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী ওই যুবক শনিবার ভোরের দিকে সংশ্লিষ্ট বাড়িটিতে যায় ৷ তার পর হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে ওই পাঁচজনকে হত্যা করে ৷ সেই সময় পাড়া প্রতিবেশী কিছু জানতে পারেননি ৷ তার পর সকালের দিকে আত্মঘাতী হন ওই যুবক ৷ সেই ঘটনাই প্রথম এলাকার লোকের নজরে আসে ৷ তার পর জানা যায় যে পাশের বাড়ির পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ৷ একই পরিবারের পাঁচজনের রক্তাক্ত দেহ দেখে আতঙ্কিত পুরো এলাকা ৷

তবে এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে ৷ আত্মঘাতী যুবকই যে এই ঘটনা ঘটেছে, তার প্রমাণ কী আছে ? তাহলে কি ওই যুবকের সঙ্গে বা তাঁর পরিবারের সঙ্গে নিহতদের পরিবারের কোনও সমস্যা ছিল ? এই ঘটনা কি পারিবারিক বিবাদের জেরে হয়েছে ? নাকি এর মধ্যে পরকীয়া বা প্রেমঘটিত কোনও ব্যাপার ছিল ?

পুলিশ এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আত্মঘাতী আততায়ী ও নিহতদের কারও নাম পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. নাবালক ছেলেকে 'খুন' করে গ্রেফতার মা, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য
  2. নিখোঁজ শিশুর দেহ মিলল স্কুলের নর্দমায়, ক্ষোভে অগ্নিগর্ভ এলাকা
  3. দিল্লির গাড়ির শোরুমে গুলি! ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার 1

বালোদাবাজার/সারনগড়-বিলাইগড়, 18 মে: নির্মমভাবে একই পরিবারের পাঁচজনকে খুন করে আত্মঘাতী প্রতিবেশী যুবক ৷ এমনই একটি ঘটনা ছত্তিশগড়ের বালোদা বাজার সংলগ্ন সারানগড়ে ঘটেছে বলে জানা গিয়েছে ৷ নিহতদের মধ্যে তিনজন মহিলা, একজন পুরুষ ও এক শিশু রয়েছে ।

যে এলাকায় এই ঘটনা ঘটে, তা সালিহা থানা এলাকার মধ্যে পড়ছে ৷ ঘটনার খবর পাওয়ার পর পুলিশ সেখানে যায় ৷ পুলিশের তরফে জানা গিয়েছে যে ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ কী কারণে খুন, তা জানার চেষ্টা চলছে ৷ পারিবারিক বিবাদ না খুনের নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা জানতে নিহতদের আত্মীয় ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলছেন তদন্তকারীরা ৷

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিবেশী ওই যুবক শনিবার ভোরের দিকে সংশ্লিষ্ট বাড়িটিতে যায় ৷ তার পর হাতুড়ি দিয়ে পিটিয়ে ও ছুরি দিয়ে কুপিয়ে ওই পাঁচজনকে হত্যা করে ৷ সেই সময় পাড়া প্রতিবেশী কিছু জানতে পারেননি ৷ তার পর সকালের দিকে আত্মঘাতী হন ওই যুবক ৷ সেই ঘটনাই প্রথম এলাকার লোকের নজরে আসে ৷ তার পর জানা যায় যে পাশের বাড়ির পাঁচজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে ৷ একই পরিবারের পাঁচজনের রক্তাক্ত দেহ দেখে আতঙ্কিত পুরো এলাকা ৷

তবে এই ঘটনা ঘিরে একাধিক প্রশ্ন তৈরি হয়েছে ৷ আত্মঘাতী যুবকই যে এই ঘটনা ঘটেছে, তার প্রমাণ কী আছে ? তাহলে কি ওই যুবকের সঙ্গে বা তাঁর পরিবারের সঙ্গে নিহতদের পরিবারের কোনও সমস্যা ছিল ? এই ঘটনা কি পারিবারিক বিবাদের জেরে হয়েছে ? নাকি এর মধ্যে পরকীয়া বা প্রেমঘটিত কোনও ব্যাপার ছিল ?

পুলিশ এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত আত্মঘাতী আততায়ী ও নিহতদের কারও নাম পাওয়া যায়নি ৷

আরও পড়ুন:

  1. নাবালক ছেলেকে 'খুন' করে গ্রেফতার মা, গুরুগ্রামের ঘটনায় চাঞ্চল্য
  2. নিখোঁজ শিশুর দেহ মিলল স্কুলের নর্দমায়, ক্ষোভে অগ্নিগর্ভ এলাকা
  3. দিল্লির গাড়ির শোরুমে গুলি! ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার 1
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.