ETV Bharat / bharat

এআইয়ের কামাল! নিমেষের মধ্যে পড়ুয়াদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে 'আইরিস' - AI Teacher - AI TEACHER

AI Teacher in Assam: নিমেষের মধ্যে পড়ুয়াদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে শিক্ষিকা ৷ নতুন শিক্ষিকাকে কাছে পেয়ে পড়াশোনা আগ্রহ বেড়ে গিয়েছে পড়ুয়াদেরও ৷ সবমিলিয়ে সকলের মন জয় করে নিয়েছে অসমের প্রথম এআই শিক্ষিকা 'আইরিস' ৷

AI Teacher in Assam
অসমের এআই শিক্ষিকা (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 31, 2024, 7:49 PM IST

গুয়াহাটি, 31 মে: গায়ে মেখলা-চাদর ও গয়না ৷ মাথার চুলের সঙ্গে রয়েছে সাদা রঙের ফুল ৷ একেবারে ঐতিহ্যবাহী সাজে ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে অসমের প্রথম কৃত্রীম মেধাসম্পন্ন (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) শিক্ষিকা ৷ নাম 'আইরিস' ৷ এই মুহূর্তে অসমের একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার দায়িত্ব পালন করছে সে ৷ আর তাকে পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ অন্যদিকে, এই সহকর্মীকে পেয়ে স্কুলের এক শিক্ষিকার বক্তব্য, হিমোগ্লোবিন কী? মনযোগ সহকারে পড়ুয়াদের এই প্রশ্ন শুনে বিস্তারে জবাব দিচ্ছে 'আইরিস' ৷

রয়াল গ্লোবাল স্কুলের মুখপাত্র বলেন, "সিলেবাসের অন্তর্গত হোক কিংবা বাইরে ৷ পড়ুয়াদের সমস্ত প্রশ্নের নিমেষের মধ্যে জবাব দিচ্ছে আইরিস ৷ শুধু তাই নয়, উত্তরের সঙ্গে উপযুক্ত উদাহরণ এবং তথ্যও তুলে ধরছে সে ৷" এই রোবট-শিক্ষিকাকে কাছে পেয়ে আরও বেশি উৎসাহী এবং আগ্রহী হয়ে উঠেছে পড়ুয়ারা ৷

'আইরিস'-এর একটি ভয়েস-নিয়ন্ত্রিত সহকারী রয়েছে ৷ আর এই ব্যবস্থাপনার সাহায্যেই অতি সহজে পড়ুয়াদের সমস্ত প্রশ্নের বিস্তারিত জবাব দিতে সক্ষম আইরিস ৷ তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর থাকায় এআই শিক্ষিকাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে পড়ুয়াদের মধ্যে ৷ তবে শুধু পড়াশোনা নয়, তাদের সঙ্গে করমর্দনের মতো নানা অঙ্গভঙ্গি করায় রোবটের সঙ্গে পড়ুয়াদের শেখার প্রক্রিয়া অনেকবেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগের উদ্যোগে তৈরি হয়েছে 'আইরিস' । অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের অধীনে মেকারল্যাবস এডু-টেক-এর সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে । স্কুলের মুখপাত্রের কথায়, 'আইরিস'-এর প্রবর্তন শিক্ষার অভিজ্ঞতা বৃদ্ধিতে এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শেখার শৈলীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে । উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলতে রোবটের ব্যবহার আরও বাড়ানোর উচিত বলে জানান তিনি ৷

গুয়াহাটি, 31 মে: গায়ে মেখলা-চাদর ও গয়না ৷ মাথার চুলের সঙ্গে রয়েছে সাদা রঙের ফুল ৷ একেবারে ঐতিহ্যবাহী সাজে ছাত্র-ছাত্রীদের সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছে অসমের প্রথম কৃত্রীম মেধাসম্পন্ন (আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স) শিক্ষিকা ৷ নাম 'আইরিস' ৷ এই মুহূর্তে অসমের একটি বেসরকারি স্কুলে শিক্ষিকার দায়িত্ব পালন করছে সে ৷ আর তাকে পেয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷ অন্যদিকে, এই সহকর্মীকে পেয়ে স্কুলের এক শিক্ষিকার বক্তব্য, হিমোগ্লোবিন কী? মনযোগ সহকারে পড়ুয়াদের এই প্রশ্ন শুনে বিস্তারে জবাব দিচ্ছে 'আইরিস' ৷

রয়াল গ্লোবাল স্কুলের মুখপাত্র বলেন, "সিলেবাসের অন্তর্গত হোক কিংবা বাইরে ৷ পড়ুয়াদের সমস্ত প্রশ্নের নিমেষের মধ্যে জবাব দিচ্ছে আইরিস ৷ শুধু তাই নয়, উত্তরের সঙ্গে উপযুক্ত উদাহরণ এবং তথ্যও তুলে ধরছে সে ৷" এই রোবট-শিক্ষিকাকে কাছে পেয়ে আরও বেশি উৎসাহী এবং আগ্রহী হয়ে উঠেছে পড়ুয়ারা ৷

'আইরিস'-এর একটি ভয়েস-নিয়ন্ত্রিত সহকারী রয়েছে ৷ আর এই ব্যবস্থাপনার সাহায্যেই অতি সহজে পড়ুয়াদের সমস্ত প্রশ্নের বিস্তারিত জবাব দিতে সক্ষম আইরিস ৷ তার কাছে সমস্ত প্রশ্নের উত্তর থাকায় এআই শিক্ষিকাকে নিয়ে উত্তেজনা তুঙ্গে পড়ুয়াদের মধ্যে ৷ তবে শুধু পড়াশোনা নয়, তাদের সঙ্গে করমর্দনের মতো নানা অঙ্গভঙ্গি করায় রোবটের সঙ্গে পড়ুয়াদের শেখার প্রক্রিয়া অনেকবেশি আকর্ষণীয় হয়ে উঠেছে ৷

উল্লেখ্য, কেন্দ্রীয় সংস্থা নীতি আয়োগের উদ্যোগে তৈরি হয়েছে 'আইরিস' । অটল টিঙ্কারিং ল্যাব (এটিএল) প্রকল্পের অধীনে মেকারল্যাবস এডু-টেক-এর সহযোগিতায় এটি তৈরি করা হয়েছে । স্কুলের মুখপাত্রের কথায়, 'আইরিস'-এর প্রবর্তন শিক্ষার অভিজ্ঞতা বৃদ্ধিতে এবং শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শেখার শৈলীর জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে । উত্তর-পূর্ব ভারতের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করে তুলতে রোবটের ব্যবহার আরও বাড়ানোর উচিত বলে জানান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.