ETV Bharat / bharat

রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনে জন্ম, সন্তানের নাম রামরহিম রাখল মুসলিম পরিবার

Muslim Baby Named Ram Rahim: রামলালার প্রাণ প্রতিষ্ঠাকে ঘিরে সারা বিশ্বের রাম ভক্তরা খুশি। অনেক মুসলিম পরিবারও রামলালার প্রাণ প্রতিষ্ঠা উদযাপন করেছে । এরই মধ্যে ফিরোজাবাদের এক মুসলিম পরিবার নবজাতকের নাম রামরহিম রেখে সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করল।

Muslim Baby
রামরহিম
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 7:10 AM IST

ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ),23 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার । বহু বছর ধরে তাঁবুতে থাকার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরেছেন অযোধ্যাপতি ৷ রামলালার বাড়ি ফেরার দিন প্রকৃতির অমোঘ নিয়ম মেনে হাজার হাজার মায়ের কোল আলো করে ধরাধামে এল নতুন প্রাণ ৷ তাদের মধ্যেই উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক মুসলিম পরিবার নবজাতকের নাম রাখল রাম-রহিম । এভাবেই সম্প্রীতির এক মন ভালো করা নজির তৈরি হল ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঘটনাকে স্মরণ করে রাখতেই তাদের এমন উদ্যোগ বলে দাবি পরিবারের।

প্রাণ প্রতিষ্ঠা সারাদেশের মানুষেরই কাছে ছিল একটি বিশেষ মুহূর্ত । ফিরোজাবাদে অনেক গর্ভবতী এই দিনেই তাঁদের সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। চিকিৎসকরা প্রত্যেককে আলাদা আলাদা তারিখ দিয়েছিলেন। সেই তারিখগুলি ছিল 22 জানুয়ারি এবং এর আশেপাশে । তবে সোমবারই জেলা মহিলা হাসপাতালে প্রায় 15 থেকে 20 জন মহিলা অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের কাছে আবেদন করেছিলেন। কারণটি ছিল সন্তান জন্মের মাধ্যমে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁরা ।

এ দিন অনেক প্রসব হয় ৷ তাঁদের মধ্যে সন্তানের জন্ম দেন ফারজানও। মহিলার শাশুড়ি হুসনা বানো বলেন, "রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল ৷ আর একই দিনে বাড়িতে ছোট্ট অতিথি এল। আমরা সবাই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় খুব খুশি। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা নবজাতকের নাম রামরহিম রাখার সিদ্ধান্ত নিয়েছি ।" জেলা হাসপাতালের সিএমএস চিকিৎসক নবীন জৈন বলেন, "এদিন 12টি শিশুর জন্ম হয়েছে । প্রত্যেকের পরিবার খুব খুশি । প্রাণ প্রতিষ্ঠার দিনে সন্তানের জন্ম হওয়ায় তাদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন:

  1. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু

ফিরোজাবাদ (উত্তরপ্রদেশ),23 জানুয়ারি: অযোধ্যার রাম মন্দিরে সোমবার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে রামলালার । বহু বছর ধরে তাঁবুতে থাকার পর অবশেষে নিজের জন্মভূমিতে ফিরেছেন অযোধ্যাপতি ৷ রামলালার বাড়ি ফেরার দিন প্রকৃতির অমোঘ নিয়ম মেনে হাজার হাজার মায়ের কোল আলো করে ধরাধামে এল নতুন প্রাণ ৷ তাদের মধ্যেই উত্তরপ্রদেশের ফিরোজাবাদের এক মুসলিম পরিবার নবজাতকের নাম রাখল রাম-রহিম । এভাবেই সম্প্রীতির এক মন ভালো করা নজির তৈরি হল ৷ রামলালার প্রাণ প্রতিষ্ঠার ঘটনাকে স্মরণ করে রাখতেই তাদের এমন উদ্যোগ বলে দাবি পরিবারের।

প্রাণ প্রতিষ্ঠা সারাদেশের মানুষেরই কাছে ছিল একটি বিশেষ মুহূর্ত । ফিরোজাবাদে অনেক গর্ভবতী এই দিনেই তাঁদের সন্তানের জন্ম দিতে চেয়েছিলেন। চিকিৎসকরা প্রত্যেককে আলাদা আলাদা তারিখ দিয়েছিলেন। সেই তারিখগুলি ছিল 22 জানুয়ারি এবং এর আশেপাশে । তবে সোমবারই জেলা মহিলা হাসপাতালে প্রায় 15 থেকে 20 জন মহিলা অস্ত্রোপচারের জন্য চিকিৎসকদের কাছে আবেদন করেছিলেন। কারণটি ছিল সন্তান জন্মের মাধ্যমে বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে চেয়েছিলেন তাঁরা ।

এ দিন অনেক প্রসব হয় ৷ তাঁদের মধ্যে সন্তানের জন্ম দেন ফারজানও। মহিলার শাশুড়ি হুসনা বানো বলেন, "রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল ৷ আর একই দিনে বাড়িতে ছোট্ট অতিথি এল। আমরা সবাই রামলালার প্রাণ প্রতিষ্ঠায় খুব খুশি। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা নবজাতকের নাম রামরহিম রাখার সিদ্ধান্ত নিয়েছি ।" জেলা হাসপাতালের সিএমএস চিকিৎসক নবীন জৈন বলেন, "এদিন 12টি শিশুর জন্ম হয়েছে । প্রত্যেকের পরিবার খুব খুশি । প্রাণ প্রতিষ্ঠার দিনে সন্তানের জন্ম হওয়ায় তাদের আনন্দ দ্বিগুণ হয়ে গিয়েছে ।"

আরও পড়ুন:

  1. রাজসাজে চোখ ফেরানো দায়, কোন গয়নায় সাজলেন রামলালা ?
  2. রামরাজ্যে ফিরলেন মর্যাদা পুরুষোত্তম, রামলালার প্রাণ প্রতিষ্ঠা প্রধানমন্ত্রীর
  3. 'কৌশল্যা'দের আবদার মেনে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিন জন্মাল শতাধিক শিশু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.