ETV Bharat / bharat

ফের কাশ্মীরে সন্ত্রাসের পদধ্বনি, কাঠুয়ায় গুলি চালাল সন্দেহভাজন জঙ্গিরা - Firing in Kathua - FIRING IN KATHUA

Fresh Violence in Jammu and Kashmir: মাত্র 48 ঘণ্টার মধ্যেই কাশ্মীরে ফিরল সন্ত্রাস। কাঠুয়ায় গুলি চালাল সন্দেহভাজন জঙ্গিরা । তাদের নিকেশ করতে অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী ।

Fresh Violence in Jammu and Kashmir
কাশ্মীরে সন্ত্রাসের পদধ্বনি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 11, 2024, 10:49 PM IST

জম্মু ও কাশ্মীর, 11 জুন: পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার মাত্র 48 ঘণ্টার মধ্যেই আবারও উত্তপ্ত জম্মু ও কাশ্মীর । এবার কাঠুয়ায় জঙ্গিরা গুলি চালিয়েছে বলে খবর । পালটা তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী । গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় । কাঠুয়ার স্থানীয় হিরানগর এলাকা থেকে গুলি চলার খবর পাওয়া যায় । নিরাপত্তাবাহিনী জানতে পারে ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে ।

তাদের ধরতে অভিযান শুরু হয় । বিরাট পরিমাণে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান । বিভিন্ন সূত্র থেকে জানার চেষ্টা হয়েছে ঠিক কী হয়েছে । কীভাবে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা যায় তাও ঠিক করা হয় । সেই মতো চলছে অভিযান । ঘটনা সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি । তাঁকে স্থানীয়রা জানান, মোট তিন রাউন্ড গুলি চলার শব্দ শোনা গিয়েছে । তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণে আসেনি তাও তাঁরা জানিয়েছেন । দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় নিয়ে আশঙ্কায় আছেন স্থানীয়রা ।

কেন্দ্রে নতুন মন্ত্রিসভা শপথ নেয় রবিবার । দিল্লির সেই জমকালো অনুষ্ঠান শুরুর আগে আবারও সন্ত্রাসের পদধ্বনি শোনা গিয়েছিল কাশ্মীরে । জম্মুতে মন্দির থেকে ফেরার সময় জঙ্গিদের গুলির মুখে পড়ে পুণ্যার্থীদের বাস । নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি খাদে পড়ে যায় । ঘটনায় 9 জনের প্রাণ গিয়েছে । আরও বেশ কয়েকজন আহত হয়েছেন । জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছে দেশ । মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকে ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন । জম্মুর উপরাজ্যপাল মনোজ সিনহা নিহতদের পরিবার প্রতি 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন । এরপর আবারও কাশ্মীরে সন্ত্রাসের পদধ্বনি শোনা গেল ।

জম্মু ও কাশ্মীর, 11 জুন: পুণ্যার্থীদের বাসে জঙ্গি হামলার মাত্র 48 ঘণ্টার মধ্যেই আবারও উত্তপ্ত জম্মু ও কাশ্মীর । এবার কাঠুয়ায় জঙ্গিরা গুলি চালিয়েছে বলে খবর । পালটা তাদের ধরতে তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তাবাহিনী । গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে । ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় । কাঠুয়ার স্থানীয় হিরানগর এলাকা থেকে গুলি চলার খবর পাওয়া যায় । নিরাপত্তাবাহিনী জানতে পারে ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে ।

তাদের ধরতে অভিযান শুরু হয় । বিরাট পরিমাণে পুলিশ ও নিরাপত্তাবাহিনীর আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে যান । বিভিন্ন সূত্র থেকে জানার চেষ্টা হয়েছে ঠিক কী হয়েছে । কীভাবে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা যায় তাও ঠিক করা হয় । সেই মতো চলছে অভিযান । ঘটনা সম্পর্কে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন ইটিভি ভারতের প্রতিনিধি । তাঁকে স্থানীয়রা জানান, মোট তিন রাউন্ড গুলি চলার শব্দ শোনা গিয়েছে । তবে পরিস্থিতি যে একেবারেই নিয়ন্ত্রণে আসেনি তাও তাঁরা জানিয়েছেন । দু'পক্ষের মধ্যে গুলি বিনিময় নিয়ে আশঙ্কায় আছেন স্থানীয়রা ।

কেন্দ্রে নতুন মন্ত্রিসভা শপথ নেয় রবিবার । দিল্লির সেই জমকালো অনুষ্ঠান শুরুর আগে আবারও সন্ত্রাসের পদধ্বনি শোনা গিয়েছিল কাশ্মীরে । জম্মুতে মন্দির থেকে ফেরার সময় জঙ্গিদের গুলির মুখে পড়ে পুণ্যার্থীদের বাস । নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি একটি খাদে পড়ে যায় । ঘটনায় 9 জনের প্রাণ গিয়েছে । আরও বেশ কয়েকজন আহত হয়েছেন । জঙ্গি হামলার প্রতিবাদে সরব হয়েছে দেশ । মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অনেকে ঘটনার প্রকৃত তদন্ত দাবি করেছেন । জম্মুর উপরাজ্যপাল মনোজ সিনহা নিহতদের পরিবার প্রতি 10 লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন । এরপর আবারও কাশ্মীরে সন্ত্রাসের পদধ্বনি শোনা গেল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.