ETV Bharat / bharat

খুন নয়, সলমনকে ভয় দেখানো উদ্দেশ্য ছিল ধৃতদের; জানাল মুম্বই পুলিশ - Salman Khan - SALMAN KHAN

Salman Khan: সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় নয়া তথ্য সামনে এল ৷ ভুজ থেকে ধৃত দুই দুষ্কৃতী জেরায় মুম্বই ক্রাইম ব্রাঞ্চের সামনে তাদের গুলি চালানোর উদ্দেশ্য স্পষ্ট করল ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 5:08 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: সলমন খানকে খুন করার উদ্দেশ্য তাদের ছিল না ৷ শুধুমাত্র ভয় দেখাতেই নাকি, রবিবার ভোরে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চালিয়েছিল ধৃত দুই দুষ্কৃতী ৷ এমনটাই জানিয়েছে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, "তাঁকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল, খুন করা নয় ৷"

কিন্তু প্রশ্ন হল, শুধু ভয় দেখানোর জন্য চার রাউন্ড গুলি চালাতে হল ? তাও আবার সলমনের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ! ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, হেফাজতে নেওয়ার আগে ধৃতদের প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সলমনের পানভেলের ফার্ম হাউসেও গিয়েছিল তারা ৷ সেখানে বাইরে থেকে ফার্ম হাউসের রেইকি করেছিল দু’জন ৷ কিন্তু, কেন হঠাৎ সলমনকে ভয় দেখাতে চাইল দু’জন ? এর জবাব পুলিশ খুঁজছে ৷

বলিউড তারকার বাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত হরিয়ানা ও অন্যান্য রাজ্যের সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ পাশাপাশি, বিহার অবস্থিত ধৃত শুটারদের পরিবারের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে ৷

সূত্রের খবর, ইতিমধ্যে সলমন খানের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা ৷ যেখানে এই পুরো ঘটনায় সলমনকে মূল সাক্ষী হিসেবে রাখা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা মামলায় ৷ এমনকি সলমন খান তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন ৷ পুলিশ তাঁর এবং পরিবারের প্রাণনাশের হুমকির বিষয়টি জানা সত্ত্বেও নিরাপত্তা ছিল না বলে, অভিযোগ করেছেন বলিউড সুপারস্টার ৷ মুম্বই পুলিশের কমিশনার এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে এনিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷

সূত্রের খবর, যে সময় এই ঘটনাটি ঘটেছিল, তখন গ্যালাক্সির সমানে মুম্বই পুলিশের যথেষ্ঠ নিরাপত্তাবাহিনী মোতায়েন ছিল ৷ তা সত্ত্বেও, কীভাবে দু’জন ভোরবেলা এসে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেল ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ এই ঘটনার পরে কুখ্যাত মাফিয়া আনমোল বিষ্ণোই ওরফে লরেন্সের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ মূলত, এই লরেন্স সোশাল মিডিয়ায় সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. সলমনের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী শিন্ডের, ভাইজানের নিরাপত্তা বাড়াতে নির্দেশ কমিশনারকে
  2. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী

হায়দরাবাদ, 18 এপ্রিল: সলমন খানকে খুন করার উদ্দেশ্য তাদের ছিল না ৷ শুধুমাত্র ভয় দেখাতেই নাকি, রবিবার ভোরে সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চালিয়েছিল ধৃত দুই দুষ্কৃতী ৷ এমনটাই জানিয়েছে, মুম্বই ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী এক আধিকারিক ৷ তিনি জানিয়েছেন, "তাঁকে ভয় দেখানোটাই উদ্দেশ্য ছিল, খুন করা নয় ৷"

কিন্তু প্রশ্ন হল, শুধু ভয় দেখানোর জন্য চার রাউন্ড গুলি চালাতে হল ? তাও আবার সলমনের অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে ! ক্রাইম ব্রাঞ্চের তদন্তকারী আধিকারিকরা জানিয়েছেন, হেফাজতে নেওয়ার আগে ধৃতদের প্রাথমিকভাবে যে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, সলমনের পানভেলের ফার্ম হাউসেও গিয়েছিল তারা ৷ সেখানে বাইরে থেকে ফার্ম হাউসের রেইকি করেছিল দু’জন ৷ কিন্তু, কেন হঠাৎ সলমনকে ভয় দেখাতে চাইল দু’জন ? এর জবাব পুলিশ খুঁজছে ৷

বলিউড তারকার বাড়িতে গুলি চালানোর ঘটনায় এখনও পর্যন্ত হরিয়ানা ও অন্যান্য রাজ্যের সাতজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ পাশাপাশি, বিহার অবস্থিত ধৃত শুটারদের পরিবারের সদস্যদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে ৷ তাঁদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে ৷

সূত্রের খবর, ইতিমধ্যে সলমন খানের বয়ান রেকর্ড করেছেন তদন্তকারীরা ৷ যেখানে এই পুরো ঘটনায় সলমনকে মূল সাক্ষী হিসেবে রাখা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের দায়ের করা মামলায় ৷ এমনকি সলমন খান তাঁর পরিবারের নিরাপত্তা নিয়ে চিন্তা ব্যক্ত করেছেন ৷ পুলিশ তাঁর এবং পরিবারের প্রাণনাশের হুমকির বিষয়টি জানা সত্ত্বেও নিরাপত্তা ছিল না বলে, অভিযোগ করেছেন বলিউড সুপারস্টার ৷ মুম্বই পুলিশের কমিশনার এবং মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের কাছে এনিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি ৷

সূত্রের খবর, যে সময় এই ঘটনাটি ঘটেছিল, তখন গ্যালাক্সির সমানে মুম্বই পুলিশের যথেষ্ঠ নিরাপত্তাবাহিনী মোতায়েন ছিল ৷ তা সত্ত্বেও, কীভাবে দু’জন ভোরবেলা এসে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে গেল ? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে ৷ এই ঘটনার পরে কুখ্যাত মাফিয়া আনমোল বিষ্ণোই ওরফে লরেন্সের বিরুদ্ধে লুক-আউট সার্কুলার জারি করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ৷ মূলত, এই লরেন্স সোশাল মিডিয়ায় সলমনকে খুনের হুমকি দিয়েছিলেন ৷

আরও পড়ুন:

  1. সলমনের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী শিন্ডের, ভাইজানের নিরাপত্তা বাড়াতে নির্দেশ কমিশনারকে
  2. সলমনের বাড়িতে শিন্ডে, লরেন্স বিষ্ণোই গ্যাংকে শেষ করার হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.