ETV Bharat / bharat

অমিত শাহের মন্তব্যের বিকৃত ভিডিয়ো, এফআইআর দায়ের করল দিল্লি পুলিশ - Amit Shah - AMIT SHAH

Delhi Police Registers FIR: তেলেঙ্গনার 'বিজয় সংকল্প সভা'এ অমিত শাহের বক্তব্যের বিকৃত ভিডিও ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ সেই ঘটনায় এবার এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ তদন্তে দিল্লি পুলিশের বিশেষ সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) ইউনিট ৷

Amit Shah
অমিত শাহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 11:03 AM IST

নয়াদিল্লি, 29 এপ্রিল: সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারিত বক্তৃতার বিকৃত ভিডিয়ো'র বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ সূত্রের খবর, বেশ কয়েকজনের গ্রেফতারের সম্ভাবনাও রয়েছে এই মামলায় ৷

23 এপ্রিল, 2023 ৷ তেলেঙ্গানার 'বিজয় সংকল্প' সভায় অমিত শাহ বলেন, "রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে অসাংবিধানিক মুসলিম সংরক্ষণ আইন বাতিল করে সেই অধিকার তফশিলি জাতি ও উপজাতিদের ফিরিয়ে দেওয়া হবে ৷" সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ লোকসভা নির্বাচনের মধ্যে শুরু হয় বিস্তর বিতর্ক ৷ নড়েচড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ভুল তথ্য প্রচারের অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয় মন্ত্রক ৷ অভিযোগ পত্রে মন্ত্রকের তরফে জানান হয়, ফেসবুক ও টুইটারের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি প্রচারিত হয়েছে ৷ সেইসঙ্গে বেশ কয়েকটি লিংক এবং আইডি তাদের অভিযোগ পত্রে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এরপরই রবিবার ঘটনায় একটি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির 153/153A/465/469/171G এবং 66C ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের বিশেষ সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) ইউনিট ৷

অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় জনতা পার্টি ৷ দলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি খারাপ করার জন্য এক রাজনৈতিক সমাবেশে তাঁর আসল বক্তব্যকে বিকৃত করা হয়েছে ৷ অভিযুক্তদের কঠোর সাজার দাবিও জানান হয় দলের তরফে ৷ সম্পূর্ণ ঘটনায় তেলেঙ্গানার কংগ্রেসকে দায়ী করেছেন দলের মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সম্পূর্ণ ভুয়ো একটি ভিডিয়ো নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করেছেন কংগ্রেসের একাধিক মুখপাত্র ৷ অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন তাঁরা ৷"

সেইসঙ্গে তিনি আরও লেখেন, "কংগ্রেসের অভিযোগ, দেশের সংবিধান থেকে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ সংরক্ষণ বিলুপ্ত করতে চাইছে বিজেপি ৷ অথচ তারাই একমাত্র দল, যারা জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই পদক্ষেপ নিয়েছে ৷" (এএনআই)

আরও পড়ুন:

নয়াদিল্লি, 29 এপ্রিল: সোশাল মিডিয়ায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রচারিত বক্তৃতার বিকৃত ভিডিয়ো'র বিরুদ্ধে এফআইআর দায়ের করল দিল্লি পুলিশের বিশেষ সেল ৷ সূত্রের খবর, বেশ কয়েকজনের গ্রেফতারের সম্ভাবনাও রয়েছে এই মামলায় ৷

23 এপ্রিল, 2023 ৷ তেলেঙ্গানার 'বিজয় সংকল্প' সভায় অমিত শাহ বলেন, "রাজ্যে বিজেপি ক্ষমতায় আসলে অসাংবিধানিক মুসলিম সংরক্ষণ আইন বাতিল করে সেই অধিকার তফশিলি জাতি ও উপজাতিদের ফিরিয়ে দেওয়া হবে ৷" সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তৃতার সেই ভিডিয়ো ছড়িয়ে পড়ে সোশাল মিডিয়ায় ৷ লোকসভা নির্বাচনের মধ্যে শুরু হয় বিস্তর বিতর্ক ৷ নড়েচড়ে বসে স্বরাষ্ট্রমন্ত্রক ৷ ভুল তথ্য প্রচারের অভিযোগ জানিয়ে দিল্লি পুলিশের দ্বারস্থ হয় মন্ত্রক ৷ অভিযোগ পত্রে মন্ত্রকের তরফে জানান হয়, ফেসবুক ও টুইটারের বেশ কয়েকটি অ্যাকাউন্ট থেকে এই ভিডিয়োটি প্রচারিত হয়েছে ৷ সেইসঙ্গে বেশ কয়েকটি লিংক এবং আইডি তাদের অভিযোগ পত্রে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রক ৷

এরপরই রবিবার ঘটনায় একটি এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ ৷ ভারতীয় দণ্ডবিধির 153/153A/465/469/171G এবং 66C ধারায় মামলাটি নথিভুক্ত করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশের বিশেষ সেলের ইন্টেলিজেন্স ফিউশন অ্যান্ড স্ট্র্যাটেজিক অপারেশনস (আইএফএসও) ইউনিট ৷

অন্যদিকে, ঘটনার তীব্র নিন্দা করে ভারতীয় জনতা পার্টি ৷ দলের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভাবমূর্তি খারাপ করার জন্য এক রাজনৈতিক সমাবেশে তাঁর আসল বক্তব্যকে বিকৃত করা হয়েছে ৷ অভিযুক্তদের কঠোর সাজার দাবিও জানান হয় দলের তরফে ৷ সম্পূর্ণ ঘটনায় তেলেঙ্গানার কংগ্রেসকে দায়ী করেছেন দলের মিডিয়া সেলের প্রধান অমিত মালব্য ৷ এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, "সম্পূর্ণ ভুয়ো একটি ভিডিয়ো নিজেদের অ্যাকাউন্টে পোস্ট করেছেন কংগ্রেসের একাধিক মুখপাত্র ৷ অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন তাঁরা ৷"

সেইসঙ্গে তিনি আরও লেখেন, "কংগ্রেসের অভিযোগ, দেশের সংবিধান থেকে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য বিশেষ সংরক্ষণ বিলুপ্ত করতে চাইছে বিজেপি ৷ অথচ তারাই একমাত্র দল, যারা জামিয়া মিলিয়া ইসলামিয়া এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এই পদক্ষেপ নিয়েছে ৷" (এএনআই)

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.