নয়াদিল্লি, 6 জুলাই: আগামী 23 জুলাই মঙ্গলবার দেশের সাধারণ বাজেট ৷ 23 জুলাই লোকসভায় 2024-25 আর্থিক বছরের জন্য পূর্ণাঙ্গ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ অন্যদিকে, 22 জুলাই থেকে 12 অগস্ট চলবে সংসদের বাজেট অধিবেশন ৷
শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট করে সংসদীয়মন্ত্রী কিরেণ রিজিজু লিখেছেন, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কেন্দ্রীয় সরকারের সুপারিশ অনুযায়ী 22 জুলাই থেকে 12 অগস্ট, 2024 পর্যন্ত সংসদের উভয় কক্ষের বাজেট অধিবেশনের প্রস্তাব অনুমোদন করেছেন ৷ একই সঙ্গে রিজিজু আরও জানিয়েছেন, এই অধিবেশনেই 23 জুলাই লোকসভায় পেশ করা হবে কেন্দ্রীয় বাজেট, 2024-25।
নরেন্দ্র মোদি তৃতীয় বার ক্ষমতায় আসার পর এই প্রথমবার পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। এর আগে দুই দফায় সংখ্যাগরিষ্ঠতা ছিল বিজেপির। এ বার অবশ্য বিজেপির তা নেই সংসদে। সে কারণে এই বাজেটের উপর বিশেষ নজর থাকবে আমজনতা থেকে বিরোধী, সকলেরই। চলতি বছর লোকসভা নির্বাচন হয়েছে। যার জেরে গত 1 ফেব্রুয়ারি অন্তর্বর্তী বাজেট পেশ করা হয়েছিল সংসদে। এর পর লোকসভা ভোটে জিতে তৃতীয়বার ক্ষমতায় এসেছে মোদি সরকার। তৃতীয় দফায় প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছেন নির্মলা। তবে এবার লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।
তবে এবার অনেকটাই শরিক দলের উপর নির্ভরশীল মোদি সরকার ৷ রাজনীতিকদের একাংশ মনে করছে, এবারের বাজেটে শরিকদের অনেকটাই প্রভাব থাকতে পারে। সে কারণে এই বাজেট নিয়ে প্রত্যাশাও যথেষ্ট। এছাড়া সম্প্রতি সংসদের বিশেষ অধিবেশনের যৌথভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কিছুটা উসকে দিয়েছেন সেই প্রত্যাশা। যার পর পরই জিএসটি নিয়ে একগুচ্ছ বদলও দেখা গিয়েছে ৷ রাষ্ট্রপতি জানিয়েছিলেন, এই সরকারের আমলে ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হবে। 27 জুনের ভাষণে তিনি বলেন, "সরকারে নীতি এবং দূরদর্শিতা প্রকাশ পাবে এবারের বাজেটে। গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং সামাজিক সিদ্ধান্তের পাশাপাশি ঐতিহাসিক পদক্ষেপও দেখা যাবে এই বাজেটে।" সুরতাং এবারের বাজেটের দিকে অনেকাংশেই তাকিয়ে সাধারণ মানুষ থেকে তাবড় রাজনাতিকরা ৷