ETV Bharat / bharat

গান্ধি সম্পর্কে মোদির মন্তব্য আপত্তিজনক! এফআইআর করলেন প্রযোজক - FIR against PM Modi - FIR AGAINST PM MODI

PM Modi's MK Gandhi remark: মহাত্মা গান্ধিকে মানুষ জানতই না, যদি না রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধি' সিনেমাটি তৈরি হত ৷ প্রধানমন্ত্রীর এহেন মন্তব্যে ঝড় উঠেছে রাজনৈতিক মহলে ৷ গান্ধিজিকে নিয়ে প্রচার করা হয়নি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এবার তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন প্রযোজরক ৷

PM Modi Gandhi Comment Controversy
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন প্রযোজক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 10:57 PM IST

গুয়াহাটি, 29 মে: মহাত্মা গান্ধিকে নিয়ে মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ব্রিটিশ পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধি' সিনেমাটি দিয়ে দেশবাসী মহাত্মা গান্ধিকে চিনেছে ৷ তার আগে স্বাধীনতা পরবর্তী ভারতে কেউ তাঁর কথা সেভাবে জানত না ৷ এই মন্তব্যের বিরুদ্ধে অসমের হাতিগাঁও থানায় এফআইআর দায়ের করলেন গুয়াহাটির প্রযোজক এবং ব্যবসায়ী লুইট কুমার বর্মন ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপত্তিকর মন্তব্য করেছেন ৷

প্রধানমন্ত্রী মোদি কী বলেছিলেন ?

একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, "মহাত্মা গান্ধি একজন বিরাট মাপের মানুষ ছিলেন ৷ বিশ্ব তাঁকে চিনুক, জানুক ৷ গত 75 বছরে সেই ভাবে প্রচার করাটা কি আমাদের দায়িত্ব ছিল ? কিন্তু কেউ জানত না ৷ প্রথমবার যখন গান্ধি সিনেমাটি তৈরি হয়, তখন তাঁকে নিয়ে বিশ্বে কৌতূহল তৈরি হয়, তিনি কে ? আমায় ক্ষমা করবেন ৷ আমাদের যতটা করা উচিত ছিল, তা করা হয়নি ৷ দুনিয়া যদি মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে চিনতে পারে, তাহলে গান্ধি তো তাঁদের থেকে কোনও অংশে কম নন ৷ এটা আপনাকে মানতেই হবে ৷ আমি বিশ্বে ঘুরে বেড়িয়েছি ৷ তারপর এই কথাটা বলছি ৷ ভারতের তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল ৷" এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, ভারতের বহু সমস্যার সমাধান ছিল গান্ধিজির কাছে ৷

এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী কংগ্রেসকেই খোঁচা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ কংগ্রেস জমানায় মহাত্মা গান্ধিকে নিয়ে প্রচারে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷ এই মন্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেস ৷ রাহুল গান্ধি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে বলেন, "শাখায় যাঁর বিশ্ব সম্পর্কে ধারণা তৈরি হয়, তিনি মহাত্মা গান্ধিকে বুঝতে পারবেন না ৷" পাশাপাশি এক্স হ্যান্ডেলে পোস্ট করেও তোপ দাগেন মমতা।

1982 সালে ব্রিটিশ চিত্রপরিচালকের পরিচালনায় মুক্তি পায় 'গান্ধি' সিনেমাটি ৷ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে বিট্রিশ শাসনাধীন ভারতে যে আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধি, সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে ৷ এই সিনেমাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় ৷ সিনেমাটি 11টি বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয় এবং 8টি বিভাগে অস্কার পায় ৷ এর মধ্যে ছিল সেরা ছবির অস্কার ৷

গুয়াহাটি, 29 মে: মহাত্মা গান্ধিকে নিয়ে মন্তব্যের জেরে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের হল ৷ একটি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, ব্রিটিশ পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর 'গান্ধি' সিনেমাটি দিয়ে দেশবাসী মহাত্মা গান্ধিকে চিনেছে ৷ তার আগে স্বাধীনতা পরবর্তী ভারতে কেউ তাঁর কথা সেভাবে জানত না ৷ এই মন্তব্যের বিরুদ্ধে অসমের হাতিগাঁও থানায় এফআইআর দায়ের করলেন গুয়াহাটির প্রযোজক এবং ব্যবসায়ী লুইট কুমার বর্মন ৷ তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আপত্তিকর মন্তব্য করেছেন ৷

প্রধানমন্ত্রী মোদি কী বলেছিলেন ?

একটি বেসরকারি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, "মহাত্মা গান্ধি একজন বিরাট মাপের মানুষ ছিলেন ৷ বিশ্ব তাঁকে চিনুক, জানুক ৷ গত 75 বছরে সেই ভাবে প্রচার করাটা কি আমাদের দায়িত্ব ছিল ? কিন্তু কেউ জানত না ৷ প্রথমবার যখন গান্ধি সিনেমাটি তৈরি হয়, তখন তাঁকে নিয়ে বিশ্বে কৌতূহল তৈরি হয়, তিনি কে ? আমায় ক্ষমা করবেন ৷ আমাদের যতটা করা উচিত ছিল, তা করা হয়নি ৷ দুনিয়া যদি মার্টিন লুথার কিং, নেলসন ম্যান্ডেলাকে চিনতে পারে, তাহলে গান্ধি তো তাঁদের থেকে কোনও অংশে কম নন ৷ এটা আপনাকে মানতেই হবে ৷ আমি বিশ্বে ঘুরে বেড়িয়েছি ৷ তারপর এই কথাটা বলছি ৷ ভারতের তাঁকে স্বীকৃতি দেওয়া উচিত ছিল ৷" এই সাক্ষাৎকারে তিনি আরও জানান, ভারতের বহু সমস্যার সমাধান ছিল গান্ধিজির কাছে ৷

এই মন্তব্যের মাধ্যমে প্রধানমন্ত্রী কংগ্রেসকেই খোঁচা দিয়েছেন বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল ৷ কংগ্রেস জমানায় মহাত্মা গান্ধিকে নিয়ে প্রচারে যতটা গুরুত্ব দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী ৷ এই মন্তব্যের কড়া সমালোচনা করে কংগ্রেস ৷ রাহুল গান্ধি একটি ভিডিয়ো বার্তা পোস্ট করে বলেন, "শাখায় যাঁর বিশ্ব সম্পর্কে ধারণা তৈরি হয়, তিনি মহাত্মা গান্ধিকে বুঝতে পারবেন না ৷" পাশাপাশি এক্স হ্যান্ডেলে পোস্ট করেও তোপ দাগেন মমতা।

1982 সালে ব্রিটিশ চিত্রপরিচালকের পরিচালনায় মুক্তি পায় 'গান্ধি' সিনেমাটি ৷ দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে বিট্রিশ শাসনাধীন ভারতে যে আন্দোলন শুরু করেছিলেন মহাত্মা গান্ধি, সেই ইতিহাসই তুলে ধরা হয়েছে এই সিনেমাটিতে ৷ এই সিনেমাটি বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায় ৷ সিনেমাটি 11টি বিভাগে অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয় এবং 8টি বিভাগে অস্কার পায় ৷ এর মধ্যে ছিল সেরা ছবির অস্কার ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.