ETV Bharat / bharat

বানভাসি কাজিরাঙা, জল থইথই ধানক্ষেতে অসহায় হাতির পাল; দেখুন ভিডিয়ো - ASSAM FLOOD 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 4:19 PM IST

KAZIRANGA EFFECTED IN ASSAM FLOOD: অসমে বন্যা পরিস্থিতিতে বাড়ল বন্যপ্রাণ মৃতের সংখ্যা ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 212 বন্যপ্রাণের ৷ এর মধ্যে কাজিরাঙা অভয়ারণ্যর 10টি একশৃঙ্গ গন্ডারের মৃ্ত্যু হয়েছে ৷ একটি ভিডিয়ো সামনে এসেছে, যেখানে দেখা গিয়েছে জলের মধ্যে অসহায় অসহায় অবস্থায় ঘুরছে বেশ কিছু হাতি ৷

SCARE IN KAZIRANGA
বন্যার জলে ভাসছে কাজিরাঙা (নিজস্ব চিত্র)

কালিয়াবোর (অসম), 17 জুলাই: অসমের বন্যা পরিস্থিতিতে জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণও ৷ জলমগ্ন অসমে নিরাপদ আশ্রয়ে খোঁজে তাই বন্যপ্রাণও ৷ সরকারি হিসেব অনুযায়ী কাজিরাঙা অভয়ারণ্যে 212টি বন্যপ্রাণের মৃ্ত্যু হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 10টি গণ্ডার ৷ সবমিলিয়ে বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙা অভয়ারণ্য ৷

অসহায় অবস্থায় জল থইথই ধানক্ষেতে হাতির পাল (ইটিভি ভারত)

দেশের অভয়ারণ্যের মধ্যে অন্যতম কাজিরাঙা, যা একশৃঙ্গ গঙ্গারের জন্য বিখ্যাত ৷ বন্যার কড়াল গ্রাসে সেটিও ৷ ইতিমধ্যেই অভয়ারণ্যের একটি চাঞ্চল্যকর ভিডিয়ো নজর কেড়েছে সোশাল মিডিয়ায় ৷ যেটি ক্যামেরাবন্দি করেছেন জনৈক চিত্রশিল্পী কমল হাজারিকা ৷ দেখা গিয়েছে হাতিমুড়া এলাকার কাছে জলমগ্ন একটি ধানক্ষেতে ঘুরছে হাতির পাল ৷ যা দেখে প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে হাতির পাল ঘুরে বেড়াচ্ছে ৷ সেই দলের রয়েছে হস্তি শাবক থেকে শুরু করে, প্রাপ্তবয়স্ক হাতিও ৷

চিত্রশিল্পী কমল হাজারিকা জানান, মঙ্গলবার বিকেলে একটি ধান ক্ষেতের মধ্যে 34-35টি বন্য হাতির একটি দলকে ঘুরতে দেখেন ৷ খাবারের সন্ধানে ধানক্ষেতের চারপাশে তারা ঘোরাঘুরি করছিল বলে মনে করছেন ওই চিত্রশিল্পী ৷ হাতির ওই পালের মধ্যে 5-6টি হাতির বাচ্চা ছিল ৷ খাবারের সন্ধানে বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরির পর তারা কাজিরাঙা পার্কের দিকে চলে যায় ৷

উল্লেখ্য, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের একটি বড় অংশ জলমগ্ন থাকায় গত কয়েকদিন ধরে হাতির পাল হাতিমুড়া এলাকার ব্রহ্মপুরা নদীর তীরে আশ্রয় নিয়েছে । বন্যার কারণে অনেক বন্যপ্রাণ উচ্চভূমিতে আশ্রয় নিয়েছে ৷ বিভিন্ন বন্যপ্রাণী জাতীয় উদ্যান ছেড়ে পার্কের আশেপাশের এলাকা এবং দক্ষিণ কার্বি পাহাড়ে খাদ্য ও নিরাপত্তার সন্ধানে চলে গিয়েছে।

কালিয়াবোর (অসম), 17 জুলাই: অসমের বন্যা পরিস্থিতিতে জনজীবনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণও ৷ জলমগ্ন অসমে নিরাপদ আশ্রয়ে খোঁজে তাই বন্যপ্রাণও ৷ সরকারি হিসেব অনুযায়ী কাজিরাঙা অভয়ারণ্যে 212টি বন্যপ্রাণের মৃ্ত্যু হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 10টি গণ্ডার ৷ সবমিলিয়ে বন্যায় ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কাজিরাঙা অভয়ারণ্য ৷

অসহায় অবস্থায় জল থইথই ধানক্ষেতে হাতির পাল (ইটিভি ভারত)

দেশের অভয়ারণ্যের মধ্যে অন্যতম কাজিরাঙা, যা একশৃঙ্গ গঙ্গারের জন্য বিখ্যাত ৷ বন্যার কড়াল গ্রাসে সেটিও ৷ ইতিমধ্যেই অভয়ারণ্যের একটি চাঞ্চল্যকর ভিডিয়ো নজর কেড়েছে সোশাল মিডিয়ায় ৷ যেটি ক্যামেরাবন্দি করেছেন জনৈক চিত্রশিল্পী কমল হাজারিকা ৷ দেখা গিয়েছে হাতিমুড়া এলাকার কাছে জলমগ্ন একটি ধানক্ষেতে ঘুরছে হাতির পাল ৷ যা দেখে প্রাথমিক অনুমান, খাবারের সন্ধানে হাতির পাল ঘুরে বেড়াচ্ছে ৷ সেই দলের রয়েছে হস্তি শাবক থেকে শুরু করে, প্রাপ্তবয়স্ক হাতিও ৷

চিত্রশিল্পী কমল হাজারিকা জানান, মঙ্গলবার বিকেলে একটি ধান ক্ষেতের মধ্যে 34-35টি বন্য হাতির একটি দলকে ঘুরতে দেখেন ৷ খাবারের সন্ধানে ধানক্ষেতের চারপাশে তারা ঘোরাঘুরি করছিল বলে মনে করছেন ওই চিত্রশিল্পী ৷ হাতির ওই পালের মধ্যে 5-6টি হাতির বাচ্চা ছিল ৷ খাবারের সন্ধানে বেশ কিছুক্ষণ সেখানে ঘোরাঘুরির পর তারা কাজিরাঙা পার্কের দিকে চলে যায় ৷

উল্লেখ্য, কাজিরাঙ্গা জাতীয় উদ্যানের একটি বড় অংশ জলমগ্ন থাকায় গত কয়েকদিন ধরে হাতির পাল হাতিমুড়া এলাকার ব্রহ্মপুরা নদীর তীরে আশ্রয় নিয়েছে । বন্যার কারণে অনেক বন্যপ্রাণ উচ্চভূমিতে আশ্রয় নিয়েছে ৷ বিভিন্ন বন্যপ্রাণী জাতীয় উদ্যান ছেড়ে পার্কের আশেপাশের এলাকা এবং দক্ষিণ কার্বি পাহাড়ে খাদ্য ও নিরাপত্তার সন্ধানে চলে গিয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.