ETV Bharat / bharat

লোকসভা ভোটে টিকিট না-পেয়ে আত্মহত্যা ইরোদের সাংসদ গণেশমূর্তির - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 8:09 AM IST

Updated : Mar 28, 2024, 9:41 AM IST

MDMK Erode Lok Sabha MP Ganeshamoorthy Dies: লোকসভা নির্বাচনে টিকিট পাননি ৷ মঙ্গলবার কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ইরোদের এমডিএমকে সাংসদ গণেশমূর্তি ৷ আজ ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় ৷

ETV Bharat
এমডিএমকে সাংসদ গণেশমূর্তি

কোয়েম্বাটোর, 28 মার্চ: কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইরোদের লোকসভা সাংসদ গণেশমূর্তি ৷ তিনি এমডিএমকে দলের সাংসদ ছিলেন ৷ গত রবিবার থেকে কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ সেখানে বৃহস্পতিবার ভোর 5টায় তিনি প্রয়াত হন ৷ গণেশমূর্তির স্ত্রী আগেই প্রয়াত হন ৷ তাঁর এক পুত্র ও এক কন্যা আছে ৷

2019 সালের লোকসভা নির্বাচনে এমডিএমকে-র হয়ে ইরোদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন গণেশমূর্তি এবং জয়ী হয়ে সাংসদ নির্বাচন হন ৷ এবার আসন্ন লোকসভা নির্বাচনে ইরোদ লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে ডিএমকে ৷ তার বদলে তিরুচি কেন্দ্রটি এমডিএমকে-কে দেয় ৷ সেখানে দল দুরাই ভাইকোকে প্রার্থী করে ৷ ভাইকো এমডিএমকে-এর সাধারণ সম্পাদকের ছেলে ৷ এদিকে গণেশমূর্তি টিকিট পাননি ৷ এর ফলে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে ৷

গত রবিবার, 24 মার্চ 77 বছর বয়সি সাংসদ গণেশমূর্তি তরল কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ ওই কীটনাশক তাঁর বাড়িতে নারকেল গাছে ব্যবহার করা হয় ৷ ওই বিষাক্ত পদার্থ খেয়ে অসুস্থ হয়ে পড়েন গণেশমূর্তি ৷ তাঁকে সঙ্গে সঙ্গে কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর 5টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, সাংসদের দেহ পেরিয়ার নগরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা থাকবে ৷

এদিকে সাংসদের মৃত্যুতে এমডিএমকে দলের প্রতিষ্ঠাতা ভাইকো বলেন, "তিনি (গণেশমূর্তি) আসনের ব্যাপারটা নিয়ে খুশি ছিলেন ৷ আমার সঙ্গে দু'বার দেখাও হয়েছে ৷ আমরা একেবারেই আশা করিনি, তিনি এরকম কোনও চরম সিদ্ধান্ত নিতে পারেন ৷ তিনি বেশ খোশমেজাজেই ছিলেন ৷ আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে, তাঁর মৃত্যু হয়েছে ৷ আমরা তাঁকে গভীর শ্রদ্ধা জানাই ৷"

ইরোদ টাউন পুলিশ ইতিমধ্যে আত্মহত্যার চেষ্টায় একটি মামলা দায়ের করেছে ৷ এবার সেটি আত্মহত্যায় মৃত্যুর মামলা হবে ৷ ময়নাতদন্তের পর তাঁর দেহ কুমারাভালাসু গ্রামে কবর দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. সিএএ আতঙ্ক থেকেই যুবকের আত্মহত্যা, দাবি তৃণমূলের
  2. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  3. কনস্টেবলের আত্মহত্যা, প্রশ্নের মুখে সার্ভিস রিভলবারের ব্যবহার নিয়ে নগরপালের নির্দেশ

কোয়েম্বাটোর, 28 মার্চ: কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ইরোদের লোকসভা সাংসদ গণেশমূর্তি ৷ তিনি এমডিএমকে দলের সাংসদ ছিলেন ৷ গত রবিবার থেকে কোয়েম্বাটুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল ৷ সেখানে বৃহস্পতিবার ভোর 5টায় তিনি প্রয়াত হন ৷ গণেশমূর্তির স্ত্রী আগেই প্রয়াত হন ৷ তাঁর এক পুত্র ও এক কন্যা আছে ৷

2019 সালের লোকসভা নির্বাচনে এমডিএমকে-র হয়ে ইরোদ কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন গণেশমূর্তি এবং জয়ী হয়ে সাংসদ নির্বাচন হন ৷ এবার আসন্ন লোকসভা নির্বাচনে ইরোদ লোকসভা কেন্দ্রে প্রার্থী দিয়েছে ডিএমকে ৷ তার বদলে তিরুচি কেন্দ্রটি এমডিএমকে-কে দেয় ৷ সেখানে দল দুরাই ভাইকোকে প্রার্থী করে ৷ ভাইকো এমডিএমকে-এর সাধারণ সম্পাদকের ছেলে ৷ এদিকে গণেশমূর্তি টিকিট পাননি ৷ এর ফলে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গিয়েছে ৷

গত রবিবার, 24 মার্চ 77 বছর বয়সি সাংসদ গণেশমূর্তি তরল কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন ৷ ওই কীটনাশক তাঁর বাড়িতে নারকেল গাছে ব্যবহার করা হয় ৷ ওই বিষাক্ত পদার্থ খেয়ে অসুস্থ হয়ে পড়েন গণেশমূর্তি ৷ তাঁকে সঙ্গে সঙ্গে কোয়েম্বাটোরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে আইসিইউ-তে তাঁর চিকিৎসা চলছিল ৷ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বৃহস্পতিবার ভোর 5টায় হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, সাংসদের দেহ পেরিয়ার নগরে তাঁর বাড়িতে নিয়ে যাওয়া হবে ৷ সেখানে সাধারণের শ্রদ্ধা জানানোর জন্য রাখা থাকবে ৷

এদিকে সাংসদের মৃত্যুতে এমডিএমকে দলের প্রতিষ্ঠাতা ভাইকো বলেন, "তিনি (গণেশমূর্তি) আসনের ব্যাপারটা নিয়ে খুশি ছিলেন ৷ আমার সঙ্গে দু'বার দেখাও হয়েছে ৷ আমরা একেবারেই আশা করিনি, তিনি এরকম কোনও চরম সিদ্ধান্ত নিতে পারেন ৷ তিনি বেশ খোশমেজাজেই ছিলেন ৷ আমি এখনও বিশ্বাসই করতে পারছি না যে, তাঁর মৃত্যু হয়েছে ৷ আমরা তাঁকে গভীর শ্রদ্ধা জানাই ৷"

ইরোদ টাউন পুলিশ ইতিমধ্যে আত্মহত্যার চেষ্টায় একটি মামলা দায়ের করেছে ৷ এবার সেটি আত্মহত্যায় মৃত্যুর মামলা হবে ৷ ময়নাতদন্তের পর তাঁর দেহ কুমারাভালাসু গ্রামে কবর দেওয়া হবে ৷

আরও পড়ুন:

  1. সিএএ আতঙ্ক থেকেই যুবকের আত্মহত্যা, দাবি তৃণমূলের
  2. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  3. কনস্টেবলের আত্মহত্যা, প্রশ্নের মুখে সার্ভিস রিভলবারের ব্যবহার নিয়ে নগরপালের নির্দেশ
Last Updated : Mar 28, 2024, 9:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.