হায়দরাবাদ, 6 ফেব্রুয়ারি: যুগের সঙ্গে তাল মেলাতে আমরা যতই আধুনিক হই না কেন, ভালোবাসার মানুষের প্রতি সকলেই যত্নশীল ৷ প্রিয়জনকে কিছু উপহার দেওয়ার সময় সাত-পাঁচ ভেবে তবেই আমরা তা কিনি ৷ ভালোবাসার বন্ধনকে দৃঢ় করতে বাস্তুশাস্ত্র মেনে উপহার দেওয়ার কথা উল্লেখ করেন বিশেষজ্ঞরা ৷ তাঁদের মতে উপহারের রকমফের প্রভাব ফলে সম্পর্কের উপর ৷ তাই ভালোবাসার মানুষকে উপহার দেওয়ার আগে সচেতন হওয়া দরকার ৷
7 ফেব্রুয়ারি রোজ ডে দিয়ে শুরু হচ্ছে ভ্যালেন্টাই সপ্তাহের সূচনা ৷ যা শেষ হবে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস ডে -র মাধ্যমে ৷ এই প্রতিটি দিন আলাদা আলাদা ভাবে পালন করে আজকের প্রজন্ম ৷ 7 ফেব্রুয়ারি রোজ ডে, 8 ফেব্রুয়ারি প্রপোজ ডে, 9 তারিখ চকলেট ডে, 10 তারিখ টেডি ডে, 11 তারিখ প্রমিস ডে, 12 তারিখ হাগ ডে, 13 তারিখ কিস ডে ও 14 ফেব্রুয়ারি বহু প্রতীক্ষিত ভ্যালেন্টাইনস ডে ৷
এই বিশেষ বিশেষ দিনগুলির কথা মনে করেই একেকদিন এক রকম উপহার দেওয়ার চল আছে ৷ উপহারে বৈচিত্র্য আনলেও আজকের প্রজন্ম সম্পর্ক টিকিয়ে রাখার ক্ষেত্রে একটু বেশি সচেতন ৷ উপহার দেওয়ার ক্ষেত্রেও তা বজায় রাখেন ৷ বিশেষজ্ঞদের মতে ভালোবাসার মানুষকে কখনই কাঁটা গাছ উপহার দেওয়া উচিত নয় ৷ যা সম্পর্কে টালমাটাল পরিস্থিতির সৃষ্টি করে ৷ সম্পর্কের মধ্যে অস্থিরতা তৈরি করে ৷
অপর দিকে সম্পর্কের বন্ধন অটুট করতে বাঁশগাছ (বনসাই) উপহার দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বাস্তুশাস্ত্র মতে ৷ শুধু সম্পর্কের বন্ধন দৃঢ় নয়, ভালোবাসার মানুষের জন্য সৌভাগ্য বয়ে আনে ৷ এছাড়াও লাফিং বুদ্ধ উপহার হিসাবে দিতে পারেন ৷ হাসিমুখে বুদ্ধ মূর্তি বাড়িতে শান্তি এবং সুখের পরিবেশ বজায় রাখে ৷ আমরা সকলেই জানি প্রেমের প্রকাশে লাল গোলাপ ফুলে আজও সকলের প্রিয় ৷
তবে এই সমস্ত উপহার সার্বিকভাবে তুলে ধরা হয়েছে ৷ আপনি মনের মানুষকে নিজের পছন্দের উপহার দেবেন ৷ যে উপহারের ছোঁয়ায় আরও গাঢ় হবে প্রেম ৷ উপহারের ডালিতে ভালোবাসার মানুষকে ভরিয়ে দেওয়ার আগে সেখানে রাখুন বুদ্ধিমত্তার ছাপ ৷
আরও পড়ুন: