ETV Bharat / bharat

'বন্ধুর' হাতে মার খেয়ে সাধু গেল বনে - Elephant Escapes From Film Set - ELEPHANT ESCAPES FROM FILM SET

ফেলুদার গল্পে সার্কাস ছেডে় চলে গিয়েছিল বাঘ। এরাব তেলুগুর ছবির শুটিং সেট ছাড়ল হাতি। সুলতানের মতো তারও খোঁজ মিলেছে দীর্ঘ অনুসন্ধানের পর।

Elephant Escapes
শুটিং সেট ছেড়ে চলে যায় হাতি (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 5, 2024, 8:10 PM IST

কোচি, 5 অক্টোবর: ছিন্নমস্তার অভিশাপ গল্পে হাজারিবাগ পৌঁছে ফেলুদা জানতে পেরেছিল সার্কাস থেকে বাঘ পালিয়েছে। শহরের ডাকসাইটের প্রাক্তন আইনজীবীর খুনের তদন্ত করার সময় জঙ্গল থেকে বাঘ ধরা দেখার অভিজ্ঞতাও হয়েছিল রজনী সেন রোডের বাসিন্দার। এবার কেরলে শুটিং ফ্লোর থেকে পালিয়ে গেল হাতি । তাও আবার অন্য একটি হাতির কাছে মার খেয়ে শুটিং সেট ছেড়ে চলে যায় হাতি । সারারাত তল্লাশির পর অবশেষে সন্ধান মেলে।

তেলুগু ছবির মহাতারকা বিজয় দেবেরাকোণ্ডার ছবির শুটিং চলছিল কেরলের বুদ্ধানেট জঙ্গলে। একটি দৃশ্যে মোট পাঁচটি হাতিকে নিয়ে কাজ হয় । তার মধ্যে পুথুপল্লি সাধু নামে হাতিকে আঘাত করে অন্য একটি হাতি। মার খাওয়ার পর তার আর কোনও খোঁজ মিলছিল না । রাতের দিকে তল্লাশি শুরু হয়। কাছাকাছি এলাকায় খুঁজে দেখা হয়। লাভের লাভ হয়নি কিছু। পরদিন সকালে আবারও তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ বাদে হাতির দেখা মেলে।

জানা গিয়েছে, একটি ছবির শুটিং শুরু করেছেন বিজয়। পরিচালক গৌতম তিন্নুয়ারি। আগামী বছরের 28 মার্চ ছবিটি মুক্তি পাবে। ছবিতে কেরলের একটি উৎসবের দৃশ্য দেখানো হচ্ছে বলে জানা গিয়েছে। কেরলের অধিকাংশ উৎসবেই হাতির বড় ভূমিকা থাকে। তেমনই একটি বিশেষ দৃশ্যে হাতির ব্যবহার করা হয়েছিল। আর তখনই একটি হাতি অন্যটি হাতিকে আঘাত করে বসে। শুটিং সেট ছেড়ে জঙ্গলে পালায় হাতি।

এই ঘটনা ঘিরে শুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সকলের মধ্যে থেকে হাতি পালল কী করে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । পাশাপাশি হাতি পালানোর খবর জানাজানি হতেও দেরি হয়েছে। সেটাও সকলকে ভাবাচ্ছে। খুঁজে পাওয়ার পর হাতটির শারীরিক পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে। তার শরীরে তেমন কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন বন দফতরের শীর্ষ আধিতকারিকরা।

কোচি, 5 অক্টোবর: ছিন্নমস্তার অভিশাপ গল্পে হাজারিবাগ পৌঁছে ফেলুদা জানতে পেরেছিল সার্কাস থেকে বাঘ পালিয়েছে। শহরের ডাকসাইটের প্রাক্তন আইনজীবীর খুনের তদন্ত করার সময় জঙ্গল থেকে বাঘ ধরা দেখার অভিজ্ঞতাও হয়েছিল রজনী সেন রোডের বাসিন্দার। এবার কেরলে শুটিং ফ্লোর থেকে পালিয়ে গেল হাতি । তাও আবার অন্য একটি হাতির কাছে মার খেয়ে শুটিং সেট ছেড়ে চলে যায় হাতি । সারারাত তল্লাশির পর অবশেষে সন্ধান মেলে।

তেলুগু ছবির মহাতারকা বিজয় দেবেরাকোণ্ডার ছবির শুটিং চলছিল কেরলের বুদ্ধানেট জঙ্গলে। একটি দৃশ্যে মোট পাঁচটি হাতিকে নিয়ে কাজ হয় । তার মধ্যে পুথুপল্লি সাধু নামে হাতিকে আঘাত করে অন্য একটি হাতি। মার খাওয়ার পর তার আর কোনও খোঁজ মিলছিল না । রাতের দিকে তল্লাশি শুরু হয়। কাছাকাছি এলাকায় খুঁজে দেখা হয়। লাভের লাভ হয়নি কিছু। পরদিন সকালে আবারও তল্লাশি শুরু হয়। দীর্ঘক্ষণ বাদে হাতির দেখা মেলে।

জানা গিয়েছে, একটি ছবির শুটিং শুরু করেছেন বিজয়। পরিচালক গৌতম তিন্নুয়ারি। আগামী বছরের 28 মার্চ ছবিটি মুক্তি পাবে। ছবিতে কেরলের একটি উৎসবের দৃশ্য দেখানো হচ্ছে বলে জানা গিয়েছে। কেরলের অধিকাংশ উৎসবেই হাতির বড় ভূমিকা থাকে। তেমনই একটি বিশেষ দৃশ্যে হাতির ব্যবহার করা হয়েছিল। আর তখনই একটি হাতি অন্যটি হাতিকে আঘাত করে বসে। শুটিং সেট ছেড়ে জঙ্গলে পালায় হাতি।

এই ঘটনা ঘিরে শুটিংয়ের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সকলের মধ্যে থেকে হাতি পালল কী করে তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে । পাশাপাশি হাতি পালানোর খবর জানাজানি হতেও দেরি হয়েছে। সেটাও সকলকে ভাবাচ্ছে। খুঁজে পাওয়ার পর হাতটির শারীরিক পরিস্থিতিও খতিয়ে দেখা হয়েছে। তার শরীরে তেমন কোনও সমস্যা নেই বলেই জানিয়েছেন বন দফতরের শীর্ষ আধিতকারিকরা।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.