পটনা, 29 জানুয়ারি: বিহারে এনডিএ সরকার গঠনের পরে প্রথম পরীক্ষা রাজ্যসভা নির্বাচন । রাজ্যের 6টি রাজ্যসভা আসনে নির্বাচনের দিন ঘোষণা করল জাতীয় নির্বাচন কমিশন । লোকসভার আগেই সারা দেশে রাজ্যসভার 56টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে । তার মধ্যে রয়েছে বিহারের এই 6টি আসন ৷ মহাজোট ছেড়ে এনডিএর হাত ধরেছেন নীতীশ কুমার ৷ নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে রবিবার শপথ নিয়েছেন তিনি ৷ দলবদলের পর এটাই তাঁর সরকারের প্রথম ভোট হতে চলেছে ৷
বিহারে রাজ্যসভার 6 সাংসদের মেয়াদ এপ্রিল মাসে শেষ হচ্ছে । নির্বাচন কমিশনের তরফে রাজ্যসভা ভোটের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে 8 ফেব্রুয়ারি । 15 ফেব্রুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন । নাম প্রত্যাহারের শেষ তারিখ 20 ফেব্রুয়ারি । নির্বাচন হবে 27 ফেব্রুয়ারি এবং ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে ওইদিনই । 27 ফেব্রুয়ারি সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে ।
আরজেডি'র মনোজ ঝা এবং আশফাক করিমের নাম বিহারের 6 রাজ্যসভা সাংসদের মধ্যে রয়েছে ৷ তাঁদের মেয়াদ এপ্রিলে শেষ হচ্ছে । জেডিইউ'র অনিল প্রসাদ হেগড়ে এবং বশিষ্ঠ নারায়ণ সিং, বিজেপির সুশীল মোদি এবং কংগ্রেসের অখিলেশ প্রসাদ সিংয়ের মেয়াদও একই সঙ্গে শেষ হচ্ছে ৷ মোট 15টি রাজ্যে নির্বাচন হওয়ার কথা । সেখানে লড়াই হবে 56টি আসনে ।
বিহারের 6টি আসন ছাড়াও গুজরাতের চারটি, কর্ণাটকের চারটি, মহারাষ্ট্রের ছয়টি, মধ্যপ্রদেশ পাঁচটি, পশ্চিমবঙ্গের পাঁচটি, উত্তরপ্রদেশের দশটি, রাজস্থান- ওড়িশা-তেলেঙ্গানা-অন্ধ্রপ্রদেশের 3টি করে মোট নয়টি আসন । ছত্তিশগড়-হরিয়ানা-হিমাচল প্রদেশ-উত্তরাখণ্ডের একটি করে আসনে নির্বাচন হবে ।
আরও পড়ুন: