ETV Bharat / bharat

অরণ্যে ভোটার এক! দ্বীপে পৌঁছতে ভরসা নৌকা, রইল গুজরাতের 'বিশেষ বুথ' ঠিকানা - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: কোথাও গভীর জঙ্গলে একজন মাত্র ভোটার ৷ কোথাও বা একটা দ্বীপে কয়েক হাজার মানুষ ভোট দেবে ৷ এরকমই আরও বহু দুর্গম, প্রত্যন্ত এলাকায় ভোট হবে খোদ মোদি রাজ্যে ৷ সেই সবের জন্য বিশেষ ব্যবস্থা করছে নির্বাচন কমিশন ৷ কেমন সেই জায়গাগুলি ?

ETV Bharat
মোদিরাজ্যে পাহাড় থেকে জঙ্গল দ্বীপেও তৈরি হবে বিশেষ বুথ
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 10, 2024, 11:51 AM IST

আমেদাবাদ, 10 এপ্রিল: জল-জঙ্গল-দ্বীপ ! দেশের কোথাও কোনও ভোটার যেন নিজের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন ! তাই মোদি রাজ্যের 11টি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বুথের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন ৷ সে গভীর জঙ্গলই হোক, বা ছোটখাটো দ্বীপ ! রাজ্যের 26টি লোকসভা কেন্দ্রের সবক'টিতেই 7 মে ভোট হবে ৷

গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে এই বিশেষ বুথ তৈরির কাজ শুরু করে দিয়েছে কমিশন ৷ তেমনই একটি দুর্গম এলাকা বানেজ ৷ একেবারে সংরক্ষিত গির অভয়ারণ্যের গভীরে অবস্থিত ৷ সেখানে ভোটারের সংখ্যা মাত্র এক ৷ অর্থাৎ একজনের ভোট দেওয়ার জন্য একটা গোটা বুথ তৈরি করছে কমিশন, তাও আবার গির নামক গভীর জঙ্গলের মধ্যে ৷ ওই ভোটারের নাম মহন্ত হরিদাসজি ৷ তিনি সেখানে শিবের মন্দিরের পুরোহিত ৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, বানেজের সবচেয়ে কাছের লোকালয়টিও কয়েক কিলোমিটার দূরে ৷ এলাকাটি গির সোমনাথ জেলার অধীনে হলেও বুথটি জুনাগড় লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৷ গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, "2007 সাল থেকে প্রতি বছর শুধুমাত্র এই একজন ভোটারের জন্য একটি বিশেষ বুথের ব্যবস্থা করা হয় ৷ ওই মন্দিরের কাছে বন দফতরের কার্যালয়টিতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ এর জন্য একটি বিশেষ দলকে নিযুক্ত করা হয় ৷ তারা নির্দিষ্ট দিনে একজন ভোটারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে থাকে ৷"

গির সোমনাথের কালেক্টর ডিডি জাদেজা সম্প্রতি বানেজার বুথটি দেখতে গিয়েছিলেন ৷ তিনিই জেলার নির্বাচনী আধিকারিক ৷ তিনি কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া আরও একটি বিশেষ বুথ তৈরি হচ্ছে সাপ নেস বিলিয়া নামের একটি ছোট্ট জায়গায় ৷ সেটিও গির অরণ্যের মধ্যে ৷ এখানেও কাছাকাছি কোনও মানুষের বসবাস নেই ৷

এই এলাকায় 23 জন পুরুষ এবং 19 জন মহিলা ভোটার রয়েছেন ৷ 2007 সাল থেকে এখানেও বুথের বন্দোবস্ত করা হয় ৷ ভোটারদের যাতে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে না-হয়, সেজন্য এখানেই একটি তাঁবু খাটিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে ৷

এইরকম আরও পাঁচটি বুথ তৈরি হয়েছে একটি দ্বীপের 5 হাজার 48 জন ভোটারের জন্য ৷ আমরেলি জেলার উপকূলে রয়েছে এই ছোট্ট দ্বীপটি ৷ এখানে বেশিরভাগ বাসিন্দাই পেশায় মৎস্যজীবী ৷ এখানে 75.32 হেক্টর এলাকায় 832 টি পরিবার বাস করে ৷ এই দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা বলতে শুধুই নৌকা ৷ তাই ভোটকর্মীরা নৌকা করেই ওই দ্বীপে যান এবং সেখানে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করান ৷

এরকম আরেকটি দ্বীপ আলিবেত ৷ নর্মদা নদীর এই দ্বীপটি ভারুচ জেলায় ৷ এখানে ভোটারের সংখ্যা 254 ৷ মহিসাগর জেলার কাদানা জলাধারে একটি দ্বীপ রথদা বেতে পৌঁছতেও প্রতিবারই ভোটকর্মীদের ভরসা নৌকা ৷ এছাড়া একটি দ্বীপ, যা একটা গোটা গ্রামও, সেখানে 725 জন ভোটারের জন্য এবার একটি বিশেষ বুথের ব্যবস্থা করা হবে ৷ এরকমই সাতভিরা নেস, ভুখবারা নেস এবং খারাভিরা নেস রয়েছে পোরবন্দরের বারদা পাহাড়ের জঙ্গলে ৷ দ্বারকা জেলায় আরব সাগর ঘেঁষে থাকা আজাদ দ্বীপ, জুনাগড় জেলার একেবারে ভিতরে কানকাই বুথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা ওয়ারলেস যন্ত্র ৷

আরও পড়ুন:

  1. এক পরিবার এক গ্রাম! ভোটাধিকার প্রয়োগ করবেন হাজারেরও বেশি সদস্য, জেনে নিন কোথায়
  2. কমিশন কীভাবে বেছে নিচ্ছে আপনার বুথে ইভিএম, ভোট দেওয়ার আগে জেনে নিন
  3. বয়স 102, বাড়িতে বসেই ভোট দিলেন পদ্মশ্রী মংলকান্ত রায়

আমেদাবাদ, 10 এপ্রিল: জল-জঙ্গল-দ্বীপ ! দেশের কোথাও কোনও ভোটার যেন নিজের অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত না হন ! তাই মোদি রাজ্যের 11টি প্রত্যন্ত ও দুর্গম এলাকায় বুথের ব্যবস্থা করছে নির্বাচন কমিশন ৷ সে গভীর জঙ্গলই হোক, বা ছোটখাটো দ্বীপ ! রাজ্যের 26টি লোকসভা কেন্দ্রের সবক'টিতেই 7 মে ভোট হবে ৷

গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, ইতিমধ্যে এই বিশেষ বুথ তৈরির কাজ শুরু করে দিয়েছে কমিশন ৷ তেমনই একটি দুর্গম এলাকা বানেজ ৷ একেবারে সংরক্ষিত গির অভয়ারণ্যের গভীরে অবস্থিত ৷ সেখানে ভোটারের সংখ্যা মাত্র এক ৷ অর্থাৎ একজনের ভোট দেওয়ার জন্য একটা গোটা বুথ তৈরি করছে কমিশন, তাও আবার গির নামক গভীর জঙ্গলের মধ্যে ৷ ওই ভোটারের নাম মহন্ত হরিদাসজি ৷ তিনি সেখানে শিবের মন্দিরের পুরোহিত ৷

কমিশন সূত্রে জানা গিয়েছে, বানেজের সবচেয়ে কাছের লোকালয়টিও কয়েক কিলোমিটার দূরে ৷ এলাকাটি গির সোমনাথ জেলার অধীনে হলেও বুথটি জুনাগড় লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত ৷ গুজরাতের মুখ্য নির্বাচনী আধিকারিকের প্রকাশিত বিবৃতি অনুযায়ী, "2007 সাল থেকে প্রতি বছর শুধুমাত্র এই একজন ভোটারের জন্য একটি বিশেষ বুথের ব্যবস্থা করা হয় ৷ ওই মন্দিরের কাছে বন দফতরের কার্যালয়টিতেই ভোট দেওয়ার ব্যবস্থা করা হয় ৷ এর জন্য একটি বিশেষ দলকে নিযুক্ত করা হয় ৷ তারা নির্দিষ্ট দিনে একজন ভোটারের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করে থাকে ৷"

গির সোমনাথের কালেক্টর ডিডি জাদেজা সম্প্রতি বানেজার বুথটি দেখতে গিয়েছিলেন ৷ তিনিই জেলার নির্বাচনী আধিকারিক ৷ তিনি কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন ৷ এছাড়া আরও একটি বিশেষ বুথ তৈরি হচ্ছে সাপ নেস বিলিয়া নামের একটি ছোট্ট জায়গায় ৷ সেটিও গির অরণ্যের মধ্যে ৷ এখানেও কাছাকাছি কোনও মানুষের বসবাস নেই ৷

এই এলাকায় 23 জন পুরুষ এবং 19 জন মহিলা ভোটার রয়েছেন ৷ 2007 সাল থেকে এখানেও বুথের বন্দোবস্ত করা হয় ৷ ভোটারদের যাতে জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর পর্যন্ত যেতে না-হয়, সেজন্য এখানেই একটি তাঁবু খাটিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করা হবে ৷

এইরকম আরও পাঁচটি বুথ তৈরি হয়েছে একটি দ্বীপের 5 হাজার 48 জন ভোটারের জন্য ৷ আমরেলি জেলার উপকূলে রয়েছে এই ছোট্ট দ্বীপটি ৷ এখানে বেশিরভাগ বাসিন্দাই পেশায় মৎস্যজীবী ৷ এখানে 75.32 হেক্টর এলাকায় 832 টি পরিবার বাস করে ৷ এই দ্বীপটির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ ব্যবস্থা বলতে শুধুই নৌকা ৷ তাই ভোটকর্মীরা নৌকা করেই ওই দ্বীপে যান এবং সেখানে ভোটপ্রক্রিয়া সম্পন্ন করান ৷

এরকম আরেকটি দ্বীপ আলিবেত ৷ নর্মদা নদীর এই দ্বীপটি ভারুচ জেলায় ৷ এখানে ভোটারের সংখ্যা 254 ৷ মহিসাগর জেলার কাদানা জলাধারে একটি দ্বীপ রথদা বেতে পৌঁছতেও প্রতিবারই ভোটকর্মীদের ভরসা নৌকা ৷ এছাড়া একটি দ্বীপ, যা একটা গোটা গ্রামও, সেখানে 725 জন ভোটারের জন্য এবার একটি বিশেষ বুথের ব্যবস্থা করা হবে ৷ এরকমই সাতভিরা নেস, ভুখবারা নেস এবং খারাভিরা নেস রয়েছে পোরবন্দরের বারদা পাহাড়ের জঙ্গলে ৷ দ্বারকা জেলায় আরব সাগর ঘেঁষে থাকা আজাদ দ্বীপ, জুনাগড় জেলার একেবারে ভিতরে কানকাই বুথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা ওয়ারলেস যন্ত্র ৷

আরও পড়ুন:

  1. এক পরিবার এক গ্রাম! ভোটাধিকার প্রয়োগ করবেন হাজারেরও বেশি সদস্য, জেনে নিন কোথায়
  2. কমিশন কীভাবে বেছে নিচ্ছে আপনার বুথে ইভিএম, ভোট দেওয়ার আগে জেনে নিন
  3. বয়স 102, বাড়িতে বসেই ভোট দিলেন পদ্মশ্রী মংলকান্ত রায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.