ETV Bharat / bharat

হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন বদল, পিছল দু’রাজ্যের গণনাও - Haryana Assembly Poll Date

Election Commission of India: পিছিয়ে দেওয়া হল হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ৷ একই সঙ্গে পিছিয়ে গেল হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীর বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিনও ৷

Election Commission of India
হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন বদল (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 31, 2024, 6:59 PM IST

Updated : Aug 31, 2024, 10:56 PM IST

নয়াদিল্লি, 31 অগস্ট: বদলে গেল হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ৷ একই সঙ্গে, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা, দু’রাজ্যের ভোট গণনার দিনও বদলে দিল নির্বাচন কমিশন ৷ হরিয়ানায় 1 অক্টোবর বদলে ভোটগ্রহণ হবে 5 অক্টোবর ৷ ফলে দু’রাজ্যের ভোট গণনার দিন 4 অক্টোবরের বদলে 8 অক্টোবর হবে ৷

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিষ্ণোই সম্প্রদায়ের ঐতিহ্য এবং ভোটাধিকারের গুরুত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গুরু জাম্বেশ্বরের স্মরণে অসোজ অমাবস্যা উৎসব উদযাপনে অংশ নেবে বিষ্ণোই সম্প্রদায় ৷ এই শতাব্দী প্রাচীন প্রথার সম্মানেই নির্বাচনের দিন বদল করল জাতীয় নির্বাচন কমিশন ৷

Election Commission of India
হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন বদল (ইটিভি ভারত)

জম্মু ও কাশ্মীরে তিন দফায় হবে নির্বাচন ৷ প্রথম দফায় ভোট হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 25 সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ দফা 1 অক্টোবর ৷ অন্যদিকে হরিয়ানার সবক'টি বিধানসভায় ভোট হবে 5 অক্টোবর ৷ হরিয়ানাতেও বিধানসভা কেন্দ্রের সংখ্যা 90 ৷ 27 অগস্ট চূড়ান্ত ইলেক্টোরাল রোল প্রকাশিত হয়েছিল ৷ ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 20 হাজার 629 ৷ এর মধ্যে 7,132 টি শহরাঞ্চলে এবং 13,497 গ্রামীণ অঞ্চলে ৷

Election Commission of India
পিছল দু’রাজ্যের গণনাও (ইটিভি ভারত)

অন্যদিকে, 2018 সালের জুন মাসে জম্মু-কাশ্মীরে শেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারের অবসান হয় ৷ বিজেপি-পিডিপির জোট থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেয় ৷ এরপর ভেঙে যায় সরকার ৷ তারপর থেকে আর নির্বাচন হয়নি উপত্যকায় ৷ 2019 সালের 5 অগস্ট মোদি সরকারের সময় সংবিধানের 370 ধারার অবলুপ্তি ফলে জম্মু-কাশ্মীরে বিশেষ রাজ্যের তকমা লোপ পায় ৷ দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ গঠিত হয় ৷ গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে নির্দেশ দেয়, এবছরের সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে ৷

নয়াদিল্লি, 31 অগস্ট: বদলে গেল হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন ৷ একই সঙ্গে, জম্মু ও কাশ্মীর এবং হরিয়ানা, দু’রাজ্যের ভোট গণনার দিনও বদলে দিল নির্বাচন কমিশন ৷ হরিয়ানায় 1 অক্টোবর বদলে ভোটগ্রহণ হবে 5 অক্টোবর ৷ ফলে দু’রাজ্যের ভোট গণনার দিন 4 অক্টোবরের বদলে 8 অক্টোবর হবে ৷

নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিষ্ণোই সম্প্রদায়ের ঐতিহ্য এবং ভোটাধিকারের গুরুত্বকে সম্মান জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ গুরু জাম্বেশ্বরের স্মরণে অসোজ অমাবস্যা উৎসব উদযাপনে অংশ নেবে বিষ্ণোই সম্প্রদায় ৷ এই শতাব্দী প্রাচীন প্রথার সম্মানেই নির্বাচনের দিন বদল করল জাতীয় নির্বাচন কমিশন ৷

Election Commission of India
হরিয়ানা বিধানসভা নির্বাচনের দিন বদল (ইটিভি ভারত)

জম্মু ও কাশ্মীরে তিন দফায় হবে নির্বাচন ৷ প্রথম দফায় ভোট হবে 18 সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় 25 সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ দফা 1 অক্টোবর ৷ অন্যদিকে হরিয়ানার সবক'টি বিধানসভায় ভোট হবে 5 অক্টোবর ৷ হরিয়ানাতেও বিধানসভা কেন্দ্রের সংখ্যা 90 ৷ 27 অগস্ট চূড়ান্ত ইলেক্টোরাল রোল প্রকাশিত হয়েছিল ৷ ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 20 হাজার 629 ৷ এর মধ্যে 7,132 টি শহরাঞ্চলে এবং 13,497 গ্রামীণ অঞ্চলে ৷

Election Commission of India
পিছল দু’রাজ্যের গণনাও (ইটিভি ভারত)

অন্যদিকে, 2018 সালের জুন মাসে জম্মু-কাশ্মীরে শেষ মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির সরকারের অবসান হয় ৷ বিজেপি-পিডিপির জোট থেকে বিজেপি সমর্থন প্রত্যাহার করে নেয় ৷ এরপর ভেঙে যায় সরকার ৷ তারপর থেকে আর নির্বাচন হয়নি উপত্যকায় ৷ 2019 সালের 5 অগস্ট মোদি সরকারের সময় সংবিধানের 370 ধারার অবলুপ্তি ফলে জম্মু-কাশ্মীরে বিশেষ রাজ্যের তকমা লোপ পায় ৷ দু'টি কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু-কাশ্মীর ও লাদাখ গঠিত হয় ৷ গত বছরের ডিসেম্বর মাসে সুপ্রিম কোর্টে নির্দেশ দেয়, এবছরের সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে বিধানসভা নির্বাচন করাতে হবে ৷

Last Updated : Aug 31, 2024, 10:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.