শিবপুরী, 17 ফেব্রুয়ারি: কালাজাদু করার অপবাদ দিয়ে এক মহিলাকে নৃশংসভাবে মারধরের অভিযোগ উঠল মধ্যপ্রদেশের শিবপুরী জেলায় ৷ অভিযোগ, সেখানকার এক পরিবারের সদস্যরা ওই মহিলাকে জুতো-চপ্পল দিয়ে মারধর করে ৷ তাঁকে নগ্ন করে গ্রামে হাঁটানো হয় ৷ তাঁর মুখে মানুষের বর্জ্য দিয়ে দেওয়া হয় ৷
পরে ওই মহিলা তাঁর স্বামীকে নিয়ে শিবপুরীর পুলিশ সুপারের অফিসে যান ৷ সেখানে তিনি এই অভিযোগ জানান ৷ শিবপুরীর পুলিশ সুপার রঘুবংশ সিং ভাদোরিয়া জানান, ওই মহিলা অভিযোগ করেছেন যে গত 16 ফেব্রুয়ারি সকাল 10টা নাগাদ যখন তিনি বাড়ি ফিরছিলেন, তখন প্রতিবেশী এক পরিবার তাঁকে থামায় এবং মহিলার বিরুদ্ধে কালাজাদু করার অভিযোগ করে ।
পুলিশ সুপার আরও জানান যে ওই মহিলা যখন অভিযোগ অস্বীকার করেন, তখন সবাই তাঁকে লাথি ও ঘুঁষি মারতে শুরু করে এবং এমনকি তাঁর জামাকাপড় ছিঁড়ে ফেলে ৷ তারপর অভিযুক্তরা ওই মহিলাকে পুরো গ্রামে টেনে নিয়ে যায় ও তার মুখের মধ্যে মলমূত্র ফেলে দেয় ৷
মহিলার কাছে আরও জানিয়েছেন যে এই ঘটনার সময় গ্রামের অন্যরাও সেখানে উপস্থিত ছিলেন ৷ কিন্তু কেউই প্রতিবাদ করেননি ৷ অনেকে তাঁর উপর আরও অত্যাচার করার জন্য অভিযুক্তদের উস্কানি দিয়েছেন ৷ অনেকে এই ঘটনা মোবাইলে রেকর্ডও করে নেয় ৷ তিনি প্রথমে স্থানীয় আমোলা থানায় অভিযোগ নিয়ে গিয়েছিলেন ৷ কিন্তু একটি সাদা কাগজে তাঁর অভিযোগ নেওয়া হয় ৷ কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি ৷
অভিযুক্তদের সঙ্গে পুলিশের যোগসাজশের অভিযোগ তুলেছেন ওই মহিলা । অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে এসপি অফিসে আবেদন করেছেন তিনি । এসপি অবিলম্বে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন ।
আরও পড়ুন: