ETV Bharat / bharat

20 ঘণ্টা পেরলেও বোরওয়েলে আটকে 6 বছরের শিশু, জারি উদ্ধারকার্য - Rewa Borewell Accident - REWA BOREWELL ACCIDENT

Madhya Pradesh Borewell Accident: শুক্রবার থেকে 70 ফুট গভীর বোরওয়েলে আটকে রয়েছে 6 বছরের শিশু ৷ 20 ঘণ্টা পরও জারি রয়েছে উদ্ধার কাজ ৷ সমান্তরাল গর্ত খুঁড়ে শিশুটিকে বের করে আনার চেষ্টা চলছে ৷ পাইপের মাধ্যমে শিশুটিকে অক্সিজেনও দেওয়া হচ্ছে ৷

Borewell Accident
Borewell Accident
author img

By PTI

Published : Apr 13, 2024, 3:02 PM IST

ভোপাল, 13 এপ্রিল: পেরিয়েছে 20 ঘণ্টা ৷ এখনও 70 ফুট গভীর বোরওয়েলের ভিতরে আটকে 6 বছরের শিশুটি ৷ রাত থেকে তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় প্রশাসন ৷ তবে এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মণিকা গ্রামে ৷ মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি ।"

জানা গিয়েছে, শুক্রবার বিকেল 3টে নাগাদ খেলতে খেলতে হঠাতই উত্তরপ্রদেশ সীমান্তের কাছে মণিকা গ্রামে মুখ খোলা বোরওয়েলে পড়ে যায় শিশুটি । খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করে ৷ শিশুটিকে উদ্ধার করার জন্য একটি সমান্তরাল গর্ত খনন করা হচ্ছে । বারাণসী থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দলকে ডাকা হয়েছে ৷ অসময়ের বৃষ্টি উদ্ধার অভিযানকে প্রভাবিত করেছে । মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে ৷

প্রশাসনের এক আধিকারিক জানান, শুক্রবার রাতভর উদ্ধার অভিযান চলেছে ৷ তা এখনও জারি রয়েছে ৷ বোরওয়েলের দু’পাশে প্রায় 35 ফুট চওড়া গর্ত খনন করা হয়েছে, যার মাধ্যমে উদ্ধারকারী দল শিশুটিকে বের করে আনার চেষ্টা করছে । রেওয়ার কালেক্টর প্রতিভা পাল এবং পুলিশ সুপার (এসপি) বিবেক সিং রাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ৷ প্রায় 40 ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি ৷ অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার বলেছেন, "একটি পাইপের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একটি সিসিটিভি ক্যামেরা কুয়োয় নামানো হয়েছিল, কিন্তু কিছু বাধার কারণে এটি তার কাছে পৌঁছতে পারেনি ।"

আরও পড়ুন:

  1. 20 ঘণ্টার চেষ্টায় নলকূপ থেকে উদ্ধার দু’বছরের শিশু
  2. দিল্লিতে 40 ফুট গভীর বোরওয়েলের মধ্যে পড়ল শিশু, চলছে উদ্ধারকাজ
  3. 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু

ভোপাল, 13 এপ্রিল: পেরিয়েছে 20 ঘণ্টা ৷ এখনও 70 ফুট গভীর বোরওয়েলের ভিতরে আটকে 6 বছরের শিশুটি ৷ রাত থেকে তাকে উদ্ধারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনী (এসডিআরএফ) ও স্থানীয় প্রশাসন ৷ তবে এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার মধ্যপ্রদেশের রেওয়া জেলায় মণিকা গ্রামে ৷ মুখ্যমন্ত্রী মোহন যাদব বলেছেন, "আমি পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি ।"

জানা গিয়েছে, শুক্রবার বিকেল 3টে নাগাদ খেলতে খেলতে হঠাতই উত্তরপ্রদেশ সীমান্তের কাছে মণিকা গ্রামে মুখ খোলা বোরওয়েলে পড়ে যায় শিশুটি । খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও এসডিআরএফ এসে উদ্ধার কাজ শুরু করে ৷ শিশুটিকে উদ্ধার করার জন্য একটি সমান্তরাল গর্ত খনন করা হচ্ছে । বারাণসী থেকে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) একটি দলকে ডাকা হয়েছে ৷ অসময়ের বৃষ্টি উদ্ধার অভিযানকে প্রভাবিত করেছে । মধ্যপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী রাজেন্দ্র শুক্লাকে ঘটনাস্থল পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে ৷

প্রশাসনের এক আধিকারিক জানান, শুক্রবার রাতভর উদ্ধার অভিযান চলেছে ৷ তা এখনও জারি রয়েছে ৷ বোরওয়েলের দু’পাশে প্রায় 35 ফুট চওড়া গর্ত খনন করা হয়েছে, যার মাধ্যমে উদ্ধারকারী দল শিশুটিকে বের করে আনার চেষ্টা করছে । রেওয়ার কালেক্টর প্রতিভা পাল এবং পুলিশ সুপার (এসপি) বিবেক সিং রাতে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন ৷ প্রায় 40 ফুট গভীরে আটকে রয়েছে শিশুটি ৷ অতিরিক্ত পুলিশ সুপার অনিল সোনকার বলেছেন, "একটি পাইপের মাধ্যমে শিশুটিকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং তার অবস্থা পর্যবেক্ষণ করার জন্য একটি সিসিটিভি ক্যামেরা কুয়োয় নামানো হয়েছিল, কিন্তু কিছু বাধার কারণে এটি তার কাছে পৌঁছতে পারেনি ।"

আরও পড়ুন:

  1. 20 ঘণ্টার চেষ্টায় নলকূপ থেকে উদ্ধার দু’বছরের শিশু
  2. দিল্লিতে 40 ফুট গভীর বোরওয়েলের মধ্যে পড়ল শিশু, চলছে উদ্ধারকাজ
  3. 100 ফুট গভীর বোরওয়েলে পড়ে আড়াই বছরের শিশুর মৃত্যু
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.