নয়াদিল্লি, 6 ফেব্রুয়ারি: আর্থিক তছরূপের তদন্তে মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের ব্যক্তিগত সচিবের বাড়িতে ইডি ৷ অন্যদিকে ইডির বিরুদ্ধে জিজ্ঞাসাবাদের সময় সিসিটিভি ফুটেজের অডিয়ো ফুটেজ নষ্ট করার অভিযোগ তুলল শিক্ষামন্ত্রী আতিশি ৷ সরকারি সূত্রের খবর, মঙ্গলবার সকালে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ এছাড়া দিল্লিতে আম আদমি পার্টির সাংসদ এনডি গুপ্তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা ৷ এদিকে সোমবারই দিল্লির শিক্ষামন্ত্রী অতিশি সোশাল মিডিয়ায় একটি পোস্টে দাবি করেন, "কাল সকাল 10টায় আমি ইডির বিষয়ে বিস্ফোরক তথ্য সামনে আনব ৷"
তারপরই আজ সকাল থেকে দিল্লির বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ এদিকে আজ যথাসময়ে সাংবাদিক বৈঠক শুরু করেন অতিশি ৷ তিনি আপ নেতাদের হুমকি দেওয়ার অভিযোগ তোলেন ৷ অতিশি বলেন, "আমি কালই বলেছিলাম ইডিকে নিয়ে বিস্ফোরক কিছু কথা প্রকাশ্যে আনব ৷ আর আমার প্রচেষ্টাকে আটকানোর জন্য, আম আদমি পার্টিকে চুপ করাতে, তাদের ধমকাতে আজ সকাল থেকেই ইডি তল্লাশি অভিযানে নেমেছে ৷" তিনি আরও জানান, শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমারের বাড়িতে গিয়েছে ইডি ৷ আম আদমি পার্টির কোষাধ্যক্ষ সাংসদ এনডি গুপ্তার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অতিশি আশঙ্কা প্রকাশ করেন, আজ আরও বেশ কয়েকজন আপ নেতা, মন্ত্রীদের বাড়িতে ইডি যাবে ৷
শিক্ষামন্ত্রী বলেন, "গত 2 বছর ধরে আপ নেতাদের হুমকি দেওয়া হচ্ছে ৷ তথাকথিত আবগারি দুর্নীতির নামে কারও বাড়িতে তল্লাশি চলছে, কারও নামে সমন পাঠানো হচ্ছে, কাউকে গ্রেফতার করা হচ্ছে ৷ 2 বছরে প্রায় 100 বার তল্লাশি চালিয়েছে ইডি ৷ কিন্তু এক টাকাও খুঁজে বের করতে পারেনি ৷ এমনকী কোনও যথাযোগ্য প্রমাণও পায়নি ৷ এদিকে আদালত বারবার বলে যাচ্ছে, প্রমাণ পেশ করতে হবে ৷" সূত্রের খবর, এদিন দিল্লিতে 10টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি ৷ তবে সব ক'টি জায়গায় আর্থিক জালিয়াতির তদন্তে তল্লাশি চলছে কি না, তা এখনও পরিষ্কার জানা যায়নি ৷
আতিশির এদিন দাবি করেন, "ইডির মামলাটি দাঁড়িয়ে আছে শুধুমাত্রা সাক্ষ্যের উপর ৷ আর সেই সাক্ষ্য জোর করে আদায় করা" ৷ তাঁর অভিযোগ, ইডি সাক্ষ্যদের মারধর করে, ভয় দেখিয়ে আপের বিরুদ্ধে সাক্ষ্য দিতে বাধ্য করেছে ৷ এছাড়া আতিশি এদিন বলেন, "আবগারি দুর্নীতি মামলায় ইডি সিসিটিভি ক্যামেরার সামনেই জেরা করেছে ৷ এদিকে আদালতে শুধুমাত্র ভিডিয়ো ক্লিপটি জমা দিয়েছে ৷ অডিয়ো ক্লিপটি মুছে ফেলা হয়েছে ৷ ইডি কাকে বাঁচাতে চাইছে ?"
গত 27 জানুয়ারি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল দাবি করেন, বিজেপি অপারেশ লোটাস 2.0 চালাচ্ছে ৷ এতে দিল্লির আপ বিধায়কদের 25 কোটি টাকা দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির ৷ বিজেপি ওই বিধায়কদের হুমকি দিয়েছে, খুব শীঘ্রই দিল্লিতে আপ সরকার ভেঙে পড়বে ৷ তাই বিধায়করা বিজেপিতে যোগ দিন ৷ একই দাবি তোলেন দিল্লির শিক্ষামন্ত্রী অতিশিও ৷ এরপর এই অভিযোগে তদন্তে সহযোগিতা করতে অরবিন্দি কেজরিওয়াল এবং অতিশির বাড়িতে নোটিশ দিতে পৌঁছয় দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ৷ অন্যদিকে আবগারি দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে অরবিন্দ কেজরিওয়ালকে 5 বার তলব করেছে ইডি ৷ তবে কেজরিওয়াল বারবার ইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷
আরও পড়ুন: