ETV Bharat / bharat

কেজরিকে আরও একটি সমন ইডির, সোমে তলব দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় - Delhi Jal Board money laundering

ED summons Kejriwal in Delhi Jal Board money laundering case: অরবিন্দ কেজরিওয়ালকে আরও একটা সমন পাঠাল ইডি ৷ সোমবার তাঁকে তলব করা হয়েছে দিল্লি জল বোর্ডে আর্থিক তছরুপ মামলায় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ANI

Published : Mar 17, 2024, 1:12 PM IST

নয়াদিল্লি, 17 মার্চ: দিল্লি জল বোর্ড (ডিজেবি)-এ আর্থিক তছরুপের তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও একটি সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । রবিবার সূত্র মারফৎ জানা গিয়েছে যে, আগামিকাল অর্থাৎ সোমবার আম আদমি পার্টি সুপ্রিমোকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

ডিজেবি-তে অবৈধ টেন্ডারিং ও অর্থ তছরুপের অভিযোগের বিষয়ে ইডি যে তদন্ত করছে, তারই অংশ হিসাবে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50-এর অধীনে শনিবার সন্ধ্যায় কেজরিওয়ালকে সমন জারি করা হয়েছে । আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী অতিশী রবিবার দাবি করেছেন যে মামলাটি 'ভুয়ো' ৷ তিনি বলেন যে, দল এই বিষয়ে ইডি দ্বারা নথিভুক্ত করা মামলা সম্পর্কে অবগত নয় ।

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল সন্ধ্যায় ইডির আরেকটি সমন পেয়েছেন ৷ তাঁকে দিল্লি জল বোর্ডের সঙ্গে সম্পর্কিত কিছু তদন্তে যোগ দিতে বলেছে ইডি । চলতি বছরের ফেব্রুয়ারিতে, ডিজেবি-র টেন্ডারিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মানি লন্ডারিং তদন্তের জন্য ইডি অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার জগদীশ কুমার অরোরা এবং একজন ঠিকাদার অনিল কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছিল ।

ডিজেবি-র টেন্ডারিং প্রক্রিয়ায় অনিয়মের পৃথক দুটি বিষয়ের তদন্ত করছে ইডি ৷ এর ফৌজদারি মামলা সিবিআইয়ের একটি এফআইআর এবং দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা (এসিবি) থেকে এসেছে । সিবিআই এফআইআরে অভিযোগ করা হয়েছে যে, ডিজেবির কর্মকর্তারা এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডের আধিকারিকদের সঙ্গে যোগসাজশে ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফ্লো মিটার সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা এবং চালু করার জন্য কোম্পানিকে টেন্ডার দেওয়ার সময় এনকেজি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে "অযাচিত সুবিধা" দিয়েছে ।

দ্বিতীয় অভিযোগ 2022 সালের নভেম্বরে এসিবি-র অভিযোগের সঙ্গে সম্পর্কিত, যেখানে বলা হয়েছিল যে ডিজেবি তার বিভিন্ন অফিসে স্বয়ংচালিত বিল পরিশোধের মেশিন (কিওস্ক) স্থাপনের জন্য একটি দরপত্র প্রদান করেছে যাতে গ্রাহকদের বিল পরিশোধে সুবিধা হয় । এই সমন ছাড়াও, আগেই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে নবম সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই মামলা সম্পর্কিত আর্থিক তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে 21 মার্চ ডেকে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির
  2. 'ভোট ব্যাংকের নোংরা রাজনীতি সিএএ', তোপ দাগলেন কেজরিওয়াল
  3. ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল

নয়াদিল্লি, 17 মার্চ: দিল্লি জল বোর্ড (ডিজেবি)-এ আর্থিক তছরুপের তদন্তে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আরও একটি সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । রবিবার সূত্র মারফৎ জানা গিয়েছে যে, আগামিকাল অর্থাৎ সোমবার আম আদমি পার্টি সুপ্রিমোকে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে ৷

ডিজেবি-তে অবৈধ টেন্ডারিং ও অর্থ তছরুপের অভিযোগের বিষয়ে ইডি যে তদন্ত করছে, তারই অংশ হিসাবে মানি লন্ডারিং প্রিভেনশন অ্যাক্টের (পিএমএলএ) ধারা 50-এর অধীনে শনিবার সন্ধ্যায় কেজরিওয়ালকে সমন জারি করা হয়েছে । আম আদমি পার্টির নেতা এবং দিল্লির মন্ত্রী অতিশী রবিবার দাবি করেছেন যে মামলাটি 'ভুয়ো' ৷ তিনি বলেন যে, দল এই বিষয়ে ইডি দ্বারা নথিভুক্ত করা মামলা সম্পর্কে অবগত নয় ।

দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল সন্ধ্যায় ইডির আরেকটি সমন পেয়েছেন ৷ তাঁকে দিল্লি জল বোর্ডের সঙ্গে সম্পর্কিত কিছু তদন্তে যোগ দিতে বলেছে ইডি । চলতি বছরের ফেব্রুয়ারিতে, ডিজেবি-র টেন্ডারিং প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মানি লন্ডারিং তদন্তের জন্য ইডি অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার জগদীশ কুমার অরোরা এবং একজন ঠিকাদার অনিল কুমার আগরওয়ালকে গ্রেফতার করা হয়েছিল ।

ডিজেবি-র টেন্ডারিং প্রক্রিয়ায় অনিয়মের পৃথক দুটি বিষয়ের তদন্ত করছে ইডি ৷ এর ফৌজদারি মামলা সিবিআইয়ের একটি এফআইআর এবং দিল্লি সরকারের দুর্নীতি দমন শাখা (এসিবি) থেকে এসেছে । সিবিআই এফআইআরে অভিযোগ করা হয়েছে যে, ডিজেবির কর্মকর্তারা এনবিসিসি (ইন্ডিয়া) লিমিটেডের আধিকারিকদের সঙ্গে যোগসাজশে ইলেক্ট্রো-ম্যাগনেটিক ফ্লো মিটার সরবরাহ, ইনস্টলেশন, পরীক্ষা এবং চালু করার জন্য কোম্পানিকে টেন্ডার দেওয়ার সময় এনকেজি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডকে "অযাচিত সুবিধা" দিয়েছে ।

দ্বিতীয় অভিযোগ 2022 সালের নভেম্বরে এসিবি-র অভিযোগের সঙ্গে সম্পর্কিত, যেখানে বলা হয়েছিল যে ডিজেবি তার বিভিন্ন অফিসে স্বয়ংচালিত বিল পরিশোধের মেশিন (কিওস্ক) স্থাপনের জন্য একটি দরপত্র প্রদান করেছে যাতে গ্রাহকদের বিল পরিশোধে সুবিধা হয় । এই সমন ছাড়াও, আগেই আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে নবম সমন পাঠিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ এই মামলা সম্পর্কিত আর্থিক তছরুপের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে 21 মার্চ ডেকে পাঠানো হয়েছে ৷

আরও পড়ুন:

  1. মার্চেই জিজ্ঞাসাবাদ, কেজরিওয়ালকে নবম সমন জারি ইডির
  2. 'ভোট ব্যাংকের নোংরা রাজনীতি সিএএ', তোপ দাগলেন কেজরিওয়াল
  3. ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.