নয়াদিল্লি, 15 এপ্রিল: লোকসভা নির্বাচন এখনও শুরু হয়নি ৷ 19 এপ্রিল প্রথম দফার ভোট ৷ তার আগেই রেকর্ড টাকা বাজেয়াপ্ত করল কমিশনের নির্দেশে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ লোকসভা নির্বাচনের ইতিহাসে এখনও পর্যন্ত যা সর্বাধিক ৷ ভোটকে ঘিরে টাকার লেনদেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন ৷ এরই অংশ হিসাবে 4650 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে । বিগত বছরের দিকে তাকালে 2019 সালের লোকসভা নির্বাচনের সময় 3475 কোটি টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছিল। যার থেকে এবারে পরিমাণটা অনেকটাই বেশি ৷ এবারে ভোটের আগে 45 শতাংশ মাদক ও মাদকদ্রব্য বাজেয়াপ্ত করা হয়েছে, যার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে কমিশন।
নির্বাচন কমিশনের তথ্য অনুসারে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে তালিকার শীর্ষে রয়েছে রাজস্থান ৷ এই রাজ্য থেকে 778.52 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তারপরে গুজরাতে বাজেয়াপ্ত টাকার পরিমাণ 605.35 কোটি টাকা, তামিলনাড়ুতে 460.84 কোটি টাকা, মহারাষ্ট্রে 431.34 কোটি, পঞ্জাবে 311.84 কোটি টাকা আর নয়াদিল্লিতে 236.06 কোটি টাকা ৷ এছাড়াও অন্যান্য জায়গা থেকেও টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
বাজেয়াপ্ত মাদকের মূল্যের দিক থেকে রাজ্যগুলির মধ্যে শীর্ষে রয়েছে গুজরাত ৷ বাজেয়াপ্ত টাকার পরিমাণ 485.99 কোটি টাকা ৷ তারপরে তামিলনাড়ুতে 293.02 কোটি টাকা, পঞ্জাবে 280.81 কোটি টাকা, নয়াদিল্লিতে 189.94 কোটি এবং অন্যান্য রাজ্যও এর মধ্যে রয়েছে। মাদকদ্রব্যের পরিপ্রেক্ষিতে মোট বাজেয়াপ্ত টাকার পরিমাণ 2068.85 কোটি টাকা।
মদের মূল্যের পরিপ্রেক্ষিতে বাজেয়াপ্ত টাকার পরিমাণ 489.31 কোটি টাকা ৷ কর্ণাটক থেকে 124.33 কোটি টাকার মদ বাজেয়াপ্ত করা হয়েছে ৷ তারপরে রয়েছে পশ্চিমবঙ্গ (51.17 কোটি টাকা) ৷ রাজস্থানে 40.78 কোটি টাকা । মোট নগদ টাকা বাজেয়াপ্ত হয়েছে 395.93 কোটি টাকা ৷ তামিলনাড়ুতে 53.58 কোটি, তারপরে তেলঙ্গানাতে 49.18 কোটি, মহারাষ্ট্রে 40.05 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।
আরও পড়ুন: