নয়াদিল্লি, 5 এপ্রিল: আম আদমি পার্টির (আপ) নেত্রী তথা দিল্লি সরকারের মন্ত্রী অতিশীকে শো-কজ করল নির্বাচন কমিশন ৷ বিজেপি যোগদানের জন্য চাপ দিচ্ছে, এই মন্তব্য করার জন্য তাঁকে শো-কজ করা হয়েছে ৷ তাঁর এই মন্তব্যের ভিত্তি কী, সেটার উত্তরই চেয়েছে নির্বাচন কমিশন ৷ আগামী সোমবারের মধ্য়ে তাঁকে উত্তর দিতে বলা হয়েছে ৷ অতিশীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ৷ তার ভিত্তিতেই এই শো-কজ বলে জানা গিয়েছে ৷
সেই শো-কজে কমিশনের তরফে লেখা হয়েছে, ‘‘...আপনি দিল্লির জাতীয় রাজধানী অঞ্চলের সরকারের একজন মন্ত্রী এবং একটি জাতীয় দলের নেত্রী । নেতারা প্রকাশ্যে যা বলেন, সেটা বেশিরভাগ ক্ষেত্রেই ভোটাররা বিশ্বাস করেন ৷ এর অর্থ, নেতাদের বক্তৃতা প্রভাব ফেলে জনমানসে ৷’’ কমিশন আরও জানিয়েছে, তাই যে কোনও মন্তব্যেরই তথ্যগত ভিত্তি থাকা উচিত ৷ যেহেতু এই ক্ষেত্রে অতিশীর মন্তব্য নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, তাই এর ভিত্তি কী, তা প্রকাশ্যে আসা উচিত ৷
দিল্লির আবগারি দুর্নীতি নিয়ে ক্রমশ একে একে আপের নেতারা গ্রেফতার হচ্ছেন ৷ দিল্লির মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং (সম্প্রতি জামিন পেয়েছেন) গ্রেফতার ৷ গতমাসে গ্রেফতার হন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ তার পর থেকেই আপ বিজেপির বিরুদ্ধে আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছে ৷ রোজই বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে আপ ৷ সেখানে একেবারে সামনের সারিতে রয়েছেন অতিশী ৷
সম্প্রতি তিনি অভিযোগ করেন, লোকসভা নির্বাচনের আগে তাঁকে গ্রেফতার করা হতে পারে ৷ এছাড়া আপ নেতা সৌরভ ভরদ্বাজ, দুর্গেশ পাঠক এবং রাঘব চাড্ডাকেও গ্রেফতার করতে পারে ইডি ৷ সেখানেই তিনি দাবি করেন, "আমার এক ঘনিষ্ঠের মাধ্যমে বিজেপি আমায় তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছিল ৷ তাতে আমার রাজনৈতিক কেরিয়ার বেঁচে যাবে ৷ আর যদি আগামী এক মাসের মধ্যে আমি বিজেপিতে যোগ না দিই, তাহলে আমায় ইডি গ্রেফতার করবে ৷"
তাঁর এই মন্তব্যের পর স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি হয় ৷ বিজেপি এর প্রতিবাদ করে ৷ নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই অতিশীকে কমিশন শো-কজ করেছে বলে জানা গিয়েছে ৷
(পিটিআই ইনপুট-সহ)
আরও পড়ুন: