ETV Bharat / bharat

ল্যাব্রাডরের প্রাণ বাঁচাতে রক্ত দিল ডোবারম্যান, সারমেয়র শ্রেষ্ঠদানে মুগ্ধ নেট দুনিয়া - Doberman donated blood

author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 11:10 PM IST

DOBERMAN DONATED BLOOD TO LABRADOR: হিমোগ্লোবিনের ঘাটতিতে ভোগা ল্যাব্রাডর কুকুরের জীবন বাঁচাল একটি ডোবারম্যান ৷ 300 মিলিলিটার রক্ত দেয় ওই ডোবারম্যান ৷ প্রাণে বেঁচে যায় ওই ল্যাব্রাডর কুকুরটি।

Dog Saves live by blood donation
এক কুকুর প্রাণ বাঁচাল আরেক কুকুরের (Etv Bharat)

বেঙ্গালুরু, 1 অগস্ট: রক্তদানকে সর্বশ্রেষ্ঠ দান বলে মনে করা হয় ৷ কারণ, রক্তদান মানেই জীবন দান ৷ মানব সমাজে রক্ত দিয়ে জীবন বাঁচানোর অসংখ্য উদাহরণ রয়েছে ৷ কিন্তু সারমেয়র দুনিয়ায় এমন ঘটনা খুব একটা শোনা যায়নি ৷ হিমোগ্লোবিনের ঘাটতিতে ভোগা ল্যাব্রাডর কুকুরের জীবন বাঁচাল একটি ডোবারম্যান ৷

অবিশ্বাস্য মনে হলেও বুধবার এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের কোপ্পালে । এখানে একটি ল্যাব্রাডর কুকুরকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে অন্য একটি বাঘা কুকুর ডোবারম্যান । শহরের একটি পশু চিকিৎসাকেন্দ্র 9 বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয় । ল্যাব্রাডরটির হিমোগ্লোবিনের মাত্রা 3-এ নেমে এসেছিল বলে জানা গিয়েছে । প্রাণ বাঁচাতে তখনই তাঁকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে ।

কিন্তু কুকুরের জন্য রক্ত কোথা থেকে মিলবে ? ওইপশু চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক বাসবরাদ পুজারা রক্তের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন । চিকিৎসকের প্রস্তাবে ইতিবাচক সাড়াও মেলে । ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যানকেও নিয়ে আসেন ক্লিনিকে । বাকি কুকুরের সঙ্গে ল্যাব্রাডরটির রক্তের নমুনা মিলছিল না ৷ তবে ঘটনাচক্রে চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যানের রক্তের নমুনা মিলে যায় ৷ ফলে, অসুস্থ ল্যাব্রাডরটিকে রক্ত দেয় ওই ডোবারম্যান । জানা গিয়েছে, 300 মিলিলিটার রক্ত দেয় ওই ডোবারম্যান, নাম ভৈরব। প্রাণে বেঁচে যায় ওই ল্যাব্রাডর কুকুরটি।

পশু চিকিৎসক বাসবরাদ পুজারা বলেন, "যখনই এই কুকুরের স্বাস্থ্য সমস্যা হয়, তখনই আমরা তাকে পশু হাসপাতালে নিয়ে আসতে বলি। আমাদের মোবাইল নম্বর সেখানে দেওয়াছিল। বুধবার, ফোন করে বলেছিলাম যে, ওদের কুকুরের রক্তের নমুনা দরকার । ওঁরা অবিলম্বে তা পাঠিয়ে দেয় । তারপর ভৈরবের রক্তে ওই কুকুরটি প্রাণে বেঁচে যায় ৷ আমরাও গর্বিত পোষ্য প্রাণীদের এখানে এই ভাবে চিকিৎসা করাতে পেরে ।"

বেঙ্গালুরু, 1 অগস্ট: রক্তদানকে সর্বশ্রেষ্ঠ দান বলে মনে করা হয় ৷ কারণ, রক্তদান মানেই জীবন দান ৷ মানব সমাজে রক্ত দিয়ে জীবন বাঁচানোর অসংখ্য উদাহরণ রয়েছে ৷ কিন্তু সারমেয়র দুনিয়ায় এমন ঘটনা খুব একটা শোনা যায়নি ৷ হিমোগ্লোবিনের ঘাটতিতে ভোগা ল্যাব্রাডর কুকুরের জীবন বাঁচাল একটি ডোবারম্যান ৷

অবিশ্বাস্য মনে হলেও বুধবার এমনই ঘটনা ঘটেছে কর্ণাটকের কোপ্পালে । এখানে একটি ল্যাব্রাডর কুকুরকে রক্ত দিয়ে প্রাণ বাঁচিয়েছে অন্য একটি বাঘা কুকুর ডোবারম্যান । শহরের একটি পশু চিকিৎসাকেন্দ্র 9 বছর বয়সী একটি অসুস্থ ল্যাব্রাডরকে নিয়ে আসা হয় । ল্যাব্রাডরটির হিমোগ্লোবিনের মাত্রা 3-এ নেমে এসেছিল বলে জানা গিয়েছে । প্রাণ বাঁচাতে তখনই তাঁকে রক্ত দেওয়ার প্রয়োজন হয়ে পড়ে ।

কিন্তু কুকুরের জন্য রক্ত কোথা থেকে মিলবে ? ওইপশু চিকিৎসাকেন্দ্রের চিকিৎসক বাসবরাদ পুজারা রক্তের জন্য কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন । চিকিৎসকের প্রস্তাবে ইতিবাচক সাড়াও মেলে । ওই চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যানকেও নিয়ে আসেন ক্লিনিকে । বাকি কুকুরের সঙ্গে ল্যাব্রাডরটির রক্তের নমুনা মিলছিল না ৷ তবে ঘটনাচক্রে চিকিৎসক নিজের পোষ্য ডোবারম্যানের রক্তের নমুনা মিলে যায় ৷ ফলে, অসুস্থ ল্যাব্রাডরটিকে রক্ত দেয় ওই ডোবারম্যান । জানা গিয়েছে, 300 মিলিলিটার রক্ত দেয় ওই ডোবারম্যান, নাম ভৈরব। প্রাণে বেঁচে যায় ওই ল্যাব্রাডর কুকুরটি।

পশু চিকিৎসক বাসবরাদ পুজারা বলেন, "যখনই এই কুকুরের স্বাস্থ্য সমস্যা হয়, তখনই আমরা তাকে পশু হাসপাতালে নিয়ে আসতে বলি। আমাদের মোবাইল নম্বর সেখানে দেওয়াছিল। বুধবার, ফোন করে বলেছিলাম যে, ওদের কুকুরের রক্তের নমুনা দরকার । ওঁরা অবিলম্বে তা পাঠিয়ে দেয় । তারপর ভৈরবের রক্তে ওই কুকুরটি প্রাণে বেঁচে যায় ৷ আমরাও গর্বিত পোষ্য প্রাণীদের এখানে এই ভাবে চিকিৎসা করাতে পেরে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.