নয়াদিল্লি, 1 মে: কোথা থেকে এসেছে ই-মেল মারফত দিল্লির স্কুলগুলিতে বোমা হামলার হুমকি ৷ তদন্তে নেমে কয়েকঘণ্টার মধ্যেই খোঁজ পেল দিল্লি পুলিশ ৷ বুধবার দিল্লি পুলিশ সূত্র জানা গিয়েছে, 100টি স্কুলে সমস্ত হুমকির ইমেল একই মেল আইডি থেকে পাঠানো হয়েছে । তদন্তকারী সংস্থাগুলি সন্দেহ করছে যে ইমেলগুলি রাশিয়ার একটি সার্ভার থেকে এসেছে । ইমেইলের আইপি অ্যাড্রেস ট্র্যাক করার চেষ্টা চালাচ্ছে তদন্তকারী আধিকারিকরা ৷
দিল্লির লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা বলেছেন, "বুধবার দিল্লির একাধিক স্কুলে বোমা হামলার হুমকি মেল পাঠানো হয়েছে ৷ এই ই-মেলগুলি কোথা থেকে আসছে তার উৎস দিল্লি পুলিশ খুঁজে পেয়েছে। তদন্ত চলছে । অপরাধীদের রেয়াত করা হবে না এবং শান্তি-সম্প্রীতি ব্যাহত করার জন্য তাদের কঠোর শাস্তি দেওয়া হবে ৷"
লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা হুমকি চিঠি পাওয়া স্কুলগুলি পরিদর্শন করেন এদিন ৷ তিনি স্কুল কর্তৃপক্ষকে আশ্বস্ত করে বলেছেন, "খবর পেয়েই দিল্লি পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে এবং বম্ব স্কোয়াড ও ডগ স্কোয়াডকে সঙ্গে নিয়ে স্কুলটি ঘিরে নেয় ৷ স্কুলে তল্লাশি করার পরে তদন্ত শুরু করেছে পুলিশ। স্কুলে যে কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে দিল্লি পুলিশ সম্পূর্ণ সতর্ক ছিল ৷" অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে বলা হয়েছে, বোমা হামলার হুমকিটি ভুয়ো বলে মনে করা হচ্ছে এবং এর ফলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই । দিল্লি এবং নয়ডার পুলিশ জানিয়েছে, স্কুলে তল্লাশি চালিয়ে কিছুই পাওয়া যায়নি।
দিল্লির অন্তত 100টি স্কুলে ই-মেলের মাধ্যমে বোমা হামলার হুমকি আসে ৷ এই ই-মেল পাওয়ার পরে বুধবার সকালে স্কুলের ছাত্র এবং অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ময়ূরবিহারের মাদার মেরি স্কুল, দ্বারকার দিল্লি পাবলিক স্কুল, চাণক্যপুরির সংস্কৃতি স্কুল, বসন্ত কুঞ্জের দিল্লি পাবলিক স্কুল এবং সাকেতের অ্যামিটি স্কুল-সহ বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয় ৷ স্থানীয় থানায় বোমাতঙ্কের হুমকি ই-মেল পাওয়ার বিষয়টি জানানোর পরই স্কুলগুলি খালি করে দেওয়া হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ ৷ বোমা শনাক্তকারী দল, বম্ব স্কোয়াড এবং দিল্লি ফায়ার সার্ভিসের আধিকারিকদের স্কুলগুলিতে পাঠানো হয় ৷ তল্লাশি অভিযানে কিছু মেলেনি বলে জানা গিয়েছে ৷
আরও পড়ুন: