ETV Bharat / bharat

স্বাতী মালিওয়াল হেনস্তাকাণ্ডে পুলিশি জেরার মুখে কেজরিওয়ালের 'অসুস্থ' বাবা-মা - SWATI MALIWAL ASSAULT CASE - SWATI MALIWAL ASSAULT CASE

Police to Interrogate Kejriwal Parents: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷ জানা গিয়েছে, স্বাতী মালিওয়ালকে নিগ্রহ করার ঘটনায় আপের জাতীয় আহ্বায়কের বাবা-মাকে জেরা করবে দিল্লি পুলিশ ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিশ (ছবি সৌজন্য অরবিন্দ কেজরিওয়ালের এক্স হ্যান্ডেল)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 23, 2024, 10:10 AM IST

Updated : May 23, 2024, 1:56 PM IST

নয়াদিল্লি, 23 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছলেন আপ নেতা সঞ্জয় সিং, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, অতিশি ৷ আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্তার মামলায় বৃহস্পতিবার পুলিশ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে ৷ আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালের পরিবারের তরফে দিল্লি পুলিশকে সকাল 11.30 মিনিটে সময় দেওয়া হয়েছে ৷ তবে আজ কথা থাকলেও পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে না বলে জানা গিয়েছে ৷ এর জন্য আপ প্রধান কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যথেচ্ছাচারের অভিযোগ তুলেছেন ৷

এ নিয়ে কেজরিওয়াল সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন ৷ তাতেই তিনি জানিয়েছেন, "বৃহস্পতিবার দিল্লি পুলিশ আমার বৃদ্ধ ও অসুস্থ বাবা-মাকে জিজ্ঞেস করতে আসবে ৷" তবে ঠিক কেন পুলিশ মুখ্যমন্ত্রীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে, তা স্পষ্ট করে জানাননি কেজরিওয়াল ৷ তবে এদিন আপ সাংসদ সঞ্জয় সিং সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করছেন ৷ তা এতটাই যে তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) অরবিন্দ কেজরিওয়ালের অসুস্থ ও বৃদ্ধ বাবা-মাকেও ছাড়ছেন না ৷ পুরো দেশ এবং দিল্লি এর উত্তর দেবে ৷"

বুধবার আম আদমি পার্টির এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকালেও কেজরিওয়াল সোশাল মিডিয়ায় তাঁর মায়ের ছবি পোস্ট করেন ৷ দলের তরফে লেখা হয়, "ইনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মা ৷ সম্প্রতি তিনি কেজরিওয়ালের সঙ্গে প্রভু রামের দর্শন করতে গিয়েছিলেন ৷ দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ৷ তাঁর হাঁটাচলার জন্য কারও সাহায্য প্রয়োজন হয় ৷ আজ স্বৈরাচারী মোদি জিজ্ঞাসাবাদের নামে তাঁদের প্রতারিত করতে পুলিশ পাঠাচ্ছে ৷" আরেক আপ নেতা সঞ্জয় সিং এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করেছেন ৷ তিনিও মুখ্যমন্ত্রীর বৃদ্ধ বাবা-মাকে পুলিশি জেরার জন্য বিজেপিকেই নিশানা করেছেন ৷

এদিকে গত 13 মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্তার অভিযোগ তোলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল ৷ তাঁর অভিযোগ, কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার তাঁকে চড়, লাথি, ঘুষি মেরেছেন ৷ এ নিয়ে তিনি থানায় মামলা দায়ের করেছেন ৷ এরপর 18 মে পুলিশ বিভবকে গ্রেফতার করে ৷ 21 মে, মঙ্গলবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে দিল্লি পুলিশ ৷

আরও পড়ুন:

  1. স্বাতী মালিওয়ালকে হেনস্তার তদন্তে সিট গঠন দিল্লি পুলিশের
  2. 'কেটেছেঁটে মাত্র 50 সেকেন্ডের ফুটেজ সামনে আনা হয়েছে!', প্রমাণ লোপাটের অভিযোগ স্বাতীর
  3. 'আপ'কে চূর্ণ করতে 'অপারেশন ঝাড়ু' শুরু করেছে বিজেপি: কেজরিওয়াল

নয়াদিল্লি, 23 মে: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বাড়ি পৌঁছলেন আপ নেতা সঞ্জয় সিং, দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, গোপাল রাই, অতিশি ৷ আপের রাজ্যসভা সাংসদ স্বাতী মালিওয়ালকে হেনস্তার মামলায় বৃহস্পতিবার পুলিশ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে জানা গিয়েছে ৷ আপের জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালের পরিবারের তরফে দিল্লি পুলিশকে সকাল 11.30 মিনিটে সময় দেওয়া হয়েছে ৷ তবে আজ কথা থাকলেও পুলিশ অরবিন্দ কেজরিওয়ালের বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে না বলে জানা গিয়েছে ৷ এর জন্য আপ প্রধান কেজরিওয়াল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে যথেচ্ছাচারের অভিযোগ তুলেছেন ৷

এ নিয়ে কেজরিওয়াল সোশাল মিডিয়ায় একটি পোস্টও করেছেন ৷ তাতেই তিনি জানিয়েছেন, "বৃহস্পতিবার দিল্লি পুলিশ আমার বৃদ্ধ ও অসুস্থ বাবা-মাকে জিজ্ঞেস করতে আসবে ৷" তবে ঠিক কেন পুলিশ মুখ্যমন্ত্রীর বাবা-মাকে জিজ্ঞাসাবাদ করবে, তা স্পষ্ট করে জানাননি কেজরিওয়াল ৷ তবে এদিন আপ সাংসদ সঞ্জয় সিং সাংবাদিকদের বলেন, "প্রধানমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতিশোধের রাজনীতি করছেন ৷ তা এতটাই যে তিনি (প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি) অরবিন্দ কেজরিওয়ালের অসুস্থ ও বৃদ্ধ বাবা-মাকেও ছাড়ছেন না ৷ পুরো দেশ এবং দিল্লি এর উত্তর দেবে ৷"

বুধবার আম আদমি পার্টির এক্স হ্যান্ডেলে বিষয়টি জানিয়েছিলেন তিনি ৷ বৃহস্পতিবার সকালেও কেজরিওয়াল সোশাল মিডিয়ায় তাঁর মায়ের ছবি পোস্ট করেন ৷ দলের তরফে লেখা হয়, "ইনি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মা ৷ সম্প্রতি তিনি কেজরিওয়ালের সঙ্গে প্রভু রামের দর্শন করতে গিয়েছিলেন ৷ দীর্ঘ দিন ধরেই তিনি অসুস্থ ৷ তাঁর হাঁটাচলার জন্য কারও সাহায্য প্রয়োজন হয় ৷ আজ স্বৈরাচারী মোদি জিজ্ঞাসাবাদের নামে তাঁদের প্রতারিত করতে পুলিশ পাঠাচ্ছে ৷" আরেক আপ নেতা সঞ্জয় সিং এক্স হ্যান্ডেলে এনিয়ে পোস্ট করেছেন ৷ তিনিও মুখ্যমন্ত্রীর বৃদ্ধ বাবা-মাকে পুলিশি জেরার জন্য বিজেপিকেই নিশানা করেছেন ৷

এদিকে গত 13 মে অরবিন্দ কেজরিওয়ালের বাড়িতে হেনস্তার অভিযোগ তোলেন আপের রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়াল ৷ তাঁর অভিযোগ, কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বিভব কুমার তাঁকে চড়, লাথি, ঘুষি মেরেছেন ৷ এ নিয়ে তিনি থানায় মামলা দায়ের করেছেন ৷ এরপর 18 মে পুলিশ বিভবকে গ্রেফতার করে ৷ 21 মে, মঙ্গলবার বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে দিল্লি পুলিশ ৷

আরও পড়ুন:

  1. স্বাতী মালিওয়ালকে হেনস্তার তদন্তে সিট গঠন দিল্লি পুলিশের
  2. 'কেটেছেঁটে মাত্র 50 সেকেন্ডের ফুটেজ সামনে আনা হয়েছে!', প্রমাণ লোপাটের অভিযোগ স্বাতীর
  3. 'আপ'কে চূর্ণ করতে 'অপারেশন ঝাড়ু' শুরু করেছে বিজেপি: কেজরিওয়াল
Last Updated : May 23, 2024, 1:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.