নয়াদিল্লি, 9 মার্চ: রাস্তায় নমাজ পড়ছিলেন কয়েকজন ৷ সেই সময়ে তাদের উপর চড়াও হয় এক পুলিশ আধিকারিক ৷ এইরকমই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ জানা গিয়েছে, এটি ইন্দ্রোলোক এলাকার ঘটনা ৷ শনিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে নিন্দা করা হয়েছে এই ঘটনার ৷
ঘটনার তীব্র নিন্দা করে একটি বিবৃতি দেওয়া হয়েছে ৷ সেখানে সাধারণ নাগরিককে সাম্প্রদায়িক সম্প্রিতি বজায় রাখাতে অনুরোধ করা হয়েছে ৷ এই ঘটনার জন্য পুলিশের পক্ষ থেকে দুঃখপ্রকাশ করা হয়েছে ৷ ইতিমধ্যেই এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন দিল্লি পুলিশের ডিসিপি (নর্থ-ইস্ট) ৷ সেখানেই তিনি বলেন, "উত্তর-পূর্ব জেলার মানুষ সবসময় আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশকে সমর্থন করেছে। আমরা ইন্দরলোকের ঘটনার তীব্রভাবে নিন্দা করছি । সেই সঙ্গে পুলিশকেও কঠোর নির্দেশ দেওয়া হয়েছে, যাতে অভিযুক্ত পুলিশ কর্মীকে চিহ্নিত করা হয়েছে ৷ তাঁর বিরুদ্ধে যথাপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি উল্লখ করেন ৷ পাশাপাশি গুজব না-ছাড়ানোর অনুরোধ করেছেন ৷"
ইতিমধ্যেই ডেপুটি কমিশনার অফ পুলিশ মনোজ কুমার মীনা বলেন," ওই পুলিশ আধিকারিক পুলিশ চৌকির ইনচার্জ ৷ ভাইরাল হওয়া ভিডিয়ো দেখে অভিযুক্ত অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ তাঁর পদ থেকে বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে ৷"
প্রাথমিক জানা গিয়েছে চলতি সপ্তাহে প্রথম দিকে সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয় ৷ সেখানেই দেখা গিয়েছে কয়েকজন ব্যক্তি রাস্তায় নামাজ পড়ছে ৷ সেই সময়েই এক পুলিশ তাঁদের মারধর করে সেখান থেকে হটানোর চেষ্টা করছেন ৷ এরপরই ওই ব্যক্তিদের সঙ্গে সংশ্লষ্ট পুলিশ আধিকারিকের হাতাহাতি হয় ৷ অভিযুক্ত পুলিশ আধিকারিকের নাম মনোজ কুমার তোমার ৷ মাত্র দু‘মাস আগেই তাঁকে সারাই রহিলা পুলিশ স্টেশনে বদলি হয়ে এসেছেন ৷
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লির ইন্দ্রোলোক এলাকায় 3 কোম্পানি প্যারামিলিটারি ফোর্স মোতায়েন কারার কথা উল্লেখ করা হয়েছে ৷ এলাকার শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বৈঠক করা হচ্ছে ৷ পুলিশের যুগ্ম-কমিশনার (উত্তর) পরমাদিত্য (Parmaditya) শনিবার জানান, এলাকা এখন শান্ত আছে ৷ সমস্ত পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে ৷
আরও পড়ুন: