ETV Bharat / bharat

দু’দিনের মাথায় ফের ই-মেলে নাশকতার হুমকি দিল্লির 4 হাসপাতালে - Bomb Threats in Delhi - BOMB THREATS IN DELHI

Bomb Threats in Delhi: নির্বাচনী আবহে ফের একবার নাশকতার হুমকি জাতীয় রাজধানীতে ৷ রবিবারের পর মঙ্গলবার ফের দিল্লির বেশ কয়েকটি হাসপাতালে বোমা রাখা রয়েছে বলে ইমেলে হুমকি দেওয়া হয়েছে ৷ বোমার খোঁজে শুরু হয়েছে তল্লাশি ৷

ETV BHARAT
দিল্লির চারটি হাসপাতালে মঙ্গলবার সকালে নাশকতার হুমকি দিয়ে ইমেল ৷ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 2:33 PM IST

নয়াদিল্লি, 14 মে: আবারও বোমাতঙ্ক দিল্লির হাসপাতালে ৷ এবার চারটি হাসপাতালে নাশকতার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে ৷ যে ঘটনার পর তৎপরতার সঙ্গে ওই চার হাসপাতালে তল্লাশি অভিযান চালানো হয় ৷ যদিও, তদন্তকারীরা এখনও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি ৷ গত রবিবারও একইভাবে ইমেলে দিল্লির কুড়িটি হাসপাতাল, বিমানবন্দর ও উত্তর রেলের সিপিআরও-র অফিসে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল ৷ সেই ঘটনাতেও কোনও কিছু পাওয়া যায়নি ৷

দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, জিটিবি-সহ একাধিক হাসপাতাল থেকে তাদের কাছে ফোন আসে ৷ সেখানে জানানো হয়, কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল এসেছে নাশকতার ৷ সেখানে দাদা দেব হাসপাতাল, হেগড়েওয়ার হাসপাতাল এবং দীপ চন্দ্র বন্ধু হাসপাতাল থেকে একইরকম নাশকতার হুমকি দিয়ে ইমেলের ফোন আসে দমকলের কাছে ৷ খবর পেতেই বম্ব ডিসপোজাল স্কোয়াড, বম্ব ডিটেকশন টিম, দমকল ও পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিকরা হাসপাতালগুলিতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে ৷

দিল্লির দমকল বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ফোনটি আসে সকাল 10টা 45 মিনিটে উত্তর দিল্লির অশোক বিহারের দীপ চন্দ্র বন্ধু হাসপাতাল থেকে ৷ দ্বিতীয় কলটি আসে 10টা 55 মিনিটে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরির দাদা দেব হাসপাতালের ৷ তিননম্বর কল যায় 11টা 1 মিনিটে হেগড়েওয়ার হাসপাতাল পূর্ব দিল্লির ফ্রাস বাজার এলাকা থেকে ৷ আর চতুর্থ কল বেলা 11টা 12 মিনিটে শাহদারার জিটিবি হাসপাতাল থেকে আসে ৷

হেগড়েওয়ার হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ ভিকে শর্মা জানিয়েছেন, "পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালাচ্ছে ৷ আমরাও দুবার তল্লাশি করেছি ৷ এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷" হাসপাতালের একজন চিকিৎসকের কাছে হাসপাতালে বিস্ফোরক থাকার মেইলটি এসেছিল বলে জানান ওই সিকিউরিটি ইনচার্জ ৷

আরও পড়ুন:

  1. নিশানায় বিমানবন্দর-সহ আট হাসপাতাল, রাজধানীতে ফের নাশকতার হুমকি মেইল
  2. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  3. ভোটের একদিন আগে গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক! ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ

নয়াদিল্লি, 14 মে: আবারও বোমাতঙ্ক দিল্লির হাসপাতালে ৷ এবার চারটি হাসপাতালে নাশকতার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছে ৷ যে ঘটনার পর তৎপরতার সঙ্গে ওই চার হাসপাতালে তল্লাশি অভিযান চালানো হয় ৷ যদিও, তদন্তকারীরা এখনও কোনও সন্দেহজনক কিছু খুঁজে পায়নি ৷ গত রবিবারও একইভাবে ইমেলে দিল্লির কুড়িটি হাসপাতাল, বিমানবন্দর ও উত্তর রেলের সিপিআরও-র অফিসে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছিল ৷ সেই ঘটনাতেও কোনও কিছু পাওয়া যায়নি ৷

দিল্লির দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, জিটিবি-সহ একাধিক হাসপাতাল থেকে তাদের কাছে ফোন আসে ৷ সেখানে জানানো হয়, কর্তৃপক্ষের কাছে একটি হুমকি ই-মেল এসেছে নাশকতার ৷ সেখানে দাদা দেব হাসপাতাল, হেগড়েওয়ার হাসপাতাল এবং দীপ চন্দ্র বন্ধু হাসপাতাল থেকে একইরকম নাশকতার হুমকি দিয়ে ইমেলের ফোন আসে দমকলের কাছে ৷ খবর পেতেই বম্ব ডিসপোজাল স্কোয়াড, বম্ব ডিটেকশন টিম, দমকল ও পুলিশের বিভিন্ন বিভাগের আধিকারিকরা হাসপাতালগুলিতে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে ৷

দিল্লির দমকল বিভাগের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম ফোনটি আসে সকাল 10টা 45 মিনিটে উত্তর দিল্লির অশোক বিহারের দীপ চন্দ্র বন্ধু হাসপাতাল থেকে ৷ দ্বিতীয় কলটি আসে 10টা 55 মিনিটে দক্ষিণ-পশ্চিম দিল্লির ডাবরির দাদা দেব হাসপাতালের ৷ তিননম্বর কল যায় 11টা 1 মিনিটে হেগড়েওয়ার হাসপাতাল পূর্ব দিল্লির ফ্রাস বাজার এলাকা থেকে ৷ আর চতুর্থ কল বেলা 11টা 12 মিনিটে শাহদারার জিটিবি হাসপাতাল থেকে আসে ৷

হেগড়েওয়ার হাসপাতালের সিকিউরিটি ইনচার্জ ভিকে শর্মা জানিয়েছেন, "পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালাচ্ছে ৷ আমরাও দুবার তল্লাশি করেছি ৷ এখনও পর্যন্ত সন্দেহজনক কিছু পাওয়া যায়নি ৷" হাসপাতালের একজন চিকিৎসকের কাছে হাসপাতালে বিস্ফোরক থাকার মেইলটি এসেছিল বলে জানান ওই সিকিউরিটি ইনচার্জ ৷

আরও পড়ুন:

  1. নিশানায় বিমানবন্দর-সহ আট হাসপাতাল, রাজধানীতে ফের নাশকতার হুমকি মেইল
  2. দিল্লির 100টি স্কুল উড়িয়ে দেওয়ার হুমকি মেল, বোমাতঙ্ক রাজধানীতে
  3. ভোটের একদিন আগে গুজরাতের একাধিক স্কুলে বোমাতঙ্ক! ঘটনাস্থলে ক্রাইম ব্রাঞ্চ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.