ETV Bharat / bharat

বিজেপি সাংসদ নিশিকান্তের বিরুদ্ধে মহুয়ার আবেদন খারিজ দিল্লি হাইকোর্টে - বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে

Delhi High Court on Mahua Moitra: দিল্লি হাইকোর্ট তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের আবেদন খারিজ করে দিয়েছে । মহুয়া বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহদরয়ের বিরুদ্ধে অবমাননাকর পোস্ট করার অভিযোগ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন ৷

Delhi High Court
দিল্লি হাইকোর্ট
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 4, 2024, 4:42 PM IST

Updated : Mar 4, 2024, 5:04 PM IST

নয়াদিল্লি, 4 মার্চ: দিল্লি হাইকোর্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহদরয়ের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিচারপতি শচীন দত্ত এই আবেদন খারিজ করার নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, "আমি নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছি ৷" মহুয়া মৈত্র নিশিকান্ত দুবে এবং অনন্ত দেহরায়কে অবমাননাকর পোস্ট করা থেকে বিরত রাখার দাবি করেছিলেন আদালতে । আদালত গত বছরের 20 ডিসেম্বর এই মামলার রায় সংরক্ষণ করেছিল ৷ সোমবার সেই মামলার রায় ঘোষণা করে আবেদন খারিজ করে দেওয়া হল ৷

8 ডিসেম্বর 2023 সালে লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করা হয়েছে । মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে ৷ লোকসভার এথিক্স কমিটি অর্থের বিনিময়ে প্রশ্ন করার এই অভিযোগকে সত্যি বলে বিবেচনা করে এবং মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল । এরপরেই সাংসদ পদ হারান এই তৃণমূল নেত্রী ৷

মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ করেন । তাঁর অভিযোগ, মহুয়া ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং আদানি সম্পর্কে লোকসভায় প্রশ্ন করেছিলেন ৷ এমনকী হিরানন্দানির সঙ্গে মহুয়া তাঁর লগ-ইন পাসওয়ার্ডও শেয়ার করেছিলেন বলে অভিযোগ বিজেপি সাংসদের । মহুয়া এই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হন ৷ তিনি দাবি করেন, বিজেপি নেতা নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দেহদরয় তাঁর বিরুদ্ধে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন করার মিথ্যা অভিযোগ করেছেন ।

নিশিকান্ত দুবে 15 অক্টোবর 2023 সালে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছিলেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে । পাশাপাশি আইনজীবী অনন্ত দেহদরয় নিশিকান্ত দুবেকে একটি চিঠি লিখেছিলেন ৷ তাতে জানান, তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন যে মহুয়া মৈত্র হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছেন এবং সংসদে প্রশ্ন করেছেন । আইনজীবী তাঁর অভিযোগের সমর্থনে সিবিআইয়ের কাছে প্রমাণও পেশ করেছিলেন ।

অনন্ত দেহদরয় দাবি করেছিলেন, মহুয়া হিরানন্দানিকে লোকসভার অনলাইন অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছিলেন এবং যেটি হিরানন্দানি তাঁর পছন্দের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য অপব্যবহার করেছিলেন । মহুয়া মৈত্র এই ভিত্তিতে 50 থেকে 61টি প্রশ্ন করেছিলেন । দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করার আগে মহুয়া মৈত্র নিশিকান্ত দুবে, অনন্ত দেহদরয় এবং সংবাদমাধ্যমের সংস্থাগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন । মহুয়া মৈত্র পিটিশনে বলেছিলেন, নিশিকান্ত দুবে এবং অনন্ত দেহদরয় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন ।

আরও পড়ুন:

  1. ইডির বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের মামলা মহুয়ার, রায়দান স্থগিত দিল্লি হাইকোর্টের
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের

নয়াদিল্লি, 4 মার্চ: দিল্লি হাইকোর্ট বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে এবং আইনজীবী অনন্ত দেহদরয়ের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রের দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে ৷ বিচারপতি শচীন দত্ত এই আবেদন খারিজ করার নির্দেশ দিয়েছেন । তিনি বলেন, "আমি নিষেধাজ্ঞার আবেদন খারিজ করে দিয়েছি ৷" মহুয়া মৈত্র নিশিকান্ত দুবে এবং অনন্ত দেহরায়কে অবমাননাকর পোস্ট করা থেকে বিরত রাখার দাবি করেছিলেন আদালতে । আদালত গত বছরের 20 ডিসেম্বর এই মামলার রায় সংরক্ষণ করেছিল ৷ সোমবার সেই মামলার রায় ঘোষণা করে আবেদন খারিজ করে দেওয়া হল ৷

8 ডিসেম্বর 2023 সালে লোকসভা থেকে মহুয়া মৈত্রের সাংসদ পদ বাতিল করা হয়েছে । মহুয়া মৈত্রের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ ওঠে ৷ লোকসভার এথিক্স কমিটি অর্থের বিনিময়ে প্রশ্ন করার এই অভিযোগকে সত্যি বলে বিবেচনা করে এবং মহুয়ার সাংসদ পদ বাতিলের সুপারিশ করেছিল । এরপরেই সাংসদ পদ হারান এই তৃণমূল নেত্রী ৷

মহুয়া মৈত্রের বিরুদ্ধে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ করেন । তাঁর অভিযোগ, মহুয়া ব্যবসায়ী দর্শন হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছিলেন এবং আদানি সম্পর্কে লোকসভায় প্রশ্ন করেছিলেন ৷ এমনকী হিরানন্দানির সঙ্গে মহুয়া তাঁর লগ-ইন পাসওয়ার্ডও শেয়ার করেছিলেন বলে অভিযোগ বিজেপি সাংসদের । মহুয়া এই অভিযোগের ভিত্তিতে আদালতের দ্বারস্থ হন ৷ তিনি দাবি করেন, বিজেপি নেতা নিশিকান্ত দুবে ও আইনজীবী অনন্ত দেহদরয় তাঁর বিরুদ্ধে অর্থ নিয়ে সংসদে প্রশ্ন করার মিথ্যা অভিযোগ করেছেন ।

নিশিকান্ত দুবে 15 অক্টোবর 2023 সালে লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি লিখেছিলেন মহুয়া মৈত্রের বিরুদ্ধে । পাশাপাশি আইনজীবী অনন্ত দেহদরয় নিশিকান্ত দুবেকে একটি চিঠি লিখেছিলেন ৷ তাতে জানান, তিনি সিবিআইয়ের কাছে অভিযোগ করেছেন যে মহুয়া মৈত্র হিরানন্দানির কাছ থেকে টাকা নিয়েছেন এবং সংসদে প্রশ্ন করেছেন । আইনজীবী তাঁর অভিযোগের সমর্থনে সিবিআইয়ের কাছে প্রমাণও পেশ করেছিলেন ।

অনন্ত দেহদরয় দাবি করেছিলেন, মহুয়া হিরানন্দানিকে লোকসভার অনলাইন অ্যাকাউন্টে অ্যাক্সেস দিয়েছিলেন এবং যেটি হিরানন্দানি তাঁর পছন্দের প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য অপব্যবহার করেছিলেন । মহুয়া মৈত্র এই ভিত্তিতে 50 থেকে 61টি প্রশ্ন করেছিলেন । দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করার আগে মহুয়া মৈত্র নিশিকান্ত দুবে, অনন্ত দেহদরয় এবং সংবাদমাধ্যমের সংস্থাগুলিকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন । মহুয়া মৈত্র পিটিশনে বলেছিলেন, নিশিকান্ত দুবে এবং অনন্ত দেহদরয় তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করেছেন ।

আরও পড়ুন:

  1. ইডির বিরুদ্ধে গোপন তথ্য ফাঁসের মামলা মহুয়ার, রায়দান স্থগিত দিল্লি হাইকোর্টের
  2. 'অর্থের বিনিময়ে প্রশ্ন', মহুয়ার প্রাক্তন 'বন্ধু' আইনজীবী জয় অনন্ত দেহদ্রাইকে তলব সিবিআইয়ের
  3. মহুয়া নজরদারি চালাচ্ছেন, 'যুদ্ধ বিপজ্জনক হলেও মাথা নোয়াব না', মন্তব্য প্রাক্তন প্রেমিক জয়ের
Last Updated : Mar 4, 2024, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.