ETV Bharat / bharat

কেজরিওয়ালকে তিনদিনের সিবিআই হেফাজতে পাঠাল আদালত - Arvind Kejriwal

author img

By PTI

Published : Jun 26, 2024, 7:35 PM IST

Updated : Jun 26, 2024, 8:10 PM IST

Arvind Kejriwal: দিল্লির আবগারী দুর্নীতি মামলায় বুধবার সকালে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই ৷ পরে তাঁকে আদালতে পেশ করা হয় ৷ আদালতে সিবিআই দিল্লির মুখ্য়মন্ত্রীকে পাঁচদিনের জন্য হেফাজতে নেওয়ার আবেদন করেছিল ৷ কিন্তু আদালত কেজরিওয়ালকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠিয়েছে ৷

Arvind Kejriwal
অরবিন্দ কেজরিওয়াল (ফাইল ছবি)

নয়াদিল্লি, 26 জুন: আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল দিল্লির আদালত ৷ বুধবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও সিবিআই কেজরিওয়ালকে পাঁচদিনের জন্য হেফাজতে চেয়েছিল ৷ কিন্তু আদালত তিনদিনের হেফাজত মঞ্জুর করেছে ৷

উল্লেখ্য, গত মার্চের শেষের দিকে দিল্লির আবগারী দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ এর পর শুরুতে তিনি ইডি হেফাজতে ছিলেন ৷ তার পর আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় ৷ তাঁকে রাখা হয় দিল্লির তিহাড় জেলে ৷ মে মাসের গোড়ায় ভোটের প্রচারে অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছিল ৷ আদালতের নির্দেশ মতো তিনি আত্মসমর্পণও করেন ৷

যদিও জামিনের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি ৷ গত 20 জুন নিম্ন আদালতে তিনি জামিন পান ৷ পরে দিল্লি হাইকোর্ট সেই জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় ৷ বুধবার সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ৷ তারই মধ্যে একই মামলায় বুধবার তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷

যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ একটি পোস্টে তিনি লিখেছেন, তাঁর স্বামীকে গত 20 জুন আদালত জামিন দেয় ৷ তার পর ইডি সেই নির্দেশের উপর স্থগিতাদেশ নেয় ৷ পরের দিন তাঁকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে সিবিআই গ্রেফতার করে নিল ৷

তাঁর আরও বক্তব্য, ‘‘পুরো ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে যে তিনি (কেজরিওয়াল) জেল থেকে যাতে বেরিয়ে আসতে না পারেন । এটা আইন নয় । এটাই স্বৈরতন্ত্র, এটাই জরুরি অবস্থা ৷’’ আম আদমি পার্টির তরফেও কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় করা একটি পোস্টে আপ কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে ৷ আপের সাংসদ সঞ্জয় সিংয়ের বক্তব্য, এর থেকে বড় জরুরি অবস্থা আর হতে পারে না ৷

সঞ্জয় সিংয়ের আরও দাবি, মাগুন্তা রেড্ডি নামে যাঁর বয়ানের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে, সেই রেড্ডি আগেই কেজরিওয়ালের সঙ্গে কোনও সম্পর্ক না থাকার কথা জানিয়েছিলেন ৷ তাই তাঁর বক্তব্য, মিথ্যা মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টে জামিনের শুনানির ঠিক আগে কেন সিবিআই এই পদক্ষেপ করল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সঞ্জয় সিং এই নিয়ে সরাসরি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে ৷ তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী এবং বিজেপিকে বলতে চাই যে আপনি জরুরি অবস্থা জারি করেছেন । আপনি আমাদের প্রকাশ্যে গুলি করতে পারেন, পুরো দেশ আপনার নোংরা খেলা দেখছে ।"

নয়াদিল্লি, 26 জুন: আম আদমি পার্টির আহ্বায়ক তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনদিনের জন্য সিবিআই হেফাজতে পাঠাল দিল্লির আদালত ৷ বুধবার আদালতের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে ৷ যদিও সিবিআই কেজরিওয়ালকে পাঁচদিনের জন্য হেফাজতে চেয়েছিল ৷ কিন্তু আদালত তিনদিনের হেফাজত মঞ্জুর করেছে ৷

উল্লেখ্য, গত মার্চের শেষের দিকে দিল্লির আবগারী দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) গ্রেফতার করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ৷ এর পর শুরুতে তিনি ইডি হেফাজতে ছিলেন ৷ তার পর আদালত তাঁকে বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দেয় ৷ তাঁকে রাখা হয় দিল্লির তিহাড় জেলে ৷ মে মাসের গোড়ায় ভোটের প্রচারে অংশ নেওয়ার জন্য সুপ্রিম কোর্ট তাঁকে জামিন দিয়েছিল ৷ আদালতের নির্দেশ মতো তিনি আত্মসমর্পণও করেন ৷

যদিও জামিনের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন তিনি ৷ গত 20 জুন নিম্ন আদালতে তিনি জামিন পান ৷ পরে দিল্লি হাইকোর্ট সেই জামিনের নির্দেশে স্থগিতাদেশ দেয় ৷ বুধবার সেই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল ৷ তারই মধ্যে একই মামলায় বুধবার তাঁকে গ্রেফতার করে সিবিআই ৷

যা নিয়ে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল ৷ একটি পোস্টে তিনি লিখেছেন, তাঁর স্বামীকে গত 20 জুন আদালত জামিন দেয় ৷ তার পর ইডি সেই নির্দেশের উপর স্থগিতাদেশ নেয় ৷ পরের দিন তাঁকে অভিযুক্ত হিসেবে দেখিয়ে সিবিআই গ্রেফতার করে নিল ৷

তাঁর আরও বক্তব্য, ‘‘পুরো ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা করছে যে তিনি (কেজরিওয়াল) জেল থেকে যাতে বেরিয়ে আসতে না পারেন । এটা আইন নয় । এটাই স্বৈরতন্ত্র, এটাই জরুরি অবস্থা ৷’’ আম আদমি পার্টির তরফেও কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ করা হয়েছে ৷ সোশাল মিডিয়ায় করা একটি পোস্টে আপ কেন্দ্রের বিরুদ্ধে স্বৈরতন্ত্রের অভিযোগ তুলে সরব হয়েছে ৷ আপের সাংসদ সঞ্জয় সিংয়ের বক্তব্য, এর থেকে বড় জরুরি অবস্থা আর হতে পারে না ৷

সঞ্জয় সিংয়ের আরও দাবি, মাগুন্তা রেড্ডি নামে যাঁর বয়ানের ভিত্তিতে কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে, সেই রেড্ডি আগেই কেজরিওয়ালের সঙ্গে কোনও সম্পর্ক না থাকার কথা জানিয়েছিলেন ৷ তাই তাঁর বক্তব্য, মিথ্যা মামলায় কেজরিওয়ালকে গ্রেফতার করা হয়েছে ৷ সুপ্রিম কোর্টে জামিনের শুনানির ঠিক আগে কেন সিবিআই এই পদক্ষেপ করল, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷

সঞ্জয় সিং এই নিয়ে সরাসরি তোপ দেগেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির বিরুদ্ধে ৷ তিনি বলেন, "আমি প্রধানমন্ত্রী এবং বিজেপিকে বলতে চাই যে আপনি জরুরি অবস্থা জারি করেছেন । আপনি আমাদের প্রকাশ্যে গুলি করতে পারেন, পুরো দেশ আপনার নোংরা খেলা দেখছে ।"

Last Updated : Jun 26, 2024, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.