ETV Bharat / bharat

দিল্লির আদালতে জামিন পেলেন না উমর খালিদ - Umar Khalid - UMAR KHALID

Umar Khalid Bail Plea: দিল্লিতে সংঘর্ষের মামলায় জামিন পেলেন না অভিযুক্ত উমর খালিদ ৷ 2020 সালে দিল্লিতে সংঘর্ষের ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে ৷ ওই বছরের সেপ্টেম্বর থেকে তিনি জেলে বন্দি রয়েছেন ৷

Umar Khalid
উমর খালিদের জামিন নাকচ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 7:00 PM IST

নয়াদিল্লি, 28 মে: জামিন পেলেন না উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত উমর খালিদ ৷ মঙ্গলবার দিল্লির একটি আদালতে তাঁর জামিনের শুনানি হয় ৷ অতিরিক্ত সেশন বিচারিক সমীর বাজপেয়ি খালিদের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ দিল্লি পুলিশ খালিদের বিরুদ্ধে দিল্লিতে দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছে ৷ 2020 সালের সেপ্টেম্বর থেকে তিনি কঠোর ইউএপিএ’র অধীনে জেলে বন্দি রয়েছেন ৷

এদিন আদালতে খালিদের আইনজীবী জানান, দিল্লি পুলিশ তাদের পেশ করা চার্জশিটে এমনভাবে উমর খালিদের নাম উল্লেখ করেছেন, যেন তারা মন্ত্রোচ্চারণ করছেন ৷ চার্জশিটে বারবার তাঁর নাম বলা হয়েছে এবং সেখানে তাঁর নামে একটার পর একটা মিথ্যা কথা বলেছে পুলিশ ৷ তবে এভাবে সত্যি প্রমাণ করা যাবে না ৷ আদালত জামিন দেওয়ার সিদ্ধান্ত নিলে, আদালতকে সব সাক্ষ্য, প্রমাণ, নথি পরীক্ষা করতে হবে ৷ খালিদের আইনজীবী এদিন ভীমা কোরেগাঁও মামলায় বারনন গোনসালভেজ এবং সোমা সেনের জামিন পাওয়ার দৃষ্টান্ত আদালতে তুলে ধরেন ৷ একইভাবে খালিদের জামিনের আবেদন জানান ৷

দিল্লি হিংসার মামলা থেকে রেহাই পেলেন উমর খালিদ, তবে থাকতে হবে জেলেই

এর আগে 10 এপ্রিল খালিদের আইনজীবী এদিন জানিয়েছিলেন, অভিযুক্তের সঙ্গে কারও দেখা করা মানে সন্ত্রাসবাদী কাজ নয় ৷ উমর খালিদের বাবা একটি সাক্ষাৎকার দিয়েছেন বলে খালিদকে জামিন দেওয়ার হবে না, এর কোনও মানে নেই ৷ এমন কোনও প্রমাণ নেই যে সন্ত্রাসবাদী কাজকর্ম সংঘটিত হয়েছিল ৷ তাই উমর খালিদের বিরুদ্ধে আনলফুল অ্যাকটিভিটিস প্রিভেনশন অ্যাক্টের 15 নম্বর ধারা প্রয়োগ করা যায় না ৷

খালিদ কোথাও গোপনে বৈঠক করেছেন, এই তত্ত্বও উড়িয়ে দেন আইনজীবী ৷ তিনি জানান, তদন্তে উঠে এসেছে, উমর খালিদ, তাহির হুসেন এবং খালিদ সইফি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কার্যালয়ে দেখা করেছিলেন ৷ প্রত্যক্ষদর্শী এবং কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করে এটাই উঠে এসেছে ৷

দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ

নয়াদিল্লি, 28 মে: জামিন পেলেন না উত্তর-পূর্ব দিল্লিতে সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত উমর খালিদ ৷ মঙ্গলবার দিল্লির একটি আদালতে তাঁর জামিনের শুনানি হয় ৷ অতিরিক্ত সেশন বিচারিক সমীর বাজপেয়ি খালিদের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ দিল্লি পুলিশ খালিদের বিরুদ্ধে দিল্লিতে দাঙ্গার ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছে ৷ 2020 সালের সেপ্টেম্বর থেকে তিনি কঠোর ইউএপিএ’র অধীনে জেলে বন্দি রয়েছেন ৷

এদিন আদালতে খালিদের আইনজীবী জানান, দিল্লি পুলিশ তাদের পেশ করা চার্জশিটে এমনভাবে উমর খালিদের নাম উল্লেখ করেছেন, যেন তারা মন্ত্রোচ্চারণ করছেন ৷ চার্জশিটে বারবার তাঁর নাম বলা হয়েছে এবং সেখানে তাঁর নামে একটার পর একটা মিথ্যা কথা বলেছে পুলিশ ৷ তবে এভাবে সত্যি প্রমাণ করা যাবে না ৷ আদালত জামিন দেওয়ার সিদ্ধান্ত নিলে, আদালতকে সব সাক্ষ্য, প্রমাণ, নথি পরীক্ষা করতে হবে ৷ খালিদের আইনজীবী এদিন ভীমা কোরেগাঁও মামলায় বারনন গোনসালভেজ এবং সোমা সেনের জামিন পাওয়ার দৃষ্টান্ত আদালতে তুলে ধরেন ৷ একইভাবে খালিদের জামিনের আবেদন জানান ৷

দিল্লি হিংসার মামলা থেকে রেহাই পেলেন উমর খালিদ, তবে থাকতে হবে জেলেই

এর আগে 10 এপ্রিল খালিদের আইনজীবী এদিন জানিয়েছিলেন, অভিযুক্তের সঙ্গে কারও দেখা করা মানে সন্ত্রাসবাদী কাজ নয় ৷ উমর খালিদের বাবা একটি সাক্ষাৎকার দিয়েছেন বলে খালিদকে জামিন দেওয়ার হবে না, এর কোনও মানে নেই ৷ এমন কোনও প্রমাণ নেই যে সন্ত্রাসবাদী কাজকর্ম সংঘটিত হয়েছিল ৷ তাই উমর খালিদের বিরুদ্ধে আনলফুল অ্যাকটিভিটিস প্রিভেনশন অ্যাক্টের 15 নম্বর ধারা প্রয়োগ করা যায় না ৷

খালিদ কোথাও গোপনে বৈঠক করেছেন, এই তত্ত্বও উড়িয়ে দেন আইনজীবী ৷ তিনি জানান, তদন্তে উঠে এসেছে, উমর খালিদ, তাহির হুসেন এবং খালিদ সইফি পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কার্যালয়ে দেখা করেছিলেন ৷ প্রত্যক্ষদর্শী এবং কল ডিটেলস রেকর্ড বিশ্লেষণ করে এটাই উঠে এসেছে ৷

দিল্লি হিংসা মামলায় গ্রেপ্তার উমর খালিদ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.