ETV Bharat / bharat

ইডি'র সমন 'বেআইনি', কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কার্যালয়ে ফের হাজিরা এড়ালেন কেজরিওয়াল

Delhi CM Kejriwal skips ED summon: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ইডি-র তলবে সশরীরে হাজিরা দিলেন না ৷

ETV Bharat
ইডি হাজিরা এড়ালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরিবন্দ কেজরিওয়াল
author img

By ANI

Published : Feb 19, 2024, 10:34 AM IST

Updated : Feb 19, 2024, 9:55 PM IST

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: ইডির কাছে হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আর্থিক প্রতারণা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 19 ফেব্রুয়ারি তাঁকে তলব করেছিল৷ এর সঙ্গে দিল্লির আবগারি দুর্নীতির যোগ রয়েছে ৷ আপ সূত্রে জানা গিয়েছে, আজ আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ইডির কার্যালয়ে যাবেন না ৷ এই তলবকে বেআইনি বলে আখ্যা দিয়েছে আম আদমি পার্টি ৷ দলীয় সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তলব নিয়ে আদালতে মামলা চলছে ৷ ইডি নিজেই আদালতে গিয়েছে ৷ তাই বারবার সমন না পাঠিয়ে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ৷

এর আগে ইডির পাঁচ-পাঁচটি তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্থিক প্রতারণা মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ এই তদন্তের সঙ্গে আবগারি দুর্নীতির যোগাযোগ রয়েছে ৷ কিন্তু প্রতিবারই তিনি কোনও না কোনও কারণ দর্শিয়ে ইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷

প্রথমবার তাঁকে ইডি সমন পাঠিয়েছিল 2023 সালের 30 অক্টোবর ৷ 2 নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু সেবার তিনি এই সমনকে বিজেপির ষড়যন্ত্র বলে দাগিয়ে দেন ৷ মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে যান ৷ দ্বিতীয়বার 21 ডিসেম্বর হাজিরা দেওয়ার কথা থাকলেও কেজরিওয়াল জানান, তিনি বিপাসনা করতে যাচ্ছেন ৷ তাই আসতে পারবেন না ৷

এরপর 2024 সালের 3 জানুয়ারি ইডির কাছে পৌঁছনোর কথা ছিল ৷ এবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল রাজ্য নির্বাচন আর সাধারণতন্ত্র দিবসের উদযাপনের কারণ দর্শিয়ে যাননি ৷ তারপর ফের 18 জানুয়ারি ইডি সমন পাঠায় মুখ্যমন্ত্রীকে ৷ এদিকে ওইদিনই তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান, দলের রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন ৷ এরপরেও ইডি তাঁকে 2 ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ৷ আর এবারও যথারীতি অরবিন্দ কেজরিওয়াল তা এড়িয়ে যান ৷

পঞ্চমবার ইডির সমন এড়ানোর পর ইডি সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ৷ ইডির তলব এড়ানো নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শনিবার কেজরিওয়ালের আইনজীবীরা আদালতে জানান, দিল্লি বিধানসভায় আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে এবং বাজেট অধিবেশনও আছে ৷ তাই অরবিন্দ কেজরিওয়াল ইডির কার্যালয়ে যেতে পারবেন না ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে পারবেন ৷ শনিবার আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে রেহাই দেয় এবং ভিডিয়ো কনফারেন্সের অনুমতি দেয় ৷ কেজরিওয়ালের পক্ষে আইনজীবী ছিলেন রমেশ গুপ্তা ৷ তিনি বিচারককে জানান, এই মামলার পরবর্তী শুনানি 16 মার্চ ৷ সেদিন সশরীরে আদালতে আসবেন অরবিন্দ কেজরিওয়াল ৷

আরও পড়ুন:

  1. বিধানসভায় আস্থা ভোট, ছ'বারে ইডির কাছে ভার্চুয়াল হাজিরা কেজরির
  2. 'বিজেপি শুধু আপ-কে ভয় পায়', কেজরি-বাণে অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের
  3. শনি-সকালে কেজরিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা; অভিযোগ আপের

নয়াদিল্লি, 19 ফেব্রুয়ারি: ইডির কাছে হাজিরা দিলেন না দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ৷ আর্থিক প্রতারণা মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা 19 ফেব্রুয়ারি তাঁকে তলব করেছিল৷ এর সঙ্গে দিল্লির আবগারি দুর্নীতির যোগ রয়েছে ৷ আপ সূত্রে জানা গিয়েছে, আজ আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল ইডির কার্যালয়ে যাবেন না ৷ এই তলবকে বেআইনি বলে আখ্যা দিয়েছে আম আদমি পার্টি ৷ দলীয় সূত্রে খবর, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই তলব নিয়ে আদালতে মামলা চলছে ৷ ইডি নিজেই আদালতে গিয়েছে ৷ তাই বারবার সমন না পাঠিয়ে আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ৷

এর আগে ইডির পাঁচ-পাঁচটি তলব এড়িয়ে গিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আর্থিক প্রতারণা মামলার তদন্তে তাঁকে ডেকে পাঠিয়েছিল ৷ এই তদন্তের সঙ্গে আবগারি দুর্নীতির যোগাযোগ রয়েছে ৷ কিন্তু প্রতিবারই তিনি কোনও না কোনও কারণ দর্শিয়ে ইডি হাজিরা এড়িয়ে গিয়েছেন ৷

প্রথমবার তাঁকে ইডি সমন পাঠিয়েছিল 2023 সালের 30 অক্টোবর ৷ 2 নভেম্বর তাঁকে হাজিরা দিতে বলা হয় ৷ কিন্তু সেবার তিনি এই সমনকে বিজেপির ষড়যন্ত্র বলে দাগিয়ে দেন ৷ মধ্যপ্রদেশে নির্বাচনী প্রচারে যান ৷ দ্বিতীয়বার 21 ডিসেম্বর হাজিরা দেওয়ার কথা থাকলেও কেজরিওয়াল জানান, তিনি বিপাসনা করতে যাচ্ছেন ৷ তাই আসতে পারবেন না ৷

এরপর 2024 সালের 3 জানুয়ারি ইডির কাছে পৌঁছনোর কথা ছিল ৷ এবার আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল রাজ্য নির্বাচন আর সাধারণতন্ত্র দিবসের উদযাপনের কারণ দর্শিয়ে যাননি ৷ তারপর ফের 18 জানুয়ারি ইডি সমন পাঠায় মুখ্যমন্ত্রীকে ৷ এদিকে ওইদিনই তিনি পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবত সিং মান, দলের রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে গোয়ার উদ্দেশ্যে রওনা দেন ৷ এরপরেও ইডি তাঁকে 2 ফেব্রুয়ারি হাজিরা দেওয়ার জন্য সমন পাঠায় ৷ আর এবারও যথারীতি অরবিন্দ কেজরিওয়াল তা এড়িয়ে যান ৷

পঞ্চমবার ইডির সমন এড়ানোর পর ইডি সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ৷ ইডির তলব এড়ানো নিয়ে কেজরিওয়ালের বিরুদ্ধে দিল্লির একটি আদালতে মামলা দায়ের করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ শনিবার কেজরিওয়ালের আইনজীবীরা আদালতে জানান, দিল্লি বিধানসভায় আস্থা ভোট নিয়ে আলোচনা চলছে এবং বাজেট অধিবেশনও আছে ৷ তাই অরবিন্দ কেজরিওয়াল ইডির কার্যালয়ে যেতে পারবেন না ৷ ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে হাজিরা দিতে পারবেন ৷ শনিবার আদালত দিল্লির মুখ্যমন্ত্রীকে রেহাই দেয় এবং ভিডিয়ো কনফারেন্সের অনুমতি দেয় ৷ কেজরিওয়ালের পক্ষে আইনজীবী ছিলেন রমেশ গুপ্তা ৷ তিনি বিচারককে জানান, এই মামলার পরবর্তী শুনানি 16 মার্চ ৷ সেদিন সশরীরে আদালতে আসবেন অরবিন্দ কেজরিওয়াল ৷

আরও পড়ুন:

  1. বিধানসভায় আস্থা ভোট, ছ'বারে ইডির কাছে ভার্চুয়াল হাজিরা কেজরির
  2. 'বিজেপি শুধু আপ-কে ভয় পায়', কেজরি-বাণে অস্বস্তি বাড়ল কংগ্রেস ও ইন্ডিয়া জোটের
  3. শনি-সকালে কেজরিওয়ালের বাড়িতে ক্রাইম ব্রাঞ্চ, মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করার চেষ্টা; অভিযোগ আপের
Last Updated : Feb 19, 2024, 9:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.