নয়াদিল্লি, 27 মে: তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ সাতদিন বাড়ানোর আবেদন জানিয়ে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। মুখ্যমন্ত্রী কেজরিওয়ালকে পিইটি, সিটি স্ক্যান-সহ একাধিক শারীরিক পরীক্ষা করাতে হবে। আর সে কারণেই সাতদিন সময় চেয়েছেন কেজরিওয়াল, এমনটাই আম আদমি পার্টির তরফে জানানো হয়েছে ৷
দিল্লির আবগারি দুর্নীতি কেলেঙ্কারির সঙ্গে যুক্ত একটি মানি লন্ডারিং মামলায় ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছিল ইডি ৷ এরপর আগামী 1 জুন পর্যন্ত তাঁর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ সেই মামলাতেই স্বাস্থ্যগত কারণ দখিয়ে তাঁর অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে আবেদন করেছেন কেজরিওয়াল।
আরও পড়ুন
শীর্ষ আদালত গত 10 মে কেজরিওয়ালের 21 দিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিল ৷ তিনি যাতে লোকসভা নির্বাচনের প্রচার করতে পারেন সে কারণেই তাঁর জামিন মঞ্জুর করেছিল সুপ্রিম কোর্ট। তবে, লেফটেন্যান্ট গভর্নরের অনুমোদন পাওয়ার জন্য একেবারে প্রয়োজনীয় না হলে তাকে তার অফিস বা দিল্লি সচিবালয়ে যেতে এবং অফিসিয়াল ফাইলগুলিতে স্বাক্ষর করতে নিষেধ করেছিল। মুখ্যমন্ত্রী তাঁর নতুন আবেদনে স্বাস্থ্যগত কারণে অন্তর্বর্তী জামিনের মেয়াদ আরও সাত দিন বাড়ানোর আর্জি জানিয়েছেন ৷ কেজরিওয়াল জানিয়েছেন, ইতিমধ্যে তাঁর সাত কেজি ওজন কমে গিয়েছে।
আপ সূত্রে খবর, কেজরিওয়ালের আবেদনে বলা হয়েছে যে, মুখ্যমন্ত্রীকে কিছু মেডিক্যাল পরীক্ষা করাতে হবে ৷ এই কারণে অন্তর্বর্তী জামিন, যা 1 জুন শেষ হচ্ছে তা বাড়ানো হোক। বিষয়টি 2021-22-এর জন্য দিল্লি সরকারের এখন বাতিল করা আবগারি নীতি প্রণয়ন এবং কার্যকর করার ক্ষেত্রে কথিত দুর্নীতি এবং অর্থপাচারের সাথে সম্পর্কিত।
আরও পড়ুন