ETV Bharat / bharat

টার্গেট প্রশান্ত বিহার ! একমাসের মধ্যে ফের বিস্ফোরণ দিল্লিতে - BLAST IN DELHI PRASHANT VIHAR

দিল্লির প্রশান্ত বিহারে আবার বিস্ফোরণের ঘটনা ৷ হতাহতের খবর না মিললেও একমাসের মধ্যে একই এলাকায় বিস্ফোরণ চিন্তা বাড়াচ্ছে পুলিশের ৷

Delhi Blast News
দিল্লির প্রশান্ত বিহারে বিস্ফোরণস্থলের ছবি (এএনআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 2:19 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: রাজধানীতে ফের বিস্ফোরণ ! বৃহস্পতিবার বেলা 11টা 48 মিনিট নাগাদ দিল্লির প্রশান্ত বিহার এলাকায় পিভিআর সিনেমা হলের কাছে একটি বিস্ফোরণ ঘটে ।

জানা গিয়েছে, বড় ধরনের বিস্ফোরণ না-হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও ফায়ার ব্রিগেড । প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের এক মাস পর রাজধানীতে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ।

প্রশান্ত বিহারের ঘটনাস্থলে ইটিভি ভারত (ইটিভি ভারত)

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে যে, আজ বেলা 11টা 48 মিনিটে প্রশান্ত বিহার এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে । ঘটনাস্থলে দ্রতু পৌঁছয় দমকলের ইঞ্জিন । দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, "আমরা সকাল 11.48 মিনিটে প্রশান্ত বিহার এলাকায় একটি বিস্ফোরণের কল পায় । দ্রুত ঘটনাস্থলে চারটি ফায়ার টেন্ডার পাঠানো হয় । আমাদের দল বাকি তথ্য সংগ্রহ করছে ৷"

গত মাসে 22 অক্টোবর প্রশান্ত বিহার এলাকারই সিআরপিএফ স্কুলের কাছে একটি বিস্ফোরণ হয়েছিল ৷ সেই বিস্ফোরণে স্কুলের দেওয়াল এবং আশপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল । ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা সঙ্গে সঙ্গে ঘরবাড়ি ও দোকানপাট থেকে বেরিয়ে আসেন ৷ যদিও তাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ।

প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ । বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ । সেই ঘটনায় রেশ কাটতে না-কাটতেই এক মাসের মধ্যে ফের প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণ ৷ কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

বারবার এই ঘটনায় দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন থেকে কত দূরত্বে কোন বড় অপরাধের ঘটনা ঘটেছে তার একটি পোস্টারও প্রকাশ করেছেন । দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের অপরাধকে ইস্যু করছে আপ।

নয়াদিল্লি, 28 নভেম্বর: রাজধানীতে ফের বিস্ফোরণ ! বৃহস্পতিবার বেলা 11টা 48 মিনিট নাগাদ দিল্লির প্রশান্ত বিহার এলাকায় পিভিআর সিনেমা হলের কাছে একটি বিস্ফোরণ ঘটে ।

জানা গিয়েছে, বড় ধরনের বিস্ফোরণ না-হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দিল্লি পুলিশ ও ফায়ার ব্রিগেড । প্রশান্ত বিহারে সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের এক মাস পর রাজধানীতে দ্বিতীয়বার বিস্ফোরণের ঘটনা ।

প্রশান্ত বিহারের ঘটনাস্থলে ইটিভি ভারত (ইটিভি ভারত)

দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে যে, আজ বেলা 11টা 48 মিনিটে প্রশান্ত বিহার এলাকা থেকে বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে । ঘটনাস্থলে দ্রতু পৌঁছয় দমকলের ইঞ্জিন । দিল্লি ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, "আমরা সকাল 11.48 মিনিটে প্রশান্ত বিহার এলাকায় একটি বিস্ফোরণের কল পায় । দ্রুত ঘটনাস্থলে চারটি ফায়ার টেন্ডার পাঠানো হয় । আমাদের দল বাকি তথ্য সংগ্রহ করছে ৷"

গত মাসে 22 অক্টোবর প্রশান্ত বিহার এলাকারই সিআরপিএফ স্কুলের কাছে একটি বিস্ফোরণ হয়েছিল ৷ সেই বিস্ফোরণে স্কুলের দেওয়াল এবং আশপাশের দোকানগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছিল । ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, বিস্ফোরণের শব্দ শুনে তারা সঙ্গে সঙ্গে ঘরবাড়ি ও দোকানপাট থেকে বেরিয়ে আসেন ৷ যদিও তাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি ।

প্রশান্ত বিহার এলাকায় সিআরপিএফ স্কুলের কাছে বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরক আইনে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ । বিস্ফোরণের তদন্ত করছে এনআইএ । সেই ঘটনায় রেশ কাটতে না-কাটতেই এক মাসের মধ্যে ফের প্রশান্ত বিহার এলাকায় বিস্ফোরণ ৷ কারণ অনুসন্ধানে তদন্ত চালাচ্ছে পুলিশ ৷

বারবার এই ঘটনায় দিল্লির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিশানা করলেন আম আদমি পার্টির জাতীয় আহ্বায়ক ও দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল । তিনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবন থেকে কত দূরত্বে কোন বড় অপরাধের ঘটনা ঘটেছে তার একটি পোস্টারও প্রকাশ করেছেন । দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের অপরাধকে ইস্যু করছে আপ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.