ETV Bharat / bharat

দেশের নিরাপত্তায় সাহসিকতা, বীরত্বের জন্য কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রদান রাষ্ট্রপতির - President Droupadi Murmu - PRESIDENT DROUPADI MURMU

Kirti Chakra and Shaurya Chakra: অসামান্য সাহসিকতার জন্য সিআরপিএফ, জম্মু ও কাশ্মীর পুলিশ, আসাম রাইফেলস, বিশেষ বাহিনী এবং অন্যান্য প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের কীর্তি চক্র এবং শৌর্য চক্র পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ।

Kirti Chakra and Shaurya Chakra
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 6, 2024, 12:43 PM IST

নয়াদিল্লি, 6 জুলাই: দেশের নিরাপত্তায় অসামান্য সাহসিকতা, বীরত্বের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের 6 সদস্যকে কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর 4 জনকে কীর্তি চক্র এবং 2 জনকে শৌর্য চক্রের সম্মানে ভূষিত করেন তিনি ৷ এঁদের প্রত্যেকেই মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয় ৷ এদিন ঔরঙ্গাবাদ, বিহার, শ্রীনগর, জম্মু ও কাশ্মীর এবং বিজাপুর, ছত্তিশগড়ে অপারেশন চলাকালীন ব্যতিক্রমী বীরত্বের জন্য এই 6 জনকে সম্মানিত করা হয় ।

দেশ তথা দেশবাসীর নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যদের সবসময়ই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় । অনেক সময়ই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে হয় আধাসেনা ও পুলিশকর্মীদেরও । বিপদের তোয়াক্কা না করে দেশ ও সমাজের কথা ভেবে তাঁরা যে কাজ করেন, তার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়।

কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্ত :-

গত 2021 সালের 3 এপ্রিল বিজাপুরে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের বীরত্বের জন্য 4 জন সিআরপিএফ সাহসীকে মরণোত্তর কীর্তি চক্রে ভূষিত করা হয়েছে এদিন । 3 এপ্রিল টাররেম থানার অধীনে সিলগার ফরেস্ট এলাকায় 210 কোবরা, 241 বিএন, এবং ছত্তিশগড় পুলিশের কর্মীরা একটি যৌথ মাওবাদী বিরোধী অভিযান শুরু করেন । অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর উপর মাওবাদীরা নির্বিচারে গুলি ও গ্রেনেড দিয়ে হামলা চালায় ৷ তবে সর্বশক্তি দিয়ে তাঁদের কড়া জবাব দেন নিরারত্তাবাহিনীর সদস্যরা ৷ সেই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর 22 জন শহিদ হন ৷

তাঁদের অসাধারণ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ চারজন, শহিদ ইন্সপেক্টর দিলীপ কুমার দাস, শহিদ হেড কনস্টেবল রাজ কুমার যাদব, শহিদ কনস্টেবল বাবলু রাভা এবং শহিদ কনস্টেবল শম্ভু রায়-কে 2023 সালের 15 অগাস্ট মরণোত্তর কীর্তি চক্রে ভূষিত করা হয় । শুক্রবার তাঁদের পরিবারের হাতে সেই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি ৷

শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত :-

2022 সালের 25 ফেব্রুয়ারি ঔরঙ্গাবাদ জেলার মদনপুর থানার অধীনে ছকারবান্ধার জঙ্গলে একটি বিশেষ অভিযান চালায় 205 কোবরা , 47 বিএন সিআরপিএফ এবং বিহার পুলিশের যৌথ বাহিনী ৷ সেইসময় তাঁদের উপর অতর্কীত হামলা চালায় এলাকায় লুকিয়ে থাকা মাওবাদীরা ৷ তবে সাহসিকতার সঙ্গে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান সহকারী কমান্ড্যান্ট বিভোর কুমার সিং ৷ যার ফলে মাওবাদীরা পিছু হটে। ঘটনাস্থলে আইইডি বিস্ফোরণে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও এবং তাঁর বাঁ-পা হারানো সত্ত্বেও লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ তাঁর সেই ব্যতিক্রমী সাহসিকতার জন্য 2023 সালের 15 অগাস্ট সিংকে শৌর্য চক্রের সম্মানে ভূষিত করা হয় । শুক্রবার তাঁর পরিবারের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয় ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে 2021 সালের 19 ডিসেম্বরে হারওয়ান থানার অধীন দরবাগ এলাকায় একটি যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ভ্যালি ক্যাট, সেনাবাহিনী এবং জন্নু-কাশ্মীর পুলিশ ৷ এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিদের নিষ্ক্রিয় করার জন্য একটি হাউস ইন্টারভেনশন টিম (এইচআইটি) গঠন করা হয় । সেইসময় জঙ্গিদের সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে জড়িয়ে পড়েন কনস্টেবল গামিত মুকেশ কুমার এবং তাঁর সহকর্মীরা ৷ লড়াইয়ে গামিত কুমার শহিদ হলেও তাঁর সেই অসামান্য সাহসিকতার জন্য অভিযানে বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় ৷ তাঁর সাহসিকতার জন্য কনস্টেবল গামিত মুকেশ কুমারকে 2023 সালের 15 অগাস্ট শৌর্য চক্রে ভূষিত করা হয় ।

নয়াদিল্লি, 6 জুলাই: দেশের নিরাপত্তায় অসামান্য সাহসিকতা, বীরত্বের জন্য কেন্দ্রীয় রিজার্ভ পুলিশের 6 সদস্যকে কীর্তি চক্র এবং শৌর্য চক্র প্রদান করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ শুক্রবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর 4 জনকে কীর্তি চক্র এবং 2 জনকে শৌর্য চক্রের সম্মানে ভূষিত করেন তিনি ৷ এঁদের প্রত্যেকেই মরণোত্তর সম্মানে সম্মানিত করা হয় ৷ এদিন ঔরঙ্গাবাদ, বিহার, শ্রীনগর, জম্মু ও কাশ্মীর এবং বিজাপুর, ছত্তিশগড়ে অপারেশন চলাকালীন ব্যতিক্রমী বীরত্বের জন্য এই 6 জনকে সম্মানিত করা হয় ।

দেশ তথা দেশবাসীর নিরাপত্তার জন্য সেনাবাহিনীর সদস্যদের সবসময়ই প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করতে হয় । অনেক সময়ই বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন হয়ে হয় আধাসেনা ও পুলিশকর্মীদেরও । বিপদের তোয়াক্কা না করে দেশ ও সমাজের কথা ভেবে তাঁরা যে কাজ করেন, তার স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার দেওয়া হয়।

কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্ত :-

গত 2021 সালের 3 এপ্রিল বিজাপুরে মাওবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে তাঁদের বীরত্বের জন্য 4 জন সিআরপিএফ সাহসীকে মরণোত্তর কীর্তি চক্রে ভূষিত করা হয়েছে এদিন । 3 এপ্রিল টাররেম থানার অধীনে সিলগার ফরেস্ট এলাকায় 210 কোবরা, 241 বিএন, এবং ছত্তিশগড় পুলিশের কর্মীরা একটি যৌথ মাওবাদী বিরোধী অভিযান শুরু করেন । অভিযান চলাকালীন নিরাপত্তাবাহিনীর উপর মাওবাদীরা নির্বিচারে গুলি ও গ্রেনেড দিয়ে হামলা চালায় ৷ তবে সর্বশক্তি দিয়ে তাঁদের কড়া জবাব দেন নিরারত্তাবাহিনীর সদস্যরা ৷ সেই লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর 22 জন শহিদ হন ৷

তাঁদের অসাধারণ সাহসিকতার স্বীকৃতিস্বরূপ চারজন, শহিদ ইন্সপেক্টর দিলীপ কুমার দাস, শহিদ হেড কনস্টেবল রাজ কুমার যাদব, শহিদ কনস্টেবল বাবলু রাভা এবং শহিদ কনস্টেবল শম্ভু রায়-কে 2023 সালের 15 অগাস্ট মরণোত্তর কীর্তি চক্রে ভূষিত করা হয় । শুক্রবার তাঁদের পরিবারের হাতে সেই সম্মান তুলে দেন রাষ্ট্রপতি ৷

শৌর্য চক্র পুরস্কারপ্রাপ্ত :-

2022 সালের 25 ফেব্রুয়ারি ঔরঙ্গাবাদ জেলার মদনপুর থানার অধীনে ছকারবান্ধার জঙ্গলে একটি বিশেষ অভিযান চালায় 205 কোবরা , 47 বিএন সিআরপিএফ এবং বিহার পুলিশের যৌথ বাহিনী ৷ সেইসময় তাঁদের উপর অতর্কীত হামলা চালায় এলাকায় লুকিয়ে থাকা মাওবাদীরা ৷ তবে সাহসিকতার সঙ্গে হামলার বিরুদ্ধে রুখে দাঁড়ান সহকারী কমান্ড্যান্ট বিভোর কুমার সিং ৷ যার ফলে মাওবাদীরা পিছু হটে। ঘটনাস্থলে আইইডি বিস্ফোরণে গুরুতরভাবে আহত হওয়া সত্ত্বেও এবং তাঁর বাঁ-পা হারানো সত্ত্বেও লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ তাঁর সেই ব্যতিক্রমী সাহসিকতার জন্য 2023 সালের 15 অগাস্ট সিংকে শৌর্য চক্রের সম্মানে ভূষিত করা হয় । শুক্রবার তাঁর পরিবারের হাতে সেই পুরস্কার তুলে দেওয়া হয় ৷

গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে 2021 সালের 19 ডিসেম্বরে হারওয়ান থানার অধীন দরবাগ এলাকায় একটি যৌথ সন্ত্রাসবিরোধী অভিযান চালায় ভ্যালি ক্যাট, সেনাবাহিনী এবং জন্নু-কাশ্মীর পুলিশ ৷ এলাকার একটি বাড়িতে লুকিয়ে থাকা জঙ্গিদের নিষ্ক্রিয় করার জন্য একটি হাউস ইন্টারভেনশন টিম (এইচআইটি) গঠন করা হয় । সেইসময় জঙ্গিদের সঙ্গে প্রত্যক্ষ লড়াইয়ে জড়িয়ে পড়েন কনস্টেবল গামিত মুকেশ কুমার এবং তাঁর সহকর্মীরা ৷ লড়াইয়ে গামিত কুমার শহিদ হলেও তাঁর সেই অসামান্য সাহসিকতার জন্য অভিযানে বিশাল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয় ৷ তাঁর সাহসিকতার জন্য কনস্টেবল গামিত মুকেশ কুমারকে 2023 সালের 15 অগাস্ট শৌর্য চক্রে ভূষিত করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.