মুম্বই, 24 অগস্ট: নদীতে বাস ওলটানোর ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 41 ৷ শুক্রবার রাতে সাংবাদিক বৈঠক করে এই তথ্য নিশ্চিত করেছেন মহারাষ্ট্রের মন্ত্রী গিরিশ মহাজন ৷ শুক্রবার সকালে নেপালের তানাহুন জেলায় আনিয়াপাহাড়া মারশিয়াংড়ি নদীতে ভারতীয়দের নিয়ে একটি বাস পড়ে দুর্ঘটনা ঘটে ৷ চালক ও 2 জন খালাসি-সহ বাসটিতে 43 জন যাত্রী ছিলেন, যাঁদের বেশির ভাগই ভারতীয় ৷ মৃতদের মধ্যে 24 জন মহারাষ্ট্রের জলগাঁও জেলার, জানিয়েছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর কার্যালয় ৷ এই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ৷
মন্ত্রী গিরিশ মহাজন সাংবাদিকদের জানান, রাজ্য় সরকার নেপালের সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সবসময় যোগাযোগ রেখে চলছে ৷ উদ্ধার কার্যের জন্য় দিল্লিতে নেপালের দূতাবাসের সঙ্গেও কথা হয়েছে ৷ তিনি বলেন, "নেপালে যাত্রী নিয়ে একটি বাস নদীতে উলটে পড়ে যায় ৷ এই ঘটনায় 41 জনের মৃত্যু হয়েছে ৷ আমরা দিল্লিতে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি ৷ নেপালের সেনাবাহিনী 12 জনকে হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ এই সংখ্যাটা আরও বেশি হতে পারে ৷"
नेपाळमध्ये घडलेल्या दुर्दैवी बस अपघातात जळगाव जिल्ह्यातील २४ नागरिकांचा मृत्यू झाला. या दुःखद घटनेवर मुख्यमंत्री @mieknathshinde यांनी शोक व्यक्त करीत कुटुंबियांप्रती सहवेदना व्यक्त केली आहे. या अपघातातील मृतदेह तातडीने महाराष्ट्रात आणण्यासाठी मुख्यमंत्री श्री. शिंदे यांनी…
— CMO Maharashtra (@CMOMaharashtra) August 23, 2024
সরকারি সূত্রে খবর, বাসটি পোখারা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল ৷ তখনই দুর্ঘটনাটি ঘটে ৷ 16 জন ঘটনাস্থলেই প্রাণ হারান ৷ আহতদের চিকিৎসা চলছে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হসপিটালে ৷ ওই যাত্রীরা 104 জন পুণ্যার্থীদের একটি দলের অংশ ছিলেন ৷ দু'দিন আগে তিনটি বাস নেপালে পৌঁছয় ৷ 10 দিন সেখানে থাকার কথা ছিল ৷
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেও এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন ৷ নেপাল থেকে দেহ ভারতে ফিরিয়ে আনা নিয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলেছেন ৷ এর জন্য উত্তরপ্রদেশের সংশ্লিষ্ট প্রশাসন এবং নেপালের দূতাবাসের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ রাখছেন মহারাষ্ট্রের উচ্চস্তরীয় আধিকারিকরা ৷ মুখ্যমন্ত্রীর কার্যালয় সূত্রে খবর, শনিবার ভারতীয় বায়ুসেনার বিমান 24টি দেহ নেপাল থেকে মহারাষ্ট্রের নাসিকে নিয়ে আসবে ৷ সেখান থেকে সেগুলি পরিবারের হাতে তুলে দেবে সরকার ৷