কোঝিকোড়/মালাপ্পুরম, 21 জুলাই: কেরলে ফের নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল ৷ আজ কোঝিকোড় মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও এক কিশোরের মৃত্যু হয়েছে ৷ 14 বছরের ওই কিশোর নিপা ভাইরাসে সংক্রামিত হওয়ার পর, তার চিকিৎসা চলছিল ৷ জানা গিয়েছে, শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল ৷ ভেন্টিলেশনে থাকা অবস্থায় তার মৃত্যু হয় ৷ উল্লেখ্য, এক বৃদ্ধের শরীরে নিপার সংক্রমণের লক্ষণ দেখা গিয়েছে ৷
রবিবার কেরলের স্বাস্থ্য মন্ত্রী ভিনা জর্জ কিশোরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ৷ তিনি জানিয়েছেন, ওই কিশোরের রক্তচাপ একেবারে কমে গিয়েছিল ৷ এমনকী তাঁর শরীরে অভ্যন্তরীণ রক্তক্ষরণ হচ্ছিল ৷ যার জেরে আজ সকাল 10টা 50 মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার ৷ মন্ত্রী আরও জানান, মালাপ্পুরমের পানডিক্কাড পঞ্চায়েতের বাসিন্দা ওই কিশোরের শরীরে নিপা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল ৷ শনিবার থেকে তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়েছিল ৷
কিন্তু, সবচেয়ে চিন্তার বিষয় হল, মৃত কিশোর 246 জনের সংস্পর্শে এসেছিল ৷ সরকারের তরফে তাঁদের সকলকে চিহ্নিত করা হয়েছে ৷ এই মুহূর্তে পানডিক্কাড এবং আনাক্কায়ম পঞ্চায়েত এলাকায় নজরদারি চালাচ্ছে রাজ্যের স্বাস্থ্য দফতর ৷ যে 246 জনের সংস্পর্শে ওই কিশোর এসেছিল, তাদের সকলকে এখন পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ তার সংস্পর্শে আসা আরেক কিশোরের জ্বর এসেছে ৷ ফলে তাকে এবং তার পরিবারের সকল সদস্যকে আইসোলেশন ওয়ার্ডে পাঠানো হয়েছে ৷ দ্বিতীয় কিশোরের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছে কর্তৃপক্ষ ৷
কেরলে এখনও পর্যন্ত 21 জনের মৃত্যু হয়েছে নিপা ভাইরাসের সংক্রমণে ৷ যা ওই রাজ্যে পঞ্চম সর্বাধিক সংক্রমণে মৃত্যু কোনও বছরে ৷ উল্লেখ্য, 2018 সালে প্রথমবার কোঝিকোড়ে নিপা সংক্রমণে মৃত্যুর খবর সামনে আসে ৷ 2019 সালে পরবর্তী সময়ে কোচিতে নিপার সংক্রমণ মহামারির আকার ধারণ করে ৷ এরপর 2021 ও 2023 সালে কোঝিকোড়েও প্রায় একই পরিস্থিতি তৈরি হয় ৷
অন্যদিকে, মালাপ্পুরমে এক বৃদ্ধের শরীরে নিপা সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে ৷ ওই ব্যক্তিকে আইসোলেশনে রাখার পাশাপাশি, তাঁর রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ৷ পুনের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে সেই নমুনা পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ ৷ তাঁকে মালাপ্পুরম থেকে কোঝিকোড় মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়েছে ৷ সেখানেই ভেন্টিলেশন ওয়ার্ডে রাখা হয়েছে তাঁকে ৷ 68 বছরের ওই বৃদ্ধ প্রথমে মানচেরি মেডিক্যাল কলেজে ভর্তি ছিলেন ৷ চিকিৎসকরা তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন ৷