ETV Bharat / bharat

এখানেই হয় দেশের প্রথম বুথদখল, লোকসভার ভোটের আবহে তাজা 66 বছরের আগের ক্ষত

Country's First Booth Loot: লোকসভা নির্বাচনের আবহে আবারও তাজা হল দেশের প্রথম বুথদখলের ঘটনা । কোথায় কবে তা হয়েছিল ? ঠিক কী হয়েছিল ? জানতে প্রতিবেদনটি পড়ুন।

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 14, 2024, 7:21 PM IST

ETV BHARAT
ETV BHARAT

বেগুসরাই, 14 মার্চ: দেশজুড়ে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে ৷ পাড়ার মোড়ে মোড়ে চলছে ভোট নিয়ে চর্চা ৷ লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, বারবার আলোচিত হয় বেগুসরাইয়ের একটি ঘটনা, যেখানে প্রথমবার বুথদখলের ঘটনা ঘটেছিল ৷ 66 বছর আগে, অর্থাৎ 1957 সালের বিধানসভা নির্বাচনের এই ঘটনা এখনও গণতন্ত্রের অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে ৷

কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির আধিপত্য: তখন বেগুসরাইয়ে কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির আধিপত্য ছিল । 1952 সালের প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস বেগুসরাই বিধানসভা আসন থেকে জয়লাভ করে ৷ কিন্তু 1956 সালে কংগ্রেস বিধায়কের মৃত্যুর পর সে বছরই উপনির্বাচনে কমিউনিস্ট পার্টির চন্দ্রশেখর সিং সবাইকে পরাজিত করে আসনটি দখল করেন ।

কংগ্রেস-কমিউনিস্ট পার্টি ফের মুখোমুখি: 1957 সালের বিধানসভা নির্বাচনে আবারও কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির লড়াই হয় ৷ সরযুগ সিং কংগ্রেসের টিকিটে নির্বাচনী ময়দানে ছিলেন, উলটো দিকে ছিলেন বাম বিধায়ক চন্দ্রশেখর প্রসাদ সিং । উভয় প্রার্থীই জোরদার প্রচার চালান ৷

কাছাড়ি টোলে তৈরি হয় রচিয়াহী বুথ: বেগুসরাই শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রচিয়াহী, যেখানে আগে কাছাড়ি টোল ছিল । এই কাছারি টোলে রামদিরি থেকে সিমরিয়া পর্যন্ত বাসিন্দাদের জমির রশিদ দেওয়া হয় । 1957 সালের বিধানসভা নির্বাচনের জন্য এখানে একটি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল । কাছারি টোলের এই বুথে রাচিয়াহী ছাড়াও তিন গ্রামের মানুষ ভোট দিতে আসতেন ।

1957 সালে প্রথমবার বুথদখল: বলা হয়, ভোটের দিন রাচিয়াহী, মাছা, রাজাপুর ও আকাশপুর গ্রামের মানুষ ভোট দিতে আসার সময় হঠাৎ অস্ত্রে সজ্জিত 20 জন দুষ্কৃতী রাজাপুর ও মাছা গ্রামের ভোটারদের রাস্তাতেই হত্যা করে । এরপর বুথে উপস্থিত কয়েকজন ভোটারকে তাড়া করা হয় । এই ঘটনায় অপরপক্ষ প্রতিবাদ করলে তুমুল সংঘর্ষ হয় । এই সময় এক পক্ষ বুথ দখল করে প্রচুর জাল ভোট দেয় ।

কংগ্রেস প্রার্থী সরযুগের বিরুদ্ধে অভিযোগ: সেই সময় ভোটকেন্দ্রগুলিতে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না বা এমন কোনও সংস্থা ছিল না যেখানে অভিযোগ করা যেতে পারে । ঘটনার পরদিনই গোটা ঘটনা মানুষ জানতে পারে । এরপরই সারা দেশে বুথজ্যাম নিয়ে আলোচনা শুরু হয় । স্থানীয় লোকজনের মতে, যারা বুথ দখল করেছে তারা কংগ্রেস প্রার্থী সরযুগ প্রসাদ সিংয়ের সমর্থক । সরযুগ প্রসাদ সিং-ই এই নির্বাচনে জয়ী হন ।

মাফিয়া ডন কাকা কামদেব বুথদখল করেন: রাচিয়াহী গ্রামের প্রবীণরা 1957 সালের বুথ লুটপাটের ঘটনা স্মরণ করে বলেন যে, কীভাবে দেশে প্রথমবার বুথ লুট করা হয়েছিল এবং জাল ভোট দেওয়া হয়েছিল । গ্রামের প্রবীণ রামজি জানান, "কংগ্রেস প্রার্থী সরযুগ প্রসাদ এবং এলাকার মাফিয়া কামদেব সিংয়ের মধ্যে জোট হয়েছিল । সারযুগের নির্দেশে কামদেব সিং ব্যালট বাক্স লুট করে বুথ দখল করেন।"

গণতন্ত্রের জন্য নতুন চ্যালেঞ্জ - বুথ দখল: বেগুসরাইয়ের রাচিয়াহী কাছারি টোলে ঘটে যাওয়া ঘটনা গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । সেবারই বুথদখলের কথা মানুষ প্রথম শুনল । এরপর বিহার ও দেশের অন্যান্য জায়গায় অনেক নেতা বুথ দখলের এই ফর্মুলার ভিত্তিতে জয়ী হয় ৷

বেগুসরাইয়ের মানুষ কী বলছে: বেগুসরাইয়ের মানুষ এখনও এই ঘটনা ভুলতে পারেনি ৷ অনেকে মনে করেন, গণতান্ত্রিক মূল্যবোধের দেশ হিসেবে পরিচিত ভারতে বেগুসরাইয়ের ঘটনা গণতন্ত্রের কলঙ্ক ৷ প্রতিবার নির্বাচন এলেই আলোচনা হয় । ওই ঘটনার পর একাধিক নির্বাচন হলেও রাচিয়াহীতে বুথ দখলের কোনও ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন:

  1. দমদমে সুজন-যাদবপুরে সৃজন, 14 নতুন মুখ নিয়ে 16 আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
  2. ইস্তফার পরদিনই তৃণমূল প্রার্থী, কর্মজীবন পক্ষপাতদুষ্ট ? কী বলছেন প্রাক্তন আইপিএস অফিসার
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী

বেগুসরাই, 14 মার্চ: দেশজুড়ে 2024 সালের লোকসভা নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে ৷ পাড়ার মোড়ে মোড়ে চলছে ভোট নিয়ে চর্চা ৷ লোকসভা হোক বা বিধানসভা নির্বাচন, বারবার আলোচিত হয় বেগুসরাইয়ের একটি ঘটনা, যেখানে প্রথমবার বুথদখলের ঘটনা ঘটেছিল ৷ 66 বছর আগে, অর্থাৎ 1957 সালের বিধানসভা নির্বাচনের এই ঘটনা এখনও গণতন্ত্রের অন্ধকার অধ্যায় হিসেবে রয়ে গিয়েছে ৷

কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির আধিপত্য: তখন বেগুসরাইয়ে কংগ্রেস ও কমিউনিস্ট পার্টির আধিপত্য ছিল । 1952 সালের প্রথম বিধানসভা নির্বাচনে কংগ্রেস বেগুসরাই বিধানসভা আসন থেকে জয়লাভ করে ৷ কিন্তু 1956 সালে কংগ্রেস বিধায়কের মৃত্যুর পর সে বছরই উপনির্বাচনে কমিউনিস্ট পার্টির চন্দ্রশেখর সিং সবাইকে পরাজিত করে আসনটি দখল করেন ।

কংগ্রেস-কমিউনিস্ট পার্টি ফের মুখোমুখি: 1957 সালের বিধানসভা নির্বাচনে আবারও কংগ্রেস এবং কমিউনিস্ট পার্টির লড়াই হয় ৷ সরযুগ সিং কংগ্রেসের টিকিটে নির্বাচনী ময়দানে ছিলেন, উলটো দিকে ছিলেন বাম বিধায়ক চন্দ্রশেখর প্রসাদ সিং । উভয় প্রার্থীই জোরদার প্রচার চালান ৷

কাছাড়ি টোলে তৈরি হয় রচিয়াহী বুথ: বেগুসরাই শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে রচিয়াহী, যেখানে আগে কাছাড়ি টোল ছিল । এই কাছারি টোলে রামদিরি থেকে সিমরিয়া পর্যন্ত বাসিন্দাদের জমির রশিদ দেওয়া হয় । 1957 সালের বিধানসভা নির্বাচনের জন্য এখানে একটি ভোটকেন্দ্র তৈরি করা হয়েছিল । কাছারি টোলের এই বুথে রাচিয়াহী ছাড়াও তিন গ্রামের মানুষ ভোট দিতে আসতেন ।

1957 সালে প্রথমবার বুথদখল: বলা হয়, ভোটের দিন রাচিয়াহী, মাছা, রাজাপুর ও আকাশপুর গ্রামের মানুষ ভোট দিতে আসার সময় হঠাৎ অস্ত্রে সজ্জিত 20 জন দুষ্কৃতী রাজাপুর ও মাছা গ্রামের ভোটারদের রাস্তাতেই হত্যা করে । এরপর বুথে উপস্থিত কয়েকজন ভোটারকে তাড়া করা হয় । এই ঘটনায় অপরপক্ষ প্রতিবাদ করলে তুমুল সংঘর্ষ হয় । এই সময় এক পক্ষ বুথ দখল করে প্রচুর জাল ভোট দেয় ।

কংগ্রেস প্রার্থী সরযুগের বিরুদ্ধে অভিযোগ: সেই সময় ভোটকেন্দ্রগুলিতে কোনও নিরাপত্তা ব্যবস্থা ছিল না বা এমন কোনও সংস্থা ছিল না যেখানে অভিযোগ করা যেতে পারে । ঘটনার পরদিনই গোটা ঘটনা মানুষ জানতে পারে । এরপরই সারা দেশে বুথজ্যাম নিয়ে আলোচনা শুরু হয় । স্থানীয় লোকজনের মতে, যারা বুথ দখল করেছে তারা কংগ্রেস প্রার্থী সরযুগ প্রসাদ সিংয়ের সমর্থক । সরযুগ প্রসাদ সিং-ই এই নির্বাচনে জয়ী হন ।

মাফিয়া ডন কাকা কামদেব বুথদখল করেন: রাচিয়াহী গ্রামের প্রবীণরা 1957 সালের বুথ লুটপাটের ঘটনা স্মরণ করে বলেন যে, কীভাবে দেশে প্রথমবার বুথ লুট করা হয়েছিল এবং জাল ভোট দেওয়া হয়েছিল । গ্রামের প্রবীণ রামজি জানান, "কংগ্রেস প্রার্থী সরযুগ প্রসাদ এবং এলাকার মাফিয়া কামদেব সিংয়ের মধ্যে জোট হয়েছিল । সারযুগের নির্দেশে কামদেব সিং ব্যালট বাক্স লুট করে বুথ দখল করেন।"

গণতন্ত্রের জন্য নতুন চ্যালেঞ্জ - বুথ দখল: বেগুসরাইয়ের রাচিয়াহী কাছারি টোলে ঘটে যাওয়া ঘটনা গণতন্ত্রের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় । সেবারই বুথদখলের কথা মানুষ প্রথম শুনল । এরপর বিহার ও দেশের অন্যান্য জায়গায় অনেক নেতা বুথ দখলের এই ফর্মুলার ভিত্তিতে জয়ী হয় ৷

বেগুসরাইয়ের মানুষ কী বলছে: বেগুসরাইয়ের মানুষ এখনও এই ঘটনা ভুলতে পারেনি ৷ অনেকে মনে করেন, গণতান্ত্রিক মূল্যবোধের দেশ হিসেবে পরিচিত ভারতে বেগুসরাইয়ের ঘটনা গণতন্ত্রের কলঙ্ক ৷ প্রতিবার নির্বাচন এলেই আলোচনা হয় । ওই ঘটনার পর একাধিক নির্বাচন হলেও রাচিয়াহীতে বুথ দখলের কোনও ঘটনা ঘটেনি ।

আরও পড়ুন:

  1. দমদমে সুজন-যাদবপুরে সৃজন, 14 নতুন মুখ নিয়ে 16 আসনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের
  2. ইস্তফার পরদিনই তৃণমূল প্রার্থী, কর্মজীবন পক্ষপাতদুষ্ট ? কী বলছেন প্রাক্তন আইপিএস অফিসার
  3. 'কঠিন নয়, যাদবপুরের লড়াই মর্যাদার'; প্রচারে সফরসঙ্গী ইটিভি ভারতকে বললেন সায়নী
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.