ETV Bharat / bharat

হাওড়া-মুম্বই রুটে আগেও একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ, দেখে নিন একনজরে - Howrah Mumbai Train Accident

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 30, 2024, 2:01 PM IST

Howrah Mumbai rail route accidents: মঙ্গলবার হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে ৷ তবে এর আগেও এরকম একাধিক প্রাণঘাতী রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ ৷ তার মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ৷ হাওড়া-মুম্বই রুট-সহ পশ্চিমবঙ্গের এরকম কিছু ট্রেন দুর্ঘটনা ফিরে দেখল ইটিভি ভারত ৷

Train Accident
ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ (ইটিভি ভারত)

কলকাতা, 30 জুলাই: ফের দুর্ঘটনার কবলে ট্রেন ৷ মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-মুম্বই মেলের 18টি বগি ৷ এই ঘটনায় কমপক্ষে দু'জনের মৃত্যু ও অনেকে আহত হয়েছেন ৷ এখনও উদ্ধার কাজ চলছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে নিহত ও আহতের সংখ্যা ৷ তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়া-মুম্বই রেল রুটে একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ ৷ যাতে প্রাণ গিয়েছে শতাধিক যাত্রীর ৷

  • 9 জুন 2023: গত বছর 9 জুন বিলাসপুরে মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে হাওড়া-মুম্বই রেল পথে পরিষেবা ব্যাহত হয় । বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছিল ৷ যার জেরে হাওড়া-মুম্বই রুটের বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করতে হয় ৷
  • 15 নভেম্বর 2021: মালগাড়ি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল । চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের অধীনে ঝাড়সুগুড়ায় ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছিল ।
  • 10 জুন 2018: মহারাষ্ট্রের নাসিক জেলায় মুম্বই-হাওড়া মেলের তিনটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । রাত আনুমানিক 2টোর দিকে ইগতপুরী রেল স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছিল । লাইনচ্যুত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি ।
  • 28 মে, 2010: হাওড়া-মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পশ্চিমবঙ্গে লাইনচ্যুত হয়ে যায় ৷ অভিযোগ করা হয়েছিল, মাওবাদীরা রেলওয়ে ট্র্যাকের একটি অংশ সরিয়ে দিয়েছিল । যার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ উলটো দিক থেকে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে এসে ধাক্কা মেরেছিল । এই ঘটনায় মোট 141 জনের মৃত্যু হয়েছিল এবং 180 জনেরও বেশি লোক আহত হয়েছিলেন ।
  • 26 অক্টোবর, 1994: ভোরবেলা মুম্বই-হাওড়া মেলের স্লিপার কোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ এই দুর্গটনায় 27 জনের মৃত্যু হয়েছিল ৷ লোটাপাহাড় এবং চক্রধরপুর রেলওয়ে স্টেশনের মাঝে রাত 2টো 51মিনিট নাগার ঘটে এই দুর্ঘটনাটি ।

পশ্চিমবঙ্গে কিছু উল্লেখযোগ্য ট্রেন দুর্ঘটনা

  • 17 জুন, 2024: দুর্ঘটনার কবলে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটে বগি মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় ৷ এই ঘটনায় কমপক্ষে 15 জন যাত্রীর মৃত্যু এবং 60 জন আহত হন ।
  • 13 জানুয়ারি, 2022: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের 12টি বগি 13 জানুয়ারি সন্ধ্যায় উত্তরবঙ্গের নিউ দোমোহানি এবং নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে গিয়েছিল । 9 জনের মৃত্যু এবং 45 জনেরও বেশি আহত হয়েছিলেন । লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে 1053 জন যাত্রী ছিলেন ।
  • 22 অক্টোবর, 2017: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এবং খিরাই রেলওয়ে স্টেশনের মধ্যে একটি শহরতলির ট্রেন পেছন থেকে অন্য একটি লোকাল ট্রেনকে ধাক্কা মারে ৷ অন্তত দশজন আহত হয় এই ঘটনায় । বালিচক থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ডাউন মেদিনীপুর-হাওড়া ট্রেনকে ধাক্কা মারে ৷ মেদিনীপুর-হাওড়া ট্রেনটি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের কাছে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল ।
  • 6 ডিসেম্বর, 2016: আলিপুরদুয়ারের অন্তর্গত সমুক্তলা রোড স্টেশনে 13248 আপ রাজেন্দ্র নগর –গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি কোচ (একটি এসএলআর এবং একটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ) লাইনচ্যুত হয়ে যায় ৷ কমপক্ষে দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন ।
  • 31 জুলাই, 2011: মালদা জেলার জামিরঘাটার কাছে গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেসের 10টি বগি এবং একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ তাতে কমপক্ষে একজন নিহত এবং 50 জন আহত হন ।
  • 19 জুলাই, 2010: শিয়ালদাগামী নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে পিছন থেকে ভাগালোপুর-রাঁচি বনচল এক্সপ্রেসকে ধাক্কা মারে ৷ এই ঘটনায় কমপক্ষে 67 জন নিহত এবং 121 জন আহত হন ।
  • 28 মে, 2010: খেমাশুলি এবং সারডিহা স্টেশনের মধ্যে 2010 ইউপি হাওড়া-কুরলা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের 13টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ একটি মালগাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ধাক্কা মেরেছিল ৷ এতে 140 জন নিহত হন ।
  • 9 ডিসেম্বর, 2007: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মধ্যে নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেলের 14টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ তাতে একজন নিহত এবং 55 জন আহত হন । প্যান্ট্রি কারে একটি দেহ পাওয়া গিয়েছিল ।
  • 20 নভেম্বর, 2006: জলপাইগুড়ি জেলার বেলাকোবা রেলওয়ে স্টেশনে 618-ডাউন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে শক্তিশালী বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় 8 জন যাত্রী নিহত এবং 60 জন আহত হন ৷
  • 25 নভেম্বর, 2005: সম্বলপুর এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে খড়গপুর-হাওড়া লোকাল ট্রেনের গার্ড-সহ কমপক্ষে 26 জন আহত হন । পাঁশকুড়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে ৷
  • 13 ফেব্রুয়ারি, 2005: আলিপুরদুর নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন একটি বরযাত্রীর গাড়িতে ধাক্কা মারে ৷ এই ঘটনায় কমপক্ষে 11 জন নিহত এবং 8 জন আহত হন । নিউ জলপাইগুড়ি থেকে 70 কিলোমিটার পূর্বে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল ৷
  • 6 নভেম্বর, 2004: 106-ডিএন লালগোলা প্যাসেঞ্জারের ট্রেনের একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনাটি ঘটেছি নদিয়া জেলার বীরাঙ্গার স্টেশনের কাছে ৷ এই ঘটনায় 55 জন যাত্রী আহত হন ৷
  • 2 অগস্ট, 1999: গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র মেল ট্রেন এবং নয়াদিল্লি থেকে আসা অবধ-অসম এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয় । গাইসাল স্টেশনে গভীর রাতের দিকে এই ঘটনা ঘটেছিল ৷ দুর্ঘটনায় 285 জনের মৃত্যু এবং 600 জনের বেশি আহত হন ।
  • 20 এপ্রিল, 1961: দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে গুলমা এবং সিভোকের মধ্যে ঘোড়ামারা সেতুতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ প্রায় 90 জন নিহত এবং প্রায় 60 জন গুরুতর আহত হয় এই ঘটনায় ।

ADSI রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত 10 বছরের রেল দুর্ঘটনার তথ্য:

বছর ঘটনা আহত মৃত্যু
2013 2784 552783
201428952062702
201527261822545
201626901922509
20172723372687
20182756342722
20192876442832
20201505611444
202124251462282
202222212861935

কলকাতা, 30 জুলাই: ফের দুর্ঘটনার কবলে ট্রেন ৷ মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে লাইনচ্যুত হয়ে যায় হাওড়া-মুম্বই মেলের 18টি বগি ৷ এই ঘটনায় কমপক্ষে দু'জনের মৃত্যু ও অনেকে আহত হয়েছেন ৷ এখনও উদ্ধার কাজ চলছে ৷ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পেতে পারে নিহত ও আহতের সংখ্যা ৷ তবে এই প্রথম নয়, এর আগেও হাওড়া-মুম্বই রেল রুটে একাধিক ট্রেন দুর্ঘটনার সাক্ষী থেকেছে দেশ ৷ যাতে প্রাণ গিয়েছে শতাধিক যাত্রীর ৷

  • 9 জুন 2023: গত বছর 9 জুন বিলাসপুরে মালগাড়ির একটি ওয়াগন লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে হাওড়া-মুম্বই রেল পথে পরিষেবা ব্যাহত হয় । বিলাসপুর রেলওয়ে স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছিল ৷ যার জেরে হাওড়া-মুম্বই রুটের বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করতে হয় ৷
  • 15 নভেম্বর 2021: মালগাড়ি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ এর ফলে হাওড়া-মুম্বই রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়েছিল । চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের অধীনে ঝাড়সুগুড়ায় ভোরে এই দুর্ঘটনাটি ঘটেছিল ।
  • 10 জুন 2018: মহারাষ্ট্রের নাসিক জেলায় মুম্বই-হাওড়া মেলের তিনটি বগি লাইনচ্যুত হয়ে গিয়েছিল । রাত আনুমানিক 2টোর দিকে ইগতপুরী রেল স্টেশনের কাছে এই ঘটনাটি ঘটেছিল । লাইনচ্যুত হওয়ার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি ।
  • 28 মে, 2010: হাওড়া-মুম্বই লোকমান্য তিলক টার্মিনাস জ্ঞানেশ্বরী এক্সপ্রেস পশ্চিমবঙ্গে লাইনচ্যুত হয়ে যায় ৷ অভিযোগ করা হয়েছিল, মাওবাদীরা রেলওয়ে ট্র্যাকের একটি অংশ সরিয়ে দিয়েছিল । যার ফলে এই দুর্ঘটনা ঘটে ৷ উলটো দিক থেকে আসা একটি মালগাড়ি লাইনচ্যুত হয়ে যাওয়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে এসে ধাক্কা মেরেছিল । এই ঘটনায় মোট 141 জনের মৃত্যু হয়েছিল এবং 180 জনেরও বেশি লোক আহত হয়েছিলেন ।
  • 26 অক্টোবর, 1994: ভোরবেলা মুম্বই-হাওড়া মেলের স্লিপার কোটে আগুন লাগার ঘটনা ঘটেছিল ৷ এই দুর্গটনায় 27 জনের মৃত্যু হয়েছিল ৷ লোটাপাহাড় এবং চক্রধরপুর রেলওয়ে স্টেশনের মাঝে রাত 2টো 51মিনিট নাগার ঘটে এই দুর্ঘটনাটি ।

পশ্চিমবঙ্গে কিছু উল্লেখযোগ্য ট্রেন দুর্ঘটনা

  • 17 জুন, 2024: দুর্ঘটনার কবলে পড়ে নিউ জলপাইগুড়ি থেকে শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস । দার্জিলিং জেলার শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটে বগি মালগাড়ির ধাক্কায় লাইনচ্যুত হয়ে যায় ৷ এই ঘটনায় কমপক্ষে 15 জন যাত্রীর মৃত্যু এবং 60 জন আহত হন ।
  • 13 জানুয়ারি, 2022: বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের 12টি বগি 13 জানুয়ারি সন্ধ্যায় উত্তরবঙ্গের নিউ দোমোহানি এবং নিউ ময়নাগুড়ি রেলওয়ে স্টেশনের মাঝে লাইনচ্যুত হয়ে গিয়েছিল । 9 জনের মৃত্যু এবং 45 জনেরও বেশি আহত হয়েছিলেন । লাইনচ্যুত হওয়ার সময় ট্রেনটিতে 1053 জন যাত্রী ছিলেন ।
  • 22 অক্টোবর, 2017: পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া এবং খিরাই রেলওয়ে স্টেশনের মধ্যে একটি শহরতলির ট্রেন পেছন থেকে অন্য একটি লোকাল ট্রেনকে ধাক্কা মারে ৷ অন্তত দশজন আহত হয় এই ঘটনায় । বালিচক থেকে হাওড়াগামী লোকাল ট্রেন ডাউন মেদিনীপুর-হাওড়া ট্রেনকে ধাক্কা মারে ৷ মেদিনীপুর-হাওড়া ট্রেনটি পাঁশকুড়া রেলওয়ে স্টেশনের কাছে সিগন্যালের জন্য অপেক্ষা করছিল ।
  • 6 ডিসেম্বর, 2016: আলিপুরদুয়ারের অন্তর্গত সমুক্তলা রোড স্টেশনে 13248 আপ রাজেন্দ্র নগর –গুয়াহাটি ক্যাপিটাল এক্সপ্রেসের ইঞ্জিন এবং দুটি কোচ (একটি এসএলআর এবং একটি সাধারণ দ্বিতীয় শ্রেণির কোচ) লাইনচ্যুত হয়ে যায় ৷ কমপক্ষে দুই ব্যক্তি নিহত এবং ছয়জন আহত হন ।
  • 31 জুলাই, 2011: মালদা জেলার জামিরঘাটার কাছে গুয়াহাটি-ব্যাঙ্গালোর এক্সপ্রেসের 10টি বগি এবং একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ তাতে কমপক্ষে একজন নিহত এবং 50 জন আহত হন ।
  • 19 জুলাই, 2010: শিয়ালদাগামী নিউ কোচবিহার-শিয়ালদা উত্তরবঙ্গ এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে পিছন থেকে ভাগালোপুর-রাঁচি বনচল এক্সপ্রেসকে ধাক্কা মারে ৷ এই ঘটনায় কমপক্ষে 67 জন নিহত এবং 121 জন আহত হন ।
  • 28 মে, 2010: খেমাশুলি এবং সারডিহা স্টেশনের মধ্যে 2010 ইউপি হাওড়া-কুরলা জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের 13টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ একটি মালগাড়ি এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিতে ধাক্কা মেরেছিল ৷ এতে 140 জন নিহত হন ।
  • 9 ডিসেম্বর, 2007: নিউ জলপাইগুড়ি স্টেশনের কাছে রাঙাপানি এবং নিজবাড়ি স্টেশনের মধ্যে নয়াদিল্লিগামী ব্রহ্মপুত্র মেলের 14টি বগি লাইনচ্যুত হয়ে যায় ৷ তাতে একজন নিহত এবং 55 জন আহত হন । প্যান্ট্রি কারে একটি দেহ পাওয়া গিয়েছিল ।
  • 20 নভেম্বর, 2006: জলপাইগুড়ি জেলার বেলাকোবা রেলওয়ে স্টেশনে 618-ডাউন হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেনের একটি বগিতে শক্তিশালী বিস্ফোরণ হয় ৷ এই ঘটনায় 8 জন যাত্রী নিহত এবং 60 জন আহত হন ৷
  • 25 নভেম্বর, 2005: সম্বলপুর এক্সপ্রেসের সঙ্গে সংঘর্ষে খড়গপুর-হাওড়া লোকাল ট্রেনের গার্ড-সহ কমপক্ষে 26 জন আহত হন । পাঁশকুড়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে ৷
  • 13 ফেব্রুয়ারি, 2005: আলিপুরদুর নিউ জলপাইগুড়ি যাত্রীবাহী ট্রেন একটি বরযাত্রীর গাড়িতে ধাক্কা মারে ৷ এই ঘটনায় কমপক্ষে 11 জন নিহত এবং 8 জন আহত হন । নিউ জলপাইগুড়ি থেকে 70 কিলোমিটার পূর্বে একটি লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনাটি ঘটেছিল ৷
  • 6 নভেম্বর, 2004: 106-ডিএন লালগোলা প্যাসেঞ্জারের ট্রেনের একটি মালগাড়ির সঙ্গে সংঘর্ষ হয় । দুর্ঘটনাটি ঘটেছি নদিয়া জেলার বীরাঙ্গার স্টেশনের কাছে ৷ এই ঘটনায় 55 জন যাত্রী আহত হন ৷
  • 2 অগস্ট, 1999: গুয়াহাটি থেকে ব্রহ্মপুত্র মেল ট্রেন এবং নয়াদিল্লি থেকে আসা অবধ-অসম এক্সপ্রেসের মধ্যে সংঘর্ষ হয় । গাইসাল স্টেশনে গভীর রাতের দিকে এই ঘটনা ঘটেছিল ৷ দুর্ঘটনায় 285 জনের মৃত্যু এবং 600 জনের বেশি আহত হন ।
  • 20 এপ্রিল, 1961: দার্জিলিং জেলার শিলিগুড়ির কাছে গুলমা এবং সিভোকের মধ্যে ঘোড়ামারা সেতুতে একটি ট্রেন লাইনচ্যুত হয়ে যায় ৷ প্রায় 90 জন নিহত এবং প্রায় 60 জন গুরুতর আহত হয় এই ঘটনায় ।

ADSI রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে গত 10 বছরের রেল দুর্ঘটনার তথ্য:

বছর ঘটনা আহত মৃত্যু
2013 2784 552783
201428952062702
201527261822545
201626901922509
20172723372687
20182756342722
20192876442832
20201505611444
202124251462282
202222212861935
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.