ETV Bharat / bharat

সর্বদলীয় বৈঠকে বিরোধীদের ডেপুটি স্পিকার পদ দেওয়ার দাবি কংগ্রেসের - All Party Meeting - ALL PARTY MEETING

Lok Sabha Deputy Speaker's Position: বিরোধীদের জন্য ছেড়ে দেওয়া হোক লোকসভার ডেপুটি স্পিকারের পদ ৷ সর্বদলীয় বৈঠকে এমনটাই দাবি জানাল কংগ্রেস ৷ গত মাসে লোকসভার স্পিকার পদে দ্বিতীয়বারের জন্য নির্বাচিত হয়েছেন বিজেপির ওম বিড়লা ৷

All Party Meeting
বিরোধীদের জন্য লোকসভার ডেপুটি স্পিকারের পদের দাবি কংগ্রেসের (ছবি সৌজন্যে: সংবাদসংস্থা এএনআই)
author img

By PTI

Published : Jul 21, 2024, 6:00 PM IST

নয়াদিল্লি, 21 জুলাই: সংসদের দুটি কক্ষে অধিবেশন শুরুর আগে রবিবার ছিল সর্বদলীয় বৈঠক ৷ এই বৈঠকে বিরোধীদের জন্য লোকসভার ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার দাবি জানাল কংগ্রেস ৷ এর পাশাপাশি এ দিনের বৈঠকে হাত শিবিরের তরফে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় পেপার ফাঁসের বিষয়টিও তুলে ধরা হয়েছে ৷

সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু দুই কক্ষে সুষ্ঠুভাবে অধিবেশন পরিচালনার জন্য প্রতিটি দলের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন । তবে বিরোধীদের সংসদে সমস্যা উত্থাপন করার অনুমতি দেওয়া উচিত । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেণ রিজিজু জানান, 44টি দলের 55 জন নেতা সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন ৷ যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে । তিনি বলেন, "সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকার ও বিরোধী দলের সম্মিলিত দায়িত্ব। সরকার নির্ধারিত নিয়ম মেনে সংসদে যে কোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ।"

রবিবারের সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এ দিনের বৈঠকে গত অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার সময় বিরোধীদের ক্রমাগত বিক্ষোভের কথা উল্লেখ করেছেন তিনি ৷ রাজনাথ বলেন, "এই জাতীয় ঘটনা সংসদে হওয়া উচিত নয় ।"

পাশাপাশি এ দিনের বৈঠকে ওয়াইএসআর কংগ্রেস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে তাদের দলের নেতাদের টিডিপি সরকার টার্গেট করছে। এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানায় তারা । অন্ধ্রপ্রদেশে অনাচার হচ্ছে দাবি করে ওয়াইএসআর কংগ্রেস বলে, রাষ্ট্রপতি শাসনই একমাত্র এই সমস্যার সমাধান ।

নয়াদিল্লি, 21 জুলাই: সংসদের দুটি কক্ষে অধিবেশন শুরুর আগে রবিবার ছিল সর্বদলীয় বৈঠক ৷ এই বৈঠকে বিরোধীদের জন্য লোকসভার ডেপুটি স্পিকারের পদ ছেড়ে দেওয়ার দাবি জানাল কংগ্রেস ৷ এর পাশাপাশি এ দিনের বৈঠকে হাত শিবিরের তরফে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পরীক্ষায় পেপার ফাঁসের বিষয়টিও তুলে ধরা হয়েছে ৷

সূত্রের খবর, সর্বদলীয় বৈঠকে কংগ্রেস সাংসদ গৌরব গগৈ বলেছেন, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু দুই কক্ষে সুষ্ঠুভাবে অধিবেশন পরিচালনার জন্য প্রতিটি দলের কাছ থেকে সহযোগিতা চেয়েছেন । তবে বিরোধীদের সংসদে সমস্যা উত্থাপন করার অনুমতি দেওয়া উচিত । বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিরেণ রিজিজু জানান, 44টি দলের 55 জন নেতা সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছিলেন ৷ যেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে । তিনি বলেন, "সংসদ সুষ্ঠুভাবে পরিচালনা করা সরকার ও বিরোধী দলের সম্মিলিত দায়িত্ব। সরকার নির্ধারিত নিয়ম মেনে সংসদে যে কোনও বিষয়ে আলোচনা করতে প্রস্তুত ।"

রবিবারের সর্বদলীয় বৈঠকে সভাপতিত্ব করেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৷ এ দিনের বৈঠকে গত অধিবেশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তৃতার সময় বিরোধীদের ক্রমাগত বিক্ষোভের কথা উল্লেখ করেছেন তিনি ৷ রাজনাথ বলেন, "এই জাতীয় ঘটনা সংসদে হওয়া উচিত নয় ।"

পাশাপাশি এ দিনের বৈঠকে ওয়াইএসআর কংগ্রেস জানিয়েছে, অন্ধ্রপ্রদেশে তাদের দলের নেতাদের টিডিপি সরকার টার্গেট করছে। এ বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি জানায় তারা । অন্ধ্রপ্রদেশে অনাচার হচ্ছে দাবি করে ওয়াইএসআর কংগ্রেস বলে, রাষ্ট্রপতি শাসনই একমাত্র এই সমস্যার সমাধান ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.