ETV Bharat / bharat

কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় চমক, লোকসভায় লড়বেন কমলনাথ-গেহলতের ছেলে - Lok Sabha Elections 2024

Congress Releases 2nd List: দ্বিতীয় দফায় 43 জন প্রার্থীর নাম জানিয়ে দিল কংগ্রেস ৷ তালিকায় রয়েছেন কমলনাথের পুত্র নকুল নাথ ও অশোক গেহলতের ছেলে বৈভব গেহলত ৷

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Mar 12, 2024, 7:10 PM IST

Updated : Mar 12, 2024, 8:01 PM IST

নয়াদিল্লি, 12 মার্চ: প্রথম দফায় 39 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস ৷ চারদিন পরেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল দল ৷ দ্বিতীয় পর্যায়েও প্রার্থী তালিকায় একাধিক চমক রেখেছে শতাব্দীপ্রাচীন দল ৷ প্রার্থীপদে নাম রয়েছে তিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেদের নাম ৷

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে লড়বেন কমলনাথের ছেলে নকুল নাথ ৷ অশোক গেহলতের ছেলে বৈভব গেহলতকে কংগ্রেস প্রার্থী করেছে ঝালোর কেন্দ্রে ৷ অসমে প্রার্থী হয়েছেন তরুণ গগৌয়ের ছেলে গৌরব গগৌ ৷ 43 জন ঘোষিত প্রার্থীর মধ্যে অসমের 13, মধ্যপ্রদেশের 10, রাজস্থানের 3, গুজরাতের 7 ও উত্তরাখণ্ডের 3 প্রার্থী ছাড়াও দমন ও দিউয়ের এক প্রার্থী রয়েছেন ৷

সোমবার মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠকে বসেছিল কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটির সদস্যরা ৷ বৈঠকে গুজরাত, রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউয়ের মোট 60টি কেন্দ্র নিয়ে আলোচনা হয় । তারপরেই সাংবাদিক সম্মেলন করে এদিন 43 প্রার্থীর নাম জানাল কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল ৷

নজরে কারা ?

  • মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে লড়বেন নকুল নাথ ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে ৷
  • রাজস্থানের ঝালোর থেকে ‘হাত’ শিবিরের প্রার্থী অশোক গেহলতের ছেলে বৈভব গেহলত ৷
  • রাজস্থানে চুরুতে কংগ্রেস প্রার্থী করেছে রাহুল কাসওয়ানকে ৷ দিনকয়েক আগে শিবির বদলে বিজেপি থেকে কংগ্রেসে এসেছেন রাহুল ৷
  • লোকসভায় কংগ্রেসের সহ-দলনেতা গৌরব গগৌ দাঁড়িয়েছেন অসমের জোরহাট কেন্দ্রে ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত তরুণ গগৌয়ের ছেলে ৷ নগাঁও থেকে লড়বেন প্রদ্যুৎ বরদলৌই ৷

অন্যদিকে, 'বিতর্কিত' নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর দিনেই দ্বিতীয় দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও ৷ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সাত রাজ্যের 90টি আসনে প্রার্থীতালিকা চূড়ান্ত হয়েছে ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দফায় চূড়ান্ত বিজেপি'র 90 জনের প্রার্থীতালিকা, আজই ঘোষণা !
  2. প্রার্থী ঘোষণার আগেই মোদি-দিদিকে নিয়ে দেওয়ালে বামেদের বঙ্গচিত্র
  3. পশ্চিমবঙ্গের সব আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, ইন্ডিয়া জোটকে কটাক্ষ বিজেপি'র

নয়াদিল্লি, 12 মার্চ: প্রথম দফায় 39 জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল কংগ্রেস ৷ চারদিন পরেই দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল দল ৷ দ্বিতীয় পর্যায়েও প্রার্থী তালিকায় একাধিক চমক রেখেছে শতাব্দীপ্রাচীন দল ৷ প্রার্থীপদে নাম রয়েছে তিন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলেদের নাম ৷

মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে লড়বেন কমলনাথের ছেলে নকুল নাথ ৷ অশোক গেহলতের ছেলে বৈভব গেহলতকে কংগ্রেস প্রার্থী করেছে ঝালোর কেন্দ্রে ৷ অসমে প্রার্থী হয়েছেন তরুণ গগৌয়ের ছেলে গৌরব গগৌ ৷ 43 জন ঘোষিত প্রার্থীর মধ্যে অসমের 13, মধ্যপ্রদেশের 10, রাজস্থানের 3, গুজরাতের 7 ও উত্তরাখণ্ডের 3 প্রার্থী ছাড়াও দমন ও দিউয়ের এক প্রার্থী রয়েছেন ৷

সোমবার মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে বৈঠকে বসেছিল কংগ্রেসের জাতীয় নির্বাচন কমিটির সদস্যরা ৷ বৈঠকে গুজরাত, রাজস্থান, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অসম এবং কেন্দ্রশাসিত অঞ্চল দমন ও দিউয়ের মোট 60টি কেন্দ্র নিয়ে আলোচনা হয় । তারপরেই সাংবাদিক সম্মেলন করে এদিন 43 প্রার্থীর নাম জানাল কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল ৷

নজরে কারা ?

  • মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা থেকে লড়বেন নকুল নাথ ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথের ছেলে ৷
  • রাজস্থানের ঝালোর থেকে ‘হাত’ শিবিরের প্রার্থী অশোক গেহলতের ছেলে বৈভব গেহলত ৷
  • রাজস্থানে চুরুতে কংগ্রেস প্রার্থী করেছে রাহুল কাসওয়ানকে ৷ দিনকয়েক আগে শিবির বদলে বিজেপি থেকে কংগ্রেসে এসেছেন রাহুল ৷
  • লোকসভায় কংগ্রেসের সহ-দলনেতা গৌরব গগৌ দাঁড়িয়েছেন অসমের জোরহাট কেন্দ্রে ৷ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রয়াত তরুণ গগৌয়ের ছেলে ৷ নগাঁও থেকে লড়বেন প্রদ্যুৎ বরদলৌই ৷

অন্যদিকে, 'বিতর্কিত' নাগরিকত্ব সংশোধনী আইন লাগুর দিনেই দ্বিতীয় দফার প্রার্থীতালিকা চূড়ান্ত করে ফেলেছে বিজেপিও ৷ কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে সাত রাজ্যের 90টি আসনে প্রার্থীতালিকা চূড়ান্ত হয়েছে ৷

আরও পড়ুন:

  1. দ্বিতীয় দফায় চূড়ান্ত বিজেপি'র 90 জনের প্রার্থীতালিকা, আজই ঘোষণা !
  2. প্রার্থী ঘোষণার আগেই মোদি-দিদিকে নিয়ে দেওয়ালে বামেদের বঙ্গচিত্র
  3. পশ্চিমবঙ্গের সব আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল, ইন্ডিয়া জোটকে কটাক্ষ বিজেপি'র
Last Updated : Mar 12, 2024, 8:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.