সিমলা, 29 ফেব্রুয়ারি: শিয়রে লোকসভা ভোট ৷ ফলে তার আগে কোনও ঝুঁকি নিতে নারাজ কংগ্রেস নেতৃত্ব ৷ বুধবার সুখবিন্দর সিং সুখু নিজেই জানিয়েছিলেন, ইস্তফা দিচ্ছেন না তিনি ৷ একইসঙ্গে জানিয়েছিলেন, দল থেকে তাঁকে ইস্তফা দেওয়ার কোনও নির্দেশও দেওয়া হয়নি ৷ হিমাচলের মুখ্যমন্ত্রী বলেন, "স্পষ্ট করে দিতে চাই, আমি কোনওরকম ইস্তফা দিইনি ৷ আমি যোদ্ধা। আমি সাধারণ পরিবারের সেই ছেলেটা যে লড়াই করতে জানে ৷ লড়াই করেই জয় ছিনিয়ে নিতে হয় ৷" 24 ঘণ্টা পরে সুখুর সেই দাবিতেই কার্যত সিলমোহর দিয়েছেন হিমাচল প্রদেশের সংকট মোকাবিলার জন্য নিযুক্ত কংগ্রেস পর্যবেক্ষকরা ৷
সূত্রের খবর, আসন্ন লোকসভা নির্বাচন পর্যন্ত সুখুকেই মুখ্যমন্ত্রী হিসাবে বজায় রাখার সুপারিশ করেছেন পর্যবেক্ষকরা ৷ জানা গিয়েছে, দলের বর্ষীয়ান নেতা ভূপিন্দর সিং হুডা এবং ডি কে শিবকুমার কংগ্রেস হাইকমান্ডের কাছে তাঁদের প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছেন । সূত্র মারফত জানা গিয়েছে, ওই রিপোর্টে পর্যবেক্ষকরা সুখুর বিরুদ্ধে বিধায়ক ও মন্ত্রীদের মধ্যে ‘অসন্তোষ’ রয়েছে জানালেও, নির্বাচন পর্যন্ত তাঁকেই মুখ্যমন্ত্রী রাখার সুপারিশ করেছেন ৷ ৷ যদিও চূড়ান্ত সিদ্ধান্ত নেতৃত্বের উপরেই ছেড়ে দিয়েছেন তাঁরা ।
একই সঙ্গে, ছয় ‘বিদ্রোহী’ বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন । বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে কংগ্রেসের জাতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়া হবে । বুধবার ডিকে শিবকুমার এবং ভূপিন্দর সিং হুডা-সহ অন্যান্য পর্যবেক্ষকরা বাসভবনে মুখ্যমন্ত্রী সুখুর সঙ্গে দেখা করেন। উপস্থিত ছিলেন ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল এবং রাজ্যের কংগ্রেস নেতা ও বিধায়করাও । তারপর বৃহস্পতিবার সকালেই 6 জন কংগ্রেস বিধায়কের বিধায়ক পদ খারিজ করে দিয়েছেন বিধানসভার অধ্যক্ষ কুলদীপ সিং পাঠানিয়া ৷ যে ছ'জন বিধায়কের পদ খারিজ করা হয়েছে, তাঁরা হলেন সুধীর শর্মা, রাজেন্দ্র রানা, দেবেন্দ্র ভুট্টো, ইন্দ্রদত্ত লক্ষণপাল, রবি ঠাকুর, চৈতন্য শর্মা ।
68 সদস্যের হিমাচল বিধানসভায় ম্যাজিক ফিগার 35 ৷ 2022 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস পেয়েছিল 40টি আসন ৷ বিজেপির বিধায়ক ছিলেন 25 জন । বাকি তিনটি আসন নির্দলদের দখলে । ছয় বিধায়কের পদ খারিজ হওয়ায় মোট বিধায়কের সংখ্যা 68 থেকে 62-এ নেমে এসেছে ৷ ফলে ম্যাজিক ফিগার দাঁড়িয়েছে 32 । এই মুহূর্তে কংগ্রেসের হাতে রয়েছে 34 জন বিধায়ক ৷ নির্দল বিধায়কদের সমর্থনে বিজেপির পক্ষে বিধায়ক সংখ্যা 28 । ফলে দোলাচলে হিমাচলের ভাগ্য ৷
আরও পড়ুন: