ETV Bharat / bharat

'স্বচ্ছ-অবাধ নির্বাচন হলে বিজেপি 240 টি আসন পেত না', মার্কিন মুলুকে দাবি রাহুলের - Rahul Gandhi on Lok Sabha Election

author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 10, 2024, 6:28 PM IST

Updated : Sep 10, 2024, 6:35 PM IST

Rahul Gandhi in Washington: মার্কিন সফরে গিয়ে লোকসভা নির্বাচন নিয়ে ক্ষোভ উগরে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তাঁর অভিযোগ, দেশে স্বচ্ছ ও অবাধ নির্বাচন হয়নি ৷ তবে প্রধানমন্ত্রীর মনের জোর কংগ্রেস ভেঙে দিতে পেরেছে বলে দাবি প্রাক্তন সভাপতির।

Rahul Gandhi US Visit
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিরোধী দলনেতা রাহুল গান্ধি (ইটিভি ভারত)

ওয়াশিংটন, 10 সেপ্টেম্বর: ভারতের শাসক জোটের মনোবল একেবারে ভেঙে পড়েছে ৷ মার্কিন সফরে গিয়ে স্থানীয় সময় সোমবার আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এমনটাই বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

এদিন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধি বলেন, "এটা শুধু প্রধানমন্ত্রীর বিষয় নয়, তার থেকেও গভীর ৷ যে জোট নরেন্দ্র মোদিকে ক্ষমতায় এনেছিল, তা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ৷ একেবারে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে ৷ তাই আসন্ন সমস্ত নির্বাচনেই বিজেপিকে সংগ্রাম করতে দেখা যাবে ৷ কারণ মানুষের জন্য সরকার চালানোর প্রাথমিক ধারণাই মোদি এখন আর মানেন না ৷"

রাহুলের অভিযোগ, অষ্টাদশ লোকসভা নির্বাচন স্বচ্ছ ছিল না ৷ তাঁর কথায়., "এটা স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন ছিল না ৷ আমি যা দেখেছি, তাতে এই নির্বাচনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ আমার বিশ্বাস হয় না যে এই নির্বাচন নিরপেক্ষ হলে বিজেপি 240টি আসনে জয়ী হত ৷ নির্বাচনের নেপথ্যে প্রচুর টাকার খেলা রয়েছে ৷" রায়বরেলির কংগ্রেস সাংসদ আরও দাবি করেন, " বিজেপি ও তাদের জোট দলগুলি যা চেয়েছে নির্বাচন কমিশন তাই করেছে ৷ পুরো প্রচারটাই এমনভাবে হয়েছিল, যাতে মোদি সারা ভারতে তাঁর এজেন্ডা প্রচার করতে পারেন ৷"

নির্বাচনের আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে রাহুল গান্ধি বলেন, "কংগ্রেস পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই অবস্থায় কংগ্রেস নির্বাচনে লড়েছে ৷ এত প্রতিকূলতার মধ্যেও মোদির মধ্যে থাকা ভাবনাকে গুঁড়িয়ে দিতে পেরেছে কংগ্রেস ৷ আপনারাও তা দেখতে পাবেন । নিজের ভাবনার জালেই আবদ্ধ হয়ে গিয়েছেন মোদি ৷ কিছুতেই বুঝতে পারছেন না, কীকরে এই ফল হল ৷"

একটি প্রশ্নের উত্তরে রাহুল জানান, প্রধানমন্ত্রী অর্ধেক প্রচার করে বুঝতে পারছিলেন 300-400 আসন জেতা সম্ভব নয় ৷ রাহুলের কথায়, "মোদি বুঝতে পারছিলেন কিছু একটা ভুল হচ্ছে ৷ আমরা নিয়মিত সূত্র থেকে সেই খবর পাচ্ছিলাম। "

রাহুল গান্ধি আরও বলেন, "আমরা জানতাম, যখন তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, তিনি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলেন তখনই বুঝে গিয়েছি যে, আসলে আমরা তাঁকে ছিন্নভিন্ন করে দিয়েছি ৷ মনের জোর আর নেই ৷ লোকে ভাবছে, এই আমাদের প্রধানমন্ত্রী, 'আমি বিশেষ, আমি স্বতন্ত্র, এবং আমি ভগবানের সঙ্গে কথা বলি'৷ আমরা কিন্তু সেভাবে বিষয়টাকে দেখিনি ৷ আমরা বুঝতে পারছিলাম তিনি মানসিক দিক দিয়ে তিনি ভেঙে পড়েছেন ৷"

ওয়াশিংটন, 10 সেপ্টেম্বর: ভারতের শাসক জোটের মনোবল একেবারে ভেঙে পড়েছে ৷ মার্কিন সফরে গিয়ে স্থানীয় সময় সোমবার আমেরিকার জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এমনটাই বললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷

এদিন বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা দেওয়ার সময় রাহুল গান্ধি বলেন, "এটা শুধু প্রধানমন্ত্রীর বিষয় নয়, তার থেকেও গভীর ৷ যে জোট নরেন্দ্র মোদিকে ক্ষমতায় এনেছিল, তা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে ৷ একেবারে আড়াআড়ি বিভাজন হয়ে গিয়েছে ৷ তাই আসন্ন সমস্ত নির্বাচনেই বিজেপিকে সংগ্রাম করতে দেখা যাবে ৷ কারণ মানুষের জন্য সরকার চালানোর প্রাথমিক ধারণাই মোদি এখন আর মানেন না ৷"

রাহুলের অভিযোগ, অষ্টাদশ লোকসভা নির্বাচন স্বচ্ছ ছিল না ৷ তাঁর কথায়., "এটা স্বচ্ছ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন ছিল না ৷ আমি যা দেখেছি, তাতে এই নির্বাচনকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে ৷ আমার বিশ্বাস হয় না যে এই নির্বাচন নিরপেক্ষ হলে বিজেপি 240টি আসনে জয়ী হত ৷ নির্বাচনের নেপথ্যে প্রচুর টাকার খেলা রয়েছে ৷" রায়বরেলির কংগ্রেস সাংসদ আরও দাবি করেন, " বিজেপি ও তাদের জোট দলগুলি যা চেয়েছে নির্বাচন কমিশন তাই করেছে ৷ পুরো প্রচারটাই এমনভাবে হয়েছিল, যাতে মোদি সারা ভারতে তাঁর এজেন্ডা প্রচার করতে পারেন ৷"

নির্বাচনের আগে কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ৷ সেই প্রসঙ্গ উত্থাপন করে রাহুল গান্ধি বলেন, "কংগ্রেস পার্টির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ সেই অবস্থায় কংগ্রেস নির্বাচনে লড়েছে ৷ এত প্রতিকূলতার মধ্যেও মোদির মধ্যে থাকা ভাবনাকে গুঁড়িয়ে দিতে পেরেছে কংগ্রেস ৷ আপনারাও তা দেখতে পাবেন । নিজের ভাবনার জালেই আবদ্ধ হয়ে গিয়েছেন মোদি ৷ কিছুতেই বুঝতে পারছেন না, কীকরে এই ফল হল ৷"

একটি প্রশ্নের উত্তরে রাহুল জানান, প্রধানমন্ত্রী অর্ধেক প্রচার করে বুঝতে পারছিলেন 300-400 আসন জেতা সম্ভব নয় ৷ রাহুলের কথায়, "মোদি বুঝতে পারছিলেন কিছু একটা ভুল হচ্ছে ৷ আমরা নিয়মিত সূত্র থেকে সেই খবর পাচ্ছিলাম। "

রাহুল গান্ধি আরও বলেন, "আমরা জানতাম, যখন তিনি (প্রধানমন্ত্রী) বলছেন, তিনি সরাসরি ভগবানের সঙ্গে কথা বলেন তখনই বুঝে গিয়েছি যে, আসলে আমরা তাঁকে ছিন্নভিন্ন করে দিয়েছি ৷ মনের জোর আর নেই ৷ লোকে ভাবছে, এই আমাদের প্রধানমন্ত্রী, 'আমি বিশেষ, আমি স্বতন্ত্র, এবং আমি ভগবানের সঙ্গে কথা বলি'৷ আমরা কিন্তু সেভাবে বিষয়টাকে দেখিনি ৷ আমরা বুঝতে পারছিলাম তিনি মানসিক দিক দিয়ে তিনি ভেঙে পড়েছেন ৷"

Last Updated : Sep 10, 2024, 6:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.