ETV Bharat / bharat

'সব সাংসদকে লোকসভায় হাজির থাকতেই হবে', অধ্যক্ষ নির্বাচনে হুইপ জারি কংগ্রেসের - Lok Sabha Speaker Election

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 25, 2024, 10:11 PM IST

Updated : Jun 25, 2024, 10:16 PM IST

Congress Issues Whip: আগামিকাল, বুধবার অষ্টাদশ লোকসভার অধ্যক্ষ নির্বাচনের দিন ৷ সম্মুখ সমরে ইন্ডিয়া জোটের প্রার্থী কে সুরেশ এবং এনডিএ-র ওম বিড়লা ৷ তাই দলের সাংসদদের এই গুরুত্বপূর্ণ দিনে উপস্থিত থাকা নিয়ে হুইপ জারি করল কংগ্রেস ৷

Congress Issues Whip on Lok Sabha Speaker Election 2024
লোকসভার অধ্যক্ষ নির্বাচনে হুইপ জারি করল কংগ্রেস (ছবি সৌজন্য: লোকসভার এক্স হ্যান্ডেল)

নয়াদিল্লি, 25 জুন: লোকসভার অধ্যক্ষ নির্বাচনের দিন সব কংগ্রেস সাংসদকে সংসদে হাজির হতে হবে ৷ মঙ্গলবার এই মর্মে হুইপ জারি করল কংগ্রেস ৷ দলের চিফ হুইপ কে সুরেশ এই হুইপ জারি করেছেন ৷ আগামিকাল লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে ৷

তিনি জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য 26 জুন কংগ্রেসের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকতেই হবে ৷ সকাল 11টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে ৷ মুলতুবি না হওয়া পর্যন্ত যেন সাংসদরা হাজির থাকেন এবং দলকে সমর্থন জানান ৷ এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন চিফ হুইপ ৷

লোকসভার অধ্যক্ষ কে হবেন ? এনিয়ে 'ইন্ডিয়া' জোট এবং এনডিএ শিবিরের মধ্যে বারবার বৈঠক করেও জট কাটেনি ৷ সাধারণ কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলের সর্বসম্মতিক্রমে লোকসভার অধ্যক্ষকে নির্বাচিত করা হয় ৷ তবে এবার তা সম্ভব হয়ে ওঠেনি ৷ অধ্যক্ষ নির্বাচন করা নিয়ে দুই বিরোধী শিবিরের মধ্য়ে মতপার্থক্য তৈরি হয়েছে ৷ 'ইন্ডিয়া' জোট ডেপুটি স্পিকার বা সহ-অধ্যক্ষ পদপ্রার্থীকে নির্বাচিত করার দাবি জানিয়েছে, যা মেনে নেয়নি এনডিএ শিবির ৷ এই পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে অধ্যক্ষ বাছাই করা হবে 26 জুন ৷

মঙ্গলবার দুপুর 12টার মধ্যে লোকসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ওম বিড়লা ৷ অন্যদিকে 'ইন্ডিয়া' শিবিরের পক্ষে কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ প্রার্থী করা হয়েছে ৷ বিজেপি সাংসদ ওম বিড়লা এর আগে 2019 থেকে 2024 সাল পর্যন্ত সপ্তদশ লোকসভার অধ্যক্ষের পদ সামলেছেন ৷

এবারেও যদি ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন, তাহলে তিনিই দ্বিতীয় অধ্যক্ষ, যিনি দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার নজির গড়বেন ৷ এর আগে এই রেকর্ড গড়েছেন বলরাম ঝাখর ৷ 1980 থেকে 1985 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং 1985 থেকে 1990 পর্যন্ত রাজীব গান্ধির প্রধানমন্ত্রিত্বের সময় পরপর দু'বার লোকসভায় পূর্ণ মেয়াদের অধ্যক্ষ হয়েছিলেন বলরাম ঝাখর ৷

লোকসভা সেক্রেটারিয়েটের তথ্য বলছে, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পদের জন্য প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে ৷ লড়াইয়ে ছিলেন জিভি মাভালংকার ও শংকর শান্তারাম ৷ মাভালংকার 364 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ৷ আর শান্তারাম পেয়েছিলেন 55 ভোট ৷ এরপর 1976 সালে দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচন হয় ৷ সেবার 344 ভোট পেয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হন বালিরাম ভগত ৷ তাঁর বিপরীতে থাকা প্রার্থী জগন্নাথ রাও 58 ভোট পেয়ে পরাজিত হন ৷

নয়াদিল্লি, 25 জুন: লোকসভার অধ্যক্ষ নির্বাচনের দিন সব কংগ্রেস সাংসদকে সংসদে হাজির হতে হবে ৷ মঙ্গলবার এই মর্মে হুইপ জারি করল কংগ্রেস ৷ দলের চিফ হুইপ কে সুরেশ এই হুইপ জারি করেছেন ৷ আগামিকাল লোকসভার অধ্যক্ষ নির্বাচন হবে ৷

তিনি জানিয়েছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য 26 জুন কংগ্রেসের সব সাংসদকে লোকসভায় উপস্থিত থাকতেই হবে ৷ সকাল 11টা থেকে সংসদের অধিবেশন শুরু হবে ৷ মুলতুবি না হওয়া পর্যন্ত যেন সাংসদরা হাজির থাকেন এবং দলকে সমর্থন জানান ৷ এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করতে হবে বলে জানিয়েছেন চিফ হুইপ ৷

লোকসভার অধ্যক্ষ কে হবেন ? এনিয়ে 'ইন্ডিয়া' জোট এবং এনডিএ শিবিরের মধ্যে বারবার বৈঠক করেও জট কাটেনি ৷ সাধারণ কেন্দ্রীয় সরকার এবং বিরোধী দলের সর্বসম্মতিক্রমে লোকসভার অধ্যক্ষকে নির্বাচিত করা হয় ৷ তবে এবার তা সম্ভব হয়ে ওঠেনি ৷ অধ্যক্ষ নির্বাচন করা নিয়ে দুই বিরোধী শিবিরের মধ্য়ে মতপার্থক্য তৈরি হয়েছে ৷ 'ইন্ডিয়া' জোট ডেপুটি স্পিকার বা সহ-অধ্যক্ষ পদপ্রার্থীকে নির্বাচিত করার দাবি জানিয়েছে, যা মেনে নেয়নি এনডিএ শিবির ৷ এই পরিস্থিতিতে নির্বাচনের মাধ্যমে অধ্যক্ষ বাছাই করা হবে 26 জুন ৷

মঙ্গলবার দুপুর 12টার মধ্যে লোকসভার অধ্যক্ষ পদপ্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন ওম বিড়লা ৷ অন্যদিকে 'ইন্ডিয়া' শিবিরের পক্ষে কংগ্রেস সাংসদ কে সুরেশকে অধ্যক্ষ প্রার্থী করা হয়েছে ৷ বিজেপি সাংসদ ওম বিড়লা এর আগে 2019 থেকে 2024 সাল পর্যন্ত সপ্তদশ লোকসভার অধ্যক্ষের পদ সামলেছেন ৷

এবারেও যদি ওম বিড়লা লোকসভার অধ্যক্ষ হিসেবে পুনর্নির্বাচিত হন, তাহলে তিনিই দ্বিতীয় অধ্যক্ষ, যিনি দ্বিতীয়বার লোকসভার অধ্যক্ষ নির্বাচিত হওয়ার নজির গড়বেন ৷ এর আগে এই রেকর্ড গড়েছেন বলরাম ঝাখর ৷ 1980 থেকে 1985 সালে ইন্দিরা গান্ধি প্রধানমন্ত্রী থাকাকালীন এবং 1985 থেকে 1990 পর্যন্ত রাজীব গান্ধির প্রধানমন্ত্রিত্বের সময় পরপর দু'বার লোকসভায় পূর্ণ মেয়াদের অধ্যক্ষ হয়েছিলেন বলরাম ঝাখর ৷

লোকসভা সেক্রেটারিয়েটের তথ্য বলছে, লোকসভার স্পিকার বা অধ্যক্ষ পদের জন্য প্রথম নির্বাচন হয়েছিল 1952 সালে ৷ লড়াইয়ে ছিলেন জিভি মাভালংকার ও শংকর শান্তারাম ৷ মাভালংকার 364 ভোট পেয়ে জয়ী হয়েছিলেন ৷ আর শান্তারাম পেয়েছিলেন 55 ভোট ৷ এরপর 1976 সালে দ্বিতীয়বার লোকসভার স্পিকার নির্বাচন হয় ৷ সেবার 344 ভোট পেয়ে স্পিকার হিসেবে নির্বাচিত হন বালিরাম ভগত ৷ তাঁর বিপরীতে থাকা প্রার্থী জগন্নাথ রাও 58 ভোট পেয়ে পরাজিত হন ৷

Last Updated : Jun 25, 2024, 10:16 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.