নয়াদিল্লি, 3 মে: নিজের পুরনো কেন্দ্র আমেঠি নয়, মা সোনিয়া গান্ধির রায়বরেলি থেকে রাহুল গান্ধিকে প্রার্থী করল কংগ্রেস ৷ আমেঠি থেকে প্রার্থী করা হয়েছে গান্ধি পরিবারের ‘ঘনিষ্ঠ’ কিশোরীলাল শর্মাকে ৷ আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ৷ ফলে ওড়িশার জনসভা বাতিল করে মনোনয়ন জমা দিলেন রাহুল ৷ সঙ্গে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, মা সোনিয়া গান্ধি ও বোন প্রিয়াঙ্কা গান্ধি ৷
দেশজুড়ে লোকসভা নির্বাচনের দুই দফা শেষ হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ অথচ 'অতি গুরুত্বপূর্ণ' দুটি আসনে কে প্রার্থী হচ্ছেন, তা নিয়ে জাতীয় রাজনীতিতে বিস্তর জল্পনা চলছিল ৷ এই আবহে দলের মুখপাত্র জয়রাম রমেশ জানিয়েছিলেন, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে এই দুই আসনে প্রার্থী বাছাইয়ের দায়িত্ব দিয়েছিল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি । বৈঠকে পরিস্কার হয়ে গিয়েছিল, এই নির্বাচনে আমেঠি এবং রায়বরেলির ভোটার এবং দলীয় কর্মীরা শুধুমাত্র গান্ধি পরিবারের সদস্যকে চায় ৷
আমেঠি আসনে বিজেপি প্রার্থী করেছে বিদায়ী সাংসদ স্মৃতি ইরানিকে ৷ 2019 সালে তাঁর কাছে 55 হাজার ভোটে হেরে গিয়েছিলেন রাহুল ৷ অন্যদিকে, রায়বরেলি আসনে দীনেশ প্রতাপ সিংকে প্রার্থী করেছে দল ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে 1 লক্ষ 67 হাজার ভোটে তাঁকে হারিয়েছিলেন সোনিয়া গান্ধি ৷ উল্লেখ্য, দুটি আসনের জন্য মনোনয়ন জমা শুরু হয়েছে 27 এপ্রিল ৷ আজই মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৷ এই দুই আসনে ভোটগ্রহণ 20 মে ৷
2004 থেকে 2019 সালে আমেঠি আসনে প্রার্থী হন রাহুল ৷ জল্পনা ছিল, এই নির্বাচনেও আমেঠি থেকেই লড়বেন কংগ্রেসের ‘যুবরাজ’ ৷ রায়বরেলি থেকে মা সোনিয়া গান্ধির পথ অনুসরণ করে লড়তে পারেন প্রিয়াঙ্কা গান্ধি ৷ যদিও এদিনের ঘোষণায় পরিষ্কার, চলতি লোকসভা ভোটে লড়ছেন না প্রিয়াঙ্কা ৷ অর্থাৎ এবারেও সংসদীয় রাজনীতিতেও অভিষেক হল না সোনিয়া-তনয়ার ৷
আরও পড়ুন: