ETV Bharat / bharat

দলবিরোধী কার্যকলাপ ! সঞ্জয় নিরূপমকে বহিষ্কার করল কংগ্রেস - Congress expels Sanjay Nirupam - CONGRESS EXPELS SANJAY NIRUPAM

Congress Expels Sanjay Nirupam: দলের বিরুদ্ধে মন্তব্য করছিলেন কংগ্রেস নেতা ৷ এই কথা জানতে পেরে সঙ্গে সঙ্গে পদক্ষেপ করল দল ৷ বহিষ্কার করা হল মহারাষ্ট্রের নেতা সঞ্জয় নিরূপমকে ৷

ETV Bharat
মহারাষ্ট্র কংগ্রেসের নেতাকে বহিষ্কার
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 10:19 AM IST

Updated : Apr 4, 2024, 10:36 AM IST

নয়াদিল্লি, 4 এপ্রিল: শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী মন্তব্য করার জন্য সঞ্জয় নিরূপমকে বহিষ্কার করল কংগ্রেস ৷ সম্প্রতি মহারাষ্ট্র কংগ্রেসের এই নেতা দলের জোটসঙ্গী উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরকে নিশানা করে বিরূপ মন্তব্য করেন ৷ তারপরই মহারাষ্ট্র কংগ্রেস এই নেতার বিরুদ্ধে কঠিন পদক্ষপ করে ৷ সঞ্জয়কে 6 বছরের জন্য বহিষ্কার করেছে দল ৷

কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সঞ্জয় নিরূপমের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন ৷ কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করছেন ৷ এরপর সঙ্গে সঙ্গে তাঁকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তা মঞ্জুর দিয়েছেন ৷" কংগ্রেস নির্বাচনী প্রচার থেকে প্রাক্তন সাংসদ নিরূপমের নামও বাদ দিয়েছে ৷

আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বইয়ে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার চলছিল ৷ সেই সময় সঞ্জয় নিরূপম আসন ভাগাভাগিকে রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করেন ৷ তিনি এই কংগ্রেসের এই আসন বণ্টনকে 'শিবসেনার কাছে আত্মসমর্পণ' বলে উল্লেখ করেন ৷

মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে বলেন, "কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা থেকে নিরূপমের নাম বাদ দেওয়া হয়েছে ৷ দল এবং রাজ্য কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে সব কথা বলেছেন, সে জন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" ভোটের আগে কংগ্রেসের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন নিরূপম ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "তাদের (কংগ্রেস) নিজেদের শক্তি বাঁচিয়ে তার সঠিক ব্যবহার করা উচিত ৷ কারণ দল একটি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ আমি দলকে যে সময় দিয়েছিলাম, তা আজই শেষ হচ্ছে ৷ আগামিকাল থেকে আমি পরবর্তী কাজকর্ম শুরু করব ৷" সঞ্জয় নিরূপম মুম্বই নর্থের প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷

আরও পড়ুন:

  1. ওয়েনাড়ে মুখোমুখি দুই 'ইন্ডিয়া', মনোনয়ন জমা অ্যানি রাজা-রাহুলের
  2. ভোটে 'ম্যাচ-ফিক্সিং' করার চেষ্টা করছেন মোদি, বিস্ফোরক অভিযোগ রাহুলের
  3. একে অপরের বিরুদ্বে লড়লেও ঐক্য অটুট, দিল্লি থেকে বার্তা ইন্ডিয়া জোটের

নয়াদিল্লি, 4 এপ্রিল: শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী মন্তব্য করার জন্য সঞ্জয় নিরূপমকে বহিষ্কার করল কংগ্রেস ৷ সম্প্রতি মহারাষ্ট্র কংগ্রেসের এই নেতা দলের জোটসঙ্গী উদ্ধব ঠাকরের শিবসেনা শিবিরকে নিশানা করে বিরূপ মন্তব্য করেন ৷ তারপরই মহারাষ্ট্র কংগ্রেস এই নেতার বিরুদ্ধে কঠিন পদক্ষপ করে ৷ সঞ্জয়কে 6 বছরের জন্য বহিষ্কার করেছে দল ৷

কংগ্রেসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "সঞ্জয় নিরূপমের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছিল, তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন ৷ কংগ্রেসের বিরুদ্ধে মন্তব্য করছেন ৷ এরপর সঙ্গে সঙ্গে তাঁকে দল থেকে 6 বছরের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে তা মঞ্জুর দিয়েছেন ৷" কংগ্রেস নির্বাচনী প্রচার থেকে প্রাক্তন সাংসদ নিরূপমের নামও বাদ দিয়েছে ৷

আসন্ন লোকসভা নির্বাচনে মুম্বইয়ে শিবসেনা ও কংগ্রেসের মধ্যে আসন বণ্টন নিয়ে আলোচনার চলছিল ৷ সেই সময় সঞ্জয় নিরূপম আসন ভাগাভাগিকে রাজ্য নেতৃত্বকে কটাক্ষ করেন ৷ তিনি এই কংগ্রেসের এই আসন বণ্টনকে 'শিবসেনার কাছে আত্মসমর্পণ' বলে উল্লেখ করেন ৷

মহারাষ্ট্র কংগ্রেসের সভাপতি নানা পাটোলে বলেন, "কংগ্রেসের তারকা প্রচারকদের তালিকা থেকে নিরূপমের নাম বাদ দেওয়া হয়েছে ৷ দল এবং রাজ্য কংগ্রেসের বিরুদ্ধে তিনি যে সব কথা বলেছেন, সে জন্যই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ৷" ভোটের আগে কংগ্রেসের অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন নিরূপম ৷ সোশাল মিডিয়ায় তিনি লেখেন, "তাদের (কংগ্রেস) নিজেদের শক্তি বাঁচিয়ে তার সঠিক ব্যবহার করা উচিত ৷ কারণ দল একটি আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে ৷ আমি দলকে যে সময় দিয়েছিলাম, তা আজই শেষ হচ্ছে ৷ আগামিকাল থেকে আমি পরবর্তী কাজকর্ম শুরু করব ৷" সঞ্জয় নিরূপম মুম্বই নর্থের প্রাক্তন কংগ্রেস সাংসদ ৷

আরও পড়ুন:

  1. ওয়েনাড়ে মুখোমুখি দুই 'ইন্ডিয়া', মনোনয়ন জমা অ্যানি রাজা-রাহুলের
  2. ভোটে 'ম্যাচ-ফিক্সিং' করার চেষ্টা করছেন মোদি, বিস্ফোরক অভিযোগ রাহুলের
  3. একে অপরের বিরুদ্বে লড়লেও ঐক্য অটুট, দিল্লি থেকে বার্তা ইন্ডিয়া জোটের
Last Updated : Apr 4, 2024, 10:36 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.