ETV Bharat / bharat

অযোধ্যার পর বড় ধাক্কা বদ্রীনাথে, উপ-নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে জয়ী কংগ্রেস - BJP Lost Badrinath Assembly

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 13, 2024, 6:16 PM IST

Updated : Jul 13, 2024, 7:44 PM IST

Badrinath Assembly Seat: দেশজুড়ে উপনির্বাচনে একেবারেই ভালো ফল করতে পারেনি বিজেপি ৷ উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে পরাজিত করল কংগ্রেস ৷

BJP Defeat in Badrinath
বিজেপির হাতছাড়া হল বদ্রীনাথ (ইটিভি ভারত)

চামোলি (উত্তরাখণ্ড), 13 জুলাই: অযোধ্যার পর ধাক্কা বদ্রীনাথে ৷ দেশজুড়ে বিধানসভা উপ-নির্বাচনে 13 টির মধ্যে 10টিতেই জয়ী হয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ এর মধ্যে অন্যতম বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা ৷ কংগ্রেস প্রার্থী লাখপত বুটোলার কাছে পরাজিত হয়েছেন বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারী ৷ রাজ্য বিজেপির অধ্যক্ষ মহেন্দ্র ভট্ট এই কেন্দ্রেই বসবাস করেন ৷

একদিকে লোকসভা নির্বাচনে বিজেপির হাতছাড়া হয়েছে ফৈজাবাদ লোকসভা কেন্দ্র ৷ অন্য়দিকে বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বদ্রীনাথে হারল গেরুয়া শিবির ৷ 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা আসনটিতেই জয়ী হয়েছিলেন রাজেন্দ্র ভাণ্ডারী ৷ তবে তখন তিনি কংগ্রেসে ছিলেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি রাজেন্দ্র কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ এমনকী বিধায়ক পদেও ইস্তফা দেন ৷ এই কারণে বদ্রীনাথ বিধানসভায় উপ-নির্বাচন হয় ৷ বিজেপি রাজেন্দ্র ভাণ্ডারীকে প্রার্থী করে ৷ কিন্তু নিজের জেতা আসনটিই গেরুয়া শিবিরে গিয়ে হারালেন নেতা ৷

এদিন গণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেসের লাখপত বুটোলা ৷ প্রথম রাউন্ডে কংগ্রেস প্রার্থ 195 ভোটে লিড দিচ্ছিলেন ৷ প্রথম পর্যায়ের গণনায় কংগ্রেস প্রার্থী পান 1 হাজার 921টি ভোট ৷ অন্য়দিকে রাজেন্দ্র ভাণ্ডারী পেয়েছেন 1 হাজার 726 ভোট ৷ শেষমেশ 15 রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী লাখপত বুটোলার কাছে 5 হাজার 224 ভোটে পরাজিত হন রাজেন্দ্র ভাণ্ডারী ৷ এই আসনটি থেকে কংগ্রেস পেয়েছে 28 হাজার 161 ভোট ৷ বুটোলার প্রাপ্ত ভোটের হার 51.93 শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোট 42.3 শতাংশ ৷

গাঢ়ওয়াল লোকসভা কেন্দ্রের আওতায় বদ্রীনাথ বিধানসভা আসনটিতে 2002 সাল থেকে নির্বাচন হচ্ছে ৷ এই আসনটিকে কোনও দলই পরের ভোটে ফিরে আসেনি ৷ প্রতিবার বিধানসভা নির্বাচনে বিরোধী দলের জয়ী হওয়াাটাই ট্রেন্ড ৷ 2007 সালে বিজেপি জয়ী হয় ৷ পরে 2012 সালে ফিরে আসে কংগ্রেস ৷ 2017-র নির্বাচনে ফের আসনটির দখল নেয় ভারতীয় জনতা পার্টি ৷ এরপর 2022-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রাজেন্দ্র ভাণ্ডারী জয়ী হয়েছিলেন ৷ তবে 2024 সালে সেই কংগ্রেসের দখলেই রইল বদ্রীনাথ ৷

চামোলি (উত্তরাখণ্ড), 13 জুলাই: অযোধ্যার পর ধাক্কা বদ্রীনাথে ৷ দেশজুড়ে বিধানসভা উপ-নির্বাচনে 13 টির মধ্যে 10টিতেই জয়ী হয়েছে 'ইন্ডিয়া' জোট ৷ এর মধ্যে অন্যতম বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা ৷ কংগ্রেস প্রার্থী লাখপত বুটোলার কাছে পরাজিত হয়েছেন বিজেপির রাজেন্দ্র ভাণ্ডারী ৷ রাজ্য বিজেপির অধ্যক্ষ মহেন্দ্র ভট্ট এই কেন্দ্রেই বসবাস করেন ৷

একদিকে লোকসভা নির্বাচনে বিজেপির হাতছাড়া হয়েছে ফৈজাবাদ লোকসভা কেন্দ্র ৷ অন্য়দিকে বিধানসভা উপ-নির্বাচনে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বদ্রীনাথে হারল গেরুয়া শিবির ৷ 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরাখণ্ডের বদ্রীনাথ বিধানসভা আসনটিতেই জয়ী হয়েছিলেন রাজেন্দ্র ভাণ্ডারী ৷ তবে তখন তিনি কংগ্রেসে ছিলেন ৷ 2024 সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে তিনি রাজেন্দ্র কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন ৷ এমনকী বিধায়ক পদেও ইস্তফা দেন ৷ এই কারণে বদ্রীনাথ বিধানসভায় উপ-নির্বাচন হয় ৷ বিজেপি রাজেন্দ্র ভাণ্ডারীকে প্রার্থী করে ৷ কিন্তু নিজের জেতা আসনটিই গেরুয়া শিবিরে গিয়ে হারালেন নেতা ৷

এদিন গণনা শুরু হওয়ার পর প্রথম রাউন্ড থেকেই এগিয়ে ছিলেন কংগ্রেসের লাখপত বুটোলা ৷ প্রথম রাউন্ডে কংগ্রেস প্রার্থ 195 ভোটে লিড দিচ্ছিলেন ৷ প্রথম পর্যায়ের গণনায় কংগ্রেস প্রার্থী পান 1 হাজার 921টি ভোট ৷ অন্য়দিকে রাজেন্দ্র ভাণ্ডারী পেয়েছেন 1 হাজার 726 ভোট ৷ শেষমেশ 15 রাউন্ড গণনা শেষে কংগ্রেস প্রার্থী লাখপত বুটোলার কাছে 5 হাজার 224 ভোটে পরাজিত হন রাজেন্দ্র ভাণ্ডারী ৷ এই আসনটি থেকে কংগ্রেস পেয়েছে 28 হাজার 161 ভোট ৷ বুটোলার প্রাপ্ত ভোটের হার 51.93 শতাংশ এবং বিজেপির প্রাপ্ত ভোট 42.3 শতাংশ ৷

গাঢ়ওয়াল লোকসভা কেন্দ্রের আওতায় বদ্রীনাথ বিধানসভা আসনটিতে 2002 সাল থেকে নির্বাচন হচ্ছে ৷ এই আসনটিকে কোনও দলই পরের ভোটে ফিরে আসেনি ৷ প্রতিবার বিধানসভা নির্বাচনে বিরোধী দলের জয়ী হওয়াাটাই ট্রেন্ড ৷ 2007 সালে বিজেপি জয়ী হয় ৷ পরে 2012 সালে ফিরে আসে কংগ্রেস ৷ 2017-র নির্বাচনে ফের আসনটির দখল নেয় ভারতীয় জনতা পার্টি ৷ এরপর 2022-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের রাজেন্দ্র ভাণ্ডারী জয়ী হয়েছিলেন ৷ তবে 2024 সালে সেই কংগ্রেসের দখলেই রইল বদ্রীনাথ ৷

Last Updated : Jul 13, 2024, 7:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.