ETV Bharat / bharat

নির্লজ্জভাবে কংগ্রেস কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছে, বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদি - Cong gave away Katchatheevu island - CONG GAVE AWAY KATCHATHEEVU ISLAND

Cong gave away Katchatheevu island: কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল কংগ্রেস ৷ রবিবার একটি সংবাদমাধ্যমের রিপোর্টের উদ্ধৃতি করে এমনটাই অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 31, 2024, 1:26 PM IST

নয়াদিল্লি, 31 মার্চ: লোকসভা ভোটের মুখেই কংগ্রেসের বিরুদ্ধে নয়া তামিল অস্ত্রে শান বিজেপির ৷ ভারতের ভূখণ্ড কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল কংগ্রেস ৷ রবিবার একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের উদ্ধৃতি করে এমনটাই অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রীতিমতো জোর দিয়ে জানিয়েছেন, "নতুন তথ্যগুলি প্রকাশ করছে, কীভাবে কংগ্রেস নির্লজ্জভাবে কাচাথিভুকে তুলে দিয়েছে। এটি প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে ৷ জনগণ ফের মনে করছে যে, আমরা কখনই কংগ্রেসকে বিশ্বাস করতে পারি না ৷ 75 বছর ধরে কংগ্রেস ভারতের ঐক্য, অখণ্ডতা এবং স্বার্থকে দুর্বল করার কাজ করে চলেছে ৷"

বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন, "কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারের সিদ্ধান্ত লঙ্কার দ্বারা তামিলনাড়ুর জেলেদের ধরে নিয়ে গিয়ে কারারুদ্ধ করেছিল ৷ কারণ তারা মাঝে মাঝে দ্বীপে ঘুরে বেড়ায় বলে অভিযোগ ছিল ৷ অথচ তাদের রাজ্যের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত ৷" তিনি আরও বলেন, "1975 সাল পর্যন্ত দ্বীপটি ভারতের কাছে ছিল। তামিলনাড়ুর জেলেরা আগে সেখানে যেতেন কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি সরকারের অধীনে ভারত শ্রীলঙ্কার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিল তাদের তা করতে বাধা দেয় ৷"

সুধাংশু ত্রিবেদীর দাবি, "দুর্ভাগ্যবশত, ডিএমকে বা কংগ্রেস কেউই বিষয়টি উত্থাপন করছে না ৷ তবে মোদি দেশ এবং জনগণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির প্রতি তাঁর প্রতিশ্রুতির কারণেই বলেছেন।" বিজেপি চরম আশাবাদী যে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে দ্রাবিড় অঞ্চলে রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রচেষ্টায় এই সমস্যাটি অন্যতম প্রধান ইস্যু হবে ৷ কারণ এটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সঙ্গে জড়িত ৷ যার তামিল নাগরিকদের প্রতি দীর্ঘদিন ধরেই অমানবিক আচরণ করা হয়েছে।

রিপোর্টটি একটি আরটিআই উত্তরের উপর ভিত্তি করে করা হয়েছে ৷ তামিলনাড়ু বিজেপি'র সভাপতি কে আন্নামালাই 1974 সালে তৎকালীন ইন্দিরা গান্ধি সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে পাক স্ট্রেইটের অঞ্চল প্রতিবেশী দেশের কাছে হস্তান্তর করার বিষয়ে এই আরটিআই করেন ৷ প্রতিবেদনে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিরোধের উৎস, এই ইস্যুতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্তব্যকেও উদ্ধৃত করা হয়েছে, যে দ্বীপের দাবি ছেড়ে দিতে তিনি কোন দ্বিধা করবেন না। কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে সুধাংশু ত্রিবেদী প্রশ্ন করেছেন, "কেন তিনি এই বিষয়ে মুখ বুঁজে আছেন ? তাঁর উচিত মানুষের সামনে প্রকাশ্যে বলা যে, কেবল তাঁর দল নয়, তাঁর পরিবারও এর জন্য দায়ী।"

(পিটিআই)

আরও পড়ুন

  1. কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রামলীলায় 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশ, থাকবেন কল্পনা-সুনীতা
  2. নির্বাচনী বন্ড নিয়ে বিচার ব্যবস্থাকে চাপ দিচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার

নয়াদিল্লি, 31 মার্চ: লোকসভা ভোটের মুখেই কংগ্রেসের বিরুদ্ধে নয়া তামিল অস্ত্রে শান বিজেপির ৷ ভারতের ভূখণ্ড কাচাথিভু দ্বীপ শ্রীলঙ্কার হাতে তুলে দিয়েছিল কংগ্রেস ৷ রবিবার একটি সংবাদ মাধ্যমের রিপোর্টের উদ্ধৃতি করে এমনটাই অভিযোগ করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি রীতিমতো জোর দিয়ে জানিয়েছেন, "নতুন তথ্যগুলি প্রকাশ করছে, কীভাবে কংগ্রেস নির্লজ্জভাবে কাচাথিভুকে তুলে দিয়েছে। এটি প্রতিটি ভারতীয়কে ক্ষুব্ধ করেছে ৷ জনগণ ফের মনে করছে যে, আমরা কখনই কংগ্রেসকে বিশ্বাস করতে পারি না ৷ 75 বছর ধরে কংগ্রেস ভারতের ঐক্য, অখণ্ডতা এবং স্বার্থকে দুর্বল করার কাজ করে চলেছে ৷"

বিজেপির মুখপাত্র সুধাংশু ত্রিবেদী দাবি করেছেন, "কেন্দ্রের তৎকালীন কংগ্রেস সরকারের সিদ্ধান্ত লঙ্কার দ্বারা তামিলনাড়ুর জেলেদের ধরে নিয়ে গিয়ে কারারুদ্ধ করেছিল ৷ কারণ তারা মাঝে মাঝে দ্বীপে ঘুরে বেড়ায় বলে অভিযোগ ছিল ৷ অথচ তাদের রাজ্যের উপকূল থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অবস্থিত ৷" তিনি আরও বলেন, "1975 সাল পর্যন্ত দ্বীপটি ভারতের কাছে ছিল। তামিলনাড়ুর জেলেরা আগে সেখানে যেতেন কিন্তু প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি সরকারের অধীনে ভারত শ্রীলঙ্কার সঙ্গে যে চুক্তি স্বাক্ষর করেছিল তাদের তা করতে বাধা দেয় ৷"

সুধাংশু ত্রিবেদীর দাবি, "দুর্ভাগ্যবশত, ডিএমকে বা কংগ্রেস কেউই বিষয়টি উত্থাপন করছে না ৷ তবে মোদি দেশ এবং জনগণের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলির প্রতি তাঁর প্রতিশ্রুতির কারণেই বলেছেন।" বিজেপি চরম আশাবাদী যে, লোকসভা নির্বাচনের প্রস্তুতি নেওয়ার সঙ্গে সঙ্গে দ্রাবিড় অঞ্চলে রাজনৈতিক প্রভাব বাড়ানোর প্রচেষ্টায় এই সমস্যাটি অন্যতম প্রধান ইস্যু হবে ৷ কারণ এটি প্রতিবেশী দেশ শ্রীলঙ্কার সঙ্গে জড়িত ৷ যার তামিল নাগরিকদের প্রতি দীর্ঘদিন ধরেই অমানবিক আচরণ করা হয়েছে।

রিপোর্টটি একটি আরটিআই উত্তরের উপর ভিত্তি করে করা হয়েছে ৷ তামিলনাড়ু বিজেপি'র সভাপতি কে আন্নামালাই 1974 সালে তৎকালীন ইন্দিরা গান্ধি সরকারের সিদ্ধান্তের ভিত্তিতে পাক স্ট্রেইটের অঞ্চল প্রতিবেশী দেশের কাছে হস্তান্তর করার বিষয়ে এই আরটিআই করেন ৷ প্রতিবেদনে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে বিরোধের উৎস, এই ইস্যুতে প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্তব্যকেও উদ্ধৃত করা হয়েছে, যে দ্বীপের দাবি ছেড়ে দিতে তিনি কোন দ্বিধা করবেন না। কংগ্রেস নেতা রাহুল গান্ধিকে খোঁচা দিয়ে সুধাংশু ত্রিবেদী প্রশ্ন করেছেন, "কেন তিনি এই বিষয়ে মুখ বুঁজে আছেন ? তাঁর উচিত মানুষের সামনে প্রকাশ্যে বলা যে, কেবল তাঁর দল নয়, তাঁর পরিবারও এর জন্য দায়ী।"

(পিটিআই)

আরও পড়ুন

  1. কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদে রামলীলায় 'গণতন্ত্র বাঁচাও' সমাবেশ, থাকবেন কল্পনা-সুনীতা
  2. নির্বাচনী বন্ড নিয়ে বিচার ব্যবস্থাকে চাপ দিচ্ছে বিজেপি, বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.